হোমজেলারRG Kar Case Update: নবান্ন অভিযানে গিয়ে কীভাবে আহত আরজি করের নির্যাতিতার মা? ফের তদন্তের নির্দেশ আদালতের
RG Kar Doctor's Mother Injured: নবান্ন অভিযানের দিন আর জি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের মায়ের আহত হওয়ার ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
By : ABP Ananda | Edited By: Torsha Bhattacharyya | Updated at : 10 Sep 2025 11:36 PM (IST)
নবান্ন অভিযানে গিয়ে কীভাবে আহত আরজি করের নির্যাতিতার মা? ফের তদন্তের নির্দেশ আদালতের
সৌভিক মজুমদার, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ৯ অগাস্ট নবান্ন অভিযানের সময়ে আহত হন আর জি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের মা। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন তিনি। সেই মামলায় নতুন করে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। DC পদমর্যাদার অফিসারকে দিয়ে ফের তদন্ত করানোর নির্দেশ দিলেন বিচারপতি।
নবান্ন অভিযানের দিন আর জি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের মায়ের আহত হওয়ার ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। DC পদমর্যাদার অফিসারকে দিয়ে ফের তদন্ত করানোর নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন... মেডিকা হাপাতালের রিপোর্ট অনুযায়ী কপালে আঘাতের চিহ্ন ছিল। আঘাত পুলিশের দ্বারা হতে পারে, ভিড়ে ধাক্কাধাক্কিতে হতে পারে, আবার পড়ে গিয়েও হতে পারে। এই বিষয়ে, নিহত চিকিৎসকের মা এবিপি আনন্দকে বলেন, 'আমাদের উপর পুলিশ অত্যাচার করেছে। আদালত ফের তদন্ত করতে বলায় খুশি। আমরা চাই দোষীরা শাস্তি পাক।'
গত ৯ অগাস্ট নবান্ন অভিযানের সময় আর জি কর মেডিক্যাল কলেজে নিহত চিকিৎসকের মায়ের চোট লাগে। তাঁর কপালের ডান দিকের একটি অংশ ফুলে যায়। নির্যাতিতার মা অভিযোগ করেন, পুলিশের লাঠির আঘাতেই তাঁর কপাল ফুলেছে। তদন্ত শুরু করে নিউ মার্কেট থানা ও শেক্সপিয়র সরণি থানা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হন নিহত চিকিৎসকের মা। মেডিকা হাসপাতাল থেকে নিহত চিকিৎসকের মায়ের চিকিৎসা সংক্রান্ত সম্পূর্ণ নথি তলব করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই নথি জমা দেয় মেডিকা হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর নতুন করে তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি।
অন্যদিকে, আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদে রাজপথে নামতেই কি 'চোখের বালি' হয়ে যান আন্দোলনকারী চিকিৎসকেরা! নানা মহলে এ প্রশ্ন উঠছে, কারণ RG কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বীভৎস ঘটনার এক বছর পেরোতে না পেরোতেই, পুরনো মামলায় লাগাতার আন্দোলনকারী চিকিৎসকদের তলব করছে পুলিশ। এবার, আর জি কর আন্দোলনের অন্য়তম মুখ, পুরুলিয়া মেডিক্যাল কলেজের সিনিয়র রেসিডেন্ট ডক্টর আসফাকুল্লা নাইয়া, মালদার গাজোল স্টেট জেনারেল হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট ডক্টর দেবাশিস হালদার ও SSKM-এর পোস্ট ডক্টোরাল ট্রেনি অর্ণব মুখোপাধ্যায়-কে তলব করল পুলিশ। আন্দোলন সংক্রান্ত একাধিক মামলার তদন্তে, সোমবার, চিকিৎসক আসফাকুল্লা নাইয়াকে, এবং মঙ্গলবার ও বৃহস্পতিবার দেবাশিস হালদারকে।
Published at : 10 Sep 2025 11:36 PM (IST)
Sponsored Links by Taboola