ED Raid in Behala & Jhargram: ভোর হতে না হতেই রাজ্যের একাধিক জায়গায় হানা ইডির, অভিযান চলছে বালিপাচার মামলায়

3 days ago 6

বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ED Raid in Behala & Jhargram: ভোর হতে না হতেই রাজ্যের একাধিক জায়গায় হানা ইডির, অভিযান চলছে বালিপাচার মামলায়

Updated: 08 Sep 2025, 07:02 AM IST Abhijit Chowdhury Abhijit Chowdhury 08 Sep 2025 behala, jhargram, enforcement directorate, illegal sand smuggling, বালি পাচার, এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট, ইডি, বেহালা, ঝাড়গ্রাম, ইডি হানা, ed raid

এবার বালিপাচার কাণ্ডে তদন্তে নামল ইডি। রাজ্যের একা... more

1/4বালিপাচার কাণ্ডের তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। বাংলার একাধিক জায়গায় আজ ভোর হতে না হতেই হানা দেন ইডির তদন্তকারী অফিসাররা। এই প্রথম বালিপাচার মামলায় সক্রিয় হয়েছে ইডি। রিপোর্ট অনুযায়ী, আজ সকাল সকাল ঝাড়গ্রাম ও বেহালায় অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা।
2/4জানা গিয়েছে, ঝাড়গ্রামে যে ব্যক্তির বাড়িতে ইডি হানা দিয়েছে, তিনি ব্যবসায়ী। তিনি বালি ব্যবসার সঙ্গে যুক্ত। ব্যবসায়ীর নাম শেখ জহিরুল আলি। ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে তাঁর বাড়ি। সুবর্ণরেখা নদীর তীরে এই বাড়িটি অবস্থিত। অভিযোগ, তিনতলা এই বাড়ির মালিক জহিরুল নাকি দীর্ঘদিন ধরে সুবর্ণরেখা নদী থেকেই বালি পাচারের সঙ্গে যুক্ত।
3/4এই জহিরুল নাকি আগে ভিলেজ পুলিশে ছিলেন। পরে চাকরি ছেড়ে বালির ব্যবসা শুরু করেছিলেন। এহেন জহিরুলের বাড়িতে সার্চ ওয়্যারেন্ট নিয়ে অভিযান চালাচ্ছে ইডি। কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। সব মিলিয়ে ইডির মোট ৪-৫টি টিম তদন্তে নেমেছে একযোগে। একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন তারা।
4/4এই আবহে ঝাড়গ্রাম ছাড়াও বেহালার জেমস লং সরণীতেও একটি বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। সেই বাড়িতে ডিজি মাইনিং নামক একটি সংস্থার অফিস রয়েছে। তারাও বালি ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। সেখানেও কেন্দ্রীয় বাহিনী রয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই সংস্থার আরও একটি অফিস রয়েছে সল্টলেকের সেক্টর ফাইভে।

পরবর্তী ফটো গ্যালারি

Read Entire Article