হোমজেলারAbhishek Banerjee: 'এক-এক জনের ভোট কিনতে প্রায় ১৫-২০ কোটি টাকা খরচ করেছে', BJP-র বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক, শুভেন্দু বললেন...
India Vice Presidential Election : মঙ্গলবার দেশের ১৫ তম উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন NDA-র প্রার্থী সি পি রাধাকৃষ্ণন। তাঁর প্রাপ্ত ভোট ৪৫২।
By : ABP Ananda | Edited By: deepm | Updated at : 11 Sep 2025 11:23 PM (IST)
হিন্দোল দে, মনোজ বন্দ্য়োপাধ্য়ায় ও অভিজিৎ চৌধুরী, কলকাতা : উপ রাষ্ট্রপতি নির্বাচনে কি ক্রস ভোটিং হয়েছে ? এই প্রশ্নের মধ্য়েই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বিজেপির বিরুদ্ধে কোটি কোটি টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ করেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের কাছে টাকা কম আছে নাকি ? পাল্টা কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার।
মঙ্গলবার দেশের ১৫ তম উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন NDA-র প্রার্থী সি পি রাধাকৃষ্ণন। তাঁর প্রাপ্ত ভোট ৪৫২। আর ৩০০টি ভোট পেয়েছেন কংগ্রেস নেতৃত্বাধীন INDIA জোটের প্রার্থী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি। ভোটের রেজাল্ট বেরোনোর পরই ক্রস ভোটিং শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রশ্ন উঠছে, 'INDIA' জোটের কোন দলের সাংসদ 'NDA'-র প্রার্থীকে ভোট দিয়েছেন ? এই প্রেক্ষাপটে বুধবার চঞ্চল্য়কর অভিযোগ করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। আঙুল তুলেছেন ইন্ডিয়া জোটের শরিক অরবিন্দ কেজরিওয়ালের দলের দিকেই। অভিষেক বলেন, "আমার বিশেষ করে মনে হয়, কয়েকটা দল রয়েছে, যেখানে বিজেপি বিশেষ করে, আম আদমি পার্টির মতো দল যেখানে এক-দুজন রাজ্য়সভার সাংসদ একদম সরাসরি বিজেপিকে সমর্থন করেন। তাঁরা এমনকী তাঁদের নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একজন মহিলা সাংসদ রয়েছেন, তাঁরা তো সরাসরি, নামে আম আদমি পার্টি, বিজেপিতে নাম লিখিয়েই দিয়েছেন। এরকম দু-চারটে সাংসদ তো রয়েছে।"
এ প্রসঙ্গে সিপিএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন, "আসলে তৃণমূল-বিজেপি বাংলায় হচ্ছে গোডাউনটা একই, শো-রুম দুটো আলাদা। মাল, একই গোডাউনের মাল, কিন্তু দুটো শো-রুমে বিক্রি হচ্ছে।"
পাল্টা ক্রস ভোটিং নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলে, "পশ্চিমবঙ্গে তৃণমূলেরও ঘর ভেঙেছে। আমি নিশ্চিত। আমি এর আগে বলেছিলাম দ্রৌপদী মুর্মুর যে ভোট হয়েছিল কলকাতা বিধানসভায় সাংসদরা ভোট দিয়েছিলেন। তাতে দুটো সাংসদের ভোট বাতিল হয়েছিল। একজন কংগ্রেসের, একজন তৃণমূলের। আর দু'টো ভোট আমরা পেয়েছিলাম। তাঁদের মধ্যে একজন আমাদের কাছে ফিরেও এসেছেন অর্জুন সিংহ। আরেকটা নাম বলছি না। বিপদে পড়বেন। তা এবারেও, তৃণমূল কংগ্রেসের অন্তত তিনটি ভোট আমরা পেয়েছি। সেটা আমি পরে নাম বলে দেব।"
কেজরিওয়ালের দল অবশ্য় অভিযোগ উড়িয়ে দিয়েছে। আম আদমি পার্টির জাতীয় মুখপাত্র সৌরভ ভরদ্বাজ বলেছেন, "আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের যতজন সাংসদ ছিলেন, একজন বাদে সবাই বিরোধী দলের যিনি উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ছিলেন, তাঁকে ভোট দিয়েছেন।" উপ রাষ্ট্রপতি ভোট নিয়ে বিজেপির বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেছেন, "চার-পাঁচ জনের সঙ্গে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি, এক-এক জনের ভোট কিনতে প্রায় ১৫-২০ কোটি টাকা খরচ করেছে। বিজেপি এই টাকার খেলায় নেমেছে।"
পাল্টা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "টাকা কি তৃণমূল কংগ্রেসের কাছে কম আছে নাকি ? অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নামে, বেনামে যত টাকা আছে, লোকে বলে... এত টাকা আছে ওঁর নামে, তার হিসেব তো নেই। তার হিসেব রাখতে গেলে, পশ্চিমবঙ্গের সমস্ত চাটার্ড অ্য়াকাউন্ট্য়ান্টকে লাগবে।"
সব মিলিয়ে উপ রাষ্ট্রপতি ভোটের ফল বেরিয়ে গেলেও, তা নিয়ে কাটাছে়ড়া চলছে।
Published at : 11 Sep 2025 11:23 PM (IST)
Sponsored Links by Taboola