হোমজেলারBaruipur Station: টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ল যাত্রী ! গ্রেফতার অভিযুক্ত
Indian Railways: জিজ্ঞাসাবাদের মুখে 'অপরাধ' কবুল করেছেন অভিযুক্ত মহিলা যাত্রী।
By : ABP Ananda | Edited By: deepm | Updated at : 06 Sep 2025 05:31 PM (IST)
বারুইপুর স্টেশনের ঘটনা
Source : নিজস্ব ছবি
বারুইপুর : টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারা হল। বারুইপুর স্টেশনেই 'আক্রান্ত' মহিলা টিকিট পরীক্ষক। 'বারুইপুরে আসার বৈধ টিকিট ছিল না ওই মহিলা যাত্রীর।' টিকিট দেখতে চাইতেই মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারা হয় বলে অভিযোগ। মহিলা কামরায় উঠে টিকিট দেখতে চাওয়ায় হামলার অভিযোগ। সুভাষগ্রামের সাইদা বিবির বিরুদ্ধে হামলার অভিযোগ। বারুইপুর GRP-র হাতে গ্রেফতার অভিযুক্ত মহিলা। জিজ্ঞাসাবাদের মুখে 'অপরাধ' কবুল করেছেন অভিযুক্ত মহিলা যাত্রী।
এসি লোকাল
দেবীপক্ষ শুরুর আগেই আরও ২টি রুটে চালু হয়ে গেল এসি লোকাল। মেন লাইনে শিয়ালদা-রানাঘাট এসি লোকাল পরিষেবা শুরু হয়েছে আগেই। এবার বনগাঁ শাখাও পেল নিজস্ব এসি লোকাল। নতুন রুট, শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট। শিয়ালদা-কৃষ্ণনগর, এসি লোকালও চালু হল গতকাল।
স্টেশনে নতুন এসি লোকাল। চলন্ত ট্রেনে যাত্রীরা। যাত্রীদের হাসিমুখ। ভাদ্রের ভ্যাপসা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা, cool cool জার্নি। তাও কিনা আবার বনগাঁ শাখায়। যে লাইনে ট্রেন সফর মানেই দুর্বিষহ ভিড়ের চাপ ঠেলে যাতায়াত, সেখানেই এবার রেল পরিষেবায় এক নতুন অধ্যায়ের সূচনা হল। দেবীপক্ষ শুরুর আগেই আরও ২টি রুটে চালু হয়ে গেল এসি লোকাল। শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট এসি লোকাল, শিয়ালদা-কৃষ্ণনগর এসি লোকাল।
এবার শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত পৌঁছনো যাবে এসি লোকালে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্তও মিলবে এসি লোকাল পরিষেবা। বনগাঁ শাখার ক্ষেত্রে সকাল ৭টা ১১ মিনিটে রানাঘাট থেকে এসি লোকাল ছা়ড়বে। এরপর সকাল ৭টা ৫২তে সেটি পৌঁছবে বনগাঁ স্টেশনে। আর তারপর ৯টা ৩৭ মিনিটে ট্রেনটি পৌঁছবে শিয়ালদা স্টেশনে।
আবার সন্ধে ৬টা ১৪ মিনিটে শিয়ালদা থেকে ছে়ড়ে এসি লোকাল রাত ৮টা ৪ মিনিটে বনগাঁ এবং তারপর ৮টা ৪১ মিনিটে রানাঘাটে পৌঁছবে।
শিয়ালদা-কৃষ্ণনগর রুটেও এসি লোকাল পরিষেবা চালু হয়েছে গতকাল। সকাল ৯টা ৪৮ মিনিটে শিয়ালদা থেকে এসি লোকাল ছাড়বে। কৃষ্ণনগরে পৌঁছবে বেলা ১২টা ০৭ মিনিটে । অন্য়দিকে, দুপুর দেড়টায় কৃষ্ণনগর থেকে এসি লোকালটি ছেড়ে দুপুর ৩টে ৪০ মিনিটে এসে পৌঁছবে শিয়ালদায়। মেন লাইনে শিয়ালদা-রানাঘাট এসি লোকাল পরিষেবা চালু হয়েছে আগেই। এই নিয়ে মোট ৩টি রুটে এসি লোকাল পরিষেবা চালু হল।
রেলের তরফে জানানো হয়েছে, বনগাঁ শাখার ক্ষেত্রে শিয়ালদহ থেকে বিধাননগর ও দমদম জংশনের ভাড়া ৩৫ টাকা। শিয়ালদা থেকে বনগাঁর ভাড়া ১২০ টাকা। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকালে যেতে লাগবে ১৫০ টাকা। অন্য়দিকে, শিয়ালদা-কৃষ্ণনগর রুটে শিয়ালদহ থেকে ব্য়ারাকপুর পর্যন্ত এসি লোকালের ভাড়া ৬০ টাকা। শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত ভাড়া ৯০ টাকা। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত যেতে ১২০ টাকা। আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যেতে লাগবে ১৪০ টাকা।
Published at : 06 Sep 2025 05:19 PM (IST)
Sponsored Links by Taboola