হোমলাইফস্টাইল-এরDark Chocolate: হৃদযন্ত্র ভাল রাখতে ডার্ক চকোলেট খাওয়া কি হার্টের রোগীদের জন্য ভাল?
Healthy Heart: ডার্ক চকোলেট খেলে এমন অনেক শারীরিক সমস্যা দূর হয়, যেগুলি হার্টের ভাল থাকার সঙ্গে ওতপ্রোতভাবে ভাবে জড়িত।
By : ABP Ananda | Edited By: Sohini Chakrabarty | Updated at : 08 Sep 2025 01:23 PM (IST)
ছবি সূত্র- পিক্সেলস
Source : Pexels
Dark Chocolate: হার্টের সমস্যা (Heart Problems) থাকলে খাওয়া-দাওয়ার ব্যাপারে অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন। আপনি কী ধরনের খাবার খাচ্ছেন, তার উপর অনেকটাই নির্ভর করে আপনার হৃদযন্ত্রের স্বাস্থ্য (Heart Health)। এমন অনেক খাবার রয়েছে যেগুলি খাওয়া হার্টের রোগীদের জন্য ভাল। তবে সেক্ষেত্রে কয়েকটি জিনিস মাথায় রাখা জরুরি। হার্ট ভাল রাখতে চাইলে যা খাচ্ছেন সেটা একটানা অনেকদিন ধরে খাবেন না। আর পরিমাণে অল্প খেতে হবে। তাহলে ভাল থাকবে শরীর, মন দুটোই।
হার্টের রোগীদের জন্য ডার্ক চকোলেট খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর
এক্ষেত্রে ডার্ক চকোলেট বলতে সেই ধরনের চকোলেটকে বোঝানো হয়েছে যার মধ্যে ৭০ শতাংশ বা তার বেশি পরিমাণে কোকোয়া রয়েছে। সাধারণ চকোলেটের তুলনায় এই চকোলেটের স্বাদ অনেকটাই তিতকুটে। মিল্ক চকোলেটে যে মিষ্টি স্বাদ থাকে, ঠিকঠাক ডার্ক চকোলেটে তা একেবারেই থাকে না। তার ফলে ডার্ক চকোলেট বেশি পরিমাণে খাওয়ার সম্ভাবনা কম।
ডার্ক চকোলেট খেলে এমন অনেক শারীরিক সমস্যা দূর হয়, যেগুলি হার্টের ভাল থাকার সঙ্গে ওতপ্রোতভাবে ভাবে জড়িত। তাই একথা বলাই যায় যে ডার্ক চকোলেট খাওয়া পরোক্ষে হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালই। তবে অ্যাকিউট হার্ট পেশেন্টরা ডার্ক চকোলেট খাবেন নাকি নয়, তা জানার জন্য অতি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া জরুরি। আর কখনই একটানা অনেকদিন ডার্ক চকোলেট খাবেন না। বেশি পরিমাণেও খাবেন না। তাহলেই সুস্থ থাকবেন।
এবার জেনে নেওয়া যাক ডার্ক চকোলেট মাঝে মাঝে অল্প পরিমাণে খেলে কীভাবে ভাল থাকবে শরীর-স্বাস্থ্য, বিশেষত হার্ট
- হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য কোলেস্টেরল একেবারেই ভাল নয়। ডার্ক চকোলেট ব্যাড কোলেস্টেরল অর্থাৎ এলডিএল- এর পরিমাণ কমায়।
- ডার্ক চকোলেট খেলে ব্যাড কোলেস্টেরলের মাত্রা যেমন কমে, তেমনই বাড়ে গুড কোলেস্টেরলের পরিমাণ। তাই ভাল থাকে হার্ট।
- ডার্ক চকোলেট ব্লাড প্রেশারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। হার্টের স্বাস্থ্য ভাল রাখতে চাইলে রক্তচাপের মাত্রা কম রাখাই প্রয়োজন।
- হৃদযন্ত্রে এবং শরীরের সর্বত্র যাতে রক্ত এবং অক্সিজেন ভালভাবে পৌঁছয় সেই দিকে খেয়াল রাখে ডার্ক চকোলেট।
- শরীরে ইনফ্লেমেশনের সমস্যা কমায় ডার্ক চকোলেট খাওয়ার অভ্যাস। প্লেটলেটও সঠিক মাত্রায় বজায় রাখে। এর ফলে হার্ট ভাল থাকে।
- হার্টে কোথাও যাতে রক্ত জমাট বেঁধে কোনও সমস্যার সৃষ্টি না হয়, সেই দিকেও খেয়াল রাখে ডার্ক চকোলেট।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Published at : 08 Sep 2025 01:23 PM (IST)
Sponsored Links by Taboola