Fact Check: বিমানের জ্বালানি নিয়ে এবিপি আনন্দর নাম করে ভুয়ো, বিকৃত পোস্ট সমাজমাধ্যমে, আসল খবরটি দেখুন

3 weeks ago 5

হোমফ্যাক্ট চেকFact Check: বিমানের জ্বালানি নিয়ে এবিপি আনন্দর নাম করে ভুয়ো, বিকৃত পোস্ট সমাজমাধ্যমে, আসল খবরটি দেখুন

Fact Check: মঙ্গলবার ফেসবুকে একটি সোশ্যাল মিডিয়া কার্ড পোস্ট করা হয় যেখানে এবিপি আনন্দর লোগো ব্যবহার করে, হুবহু একই ছবি দিয়ে লেখা হয় ‘গোমূত্র দিয়ে উড়বে উড়ান, Indian Oil পেল বড় অনুমতি’।

By : ABP Ananda | Edited By: Siman Ray | Updated at : 20 Aug 2025 11:01 AM (IST)

ইন্ডিয়ান অয়েল সংস্থা সম্প্রতি কেন্দ্রের থেকে অনুমতি পেয়েছে রান্নার পোড়া তেল দিয়ে আগামী দিনে বিমানের জ্বালানি তৈরি করা হবে। আর এই জ্বালানিই নতুন করে ভরে উড়ান নেবে বিমানগুলি। সাধারণ মানুষের ফেলে দেওয়া রান্নার তেল দিয়েই এবার উড়বে বিমান। এই খবর এবিপি লাইভ বাংলায় প্রকাশ পেয়েছিল গত ১৮ অগাস্ট। আর এই খবরের সাপেক্ষে একটি সোশ্যাল মিডিয়া কার্ডও পোস্ট করা হয়েছিল এক্স, ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডলগুলিতে। এই সোশ্যাল মিডিয়া কার্ডই বিকৃত করে এবিপি আনন্দর নাম করে অপপ্রচার চলছে সমাজমাধ্যমে। গোমূত্র দিয়ে বিমান ওড়ার দাবি করা হচ্ছে। এই তথ্য সম্পূর্ণ ভুয়ো, এবিপি আনন্দ এমন কোনও খবর প্রকাশ করেনি।

গতকাল মঙ্গলবার ১৯ অগাস্ট ফেসবুকে অনিন্দিতা গাঙ্গুলি নামের একটি আইডি থেকে একটি সোশ্যাল মিডিয়া কার্ড পোস্ট করা হয় যেখানে এবিপি আনন্দর লোগো ব্যবহার করে, হুবহু একই ছবি (আসল মিডিয়া কার্ডের ছবির অনুকৃত) দিয়ে লেখা হয় ‘গোমূত্র দিয়ে উড়বে উড়ান, Indian Oil পেল বড় অনুমতি’। এই পোস্ট যে অ্যাকাউন্ট থেকে করা হয়েছে সেটিতে পোস্টদাতার ছবি বা তথ্য কিছুই নেই। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের ভারতীয় বিজ্ঞানীদের মহান আবিষ্কার হলো গোমূত্র দিয়ে উড়বে যুদ্ধ বিমান’। এবিপি লাইভ বাংলায় ফ্যাক্ট চেক বিভাগের তরফ থেকে এই বিষয়ে আরও অনুসন্ধানের পরে দেখা যায় সেই অ্যাকাউন্টটি একটি ভুয়ো অ্যাকাউন্ট এবং ধর্মীয় উস্কানিমূলক বেশ কিছু পোস্ট সেই অ্যাকাউন্ট থেকে করা হয়েছে। প্রকৃত ছবিও দেওয়া নেই কোথাও।

ভুয়ো পোস্টটি দেখুন এখানে

স্ক্রিনশট নিচে দেওয়া হল


 বিমানের জ্বালানি নিয়ে এবিপি আনন্দর নাম করে ভুয়ো, বিকৃত পোস্ট সমাজমাধ্যমে, আসল খবরটি দেখুন

১৮ অগাস্ট এবিপি আনন্দর ফেসবুক পেজে যে মিডিয়া কার্ড পোস্ট করা হয়েছিল তাতে লেখা ছিল, ‘রান্নার তেল দিয়ে উড়বে বিমান, ইন্ডিয়ান অয়েল পেল বড় অনুমতি’। ফলে বোঝাই যাচ্ছে এবিপি আনন্দর এই কার্ড আলাদা করে এডিট করে বিকৃত করা হয়েছে এবং এবিপি আনন্দর নামে অপপ্রচার করা হচ্ছে। এই প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ করা হচ্ছে।

আসল পোস্ট দেখুন এখানে

নিচে দেওয়া হল স্ক্রিনশট

আসল তথ্য কী

হরিয়ানার পানিপথে ইন্ডিয়ান অয়েলের তত্ত্বাবধানে সাসটেনেবল অ্যাভিয়েশন ফুয়েল শোধনাগার তৈরির অনুমোদন মিলেছে। সংস্থার চেয়ারম্যান জানিয়েছেন যে এই শোধনাগার থেকে এই বছর ডিসেম্বরের মধ্যেই ব্যবহৃত রান্নার তেল থেকে বিমানের জ্বালানি তৈরি করা শুরু হয়ে যাবে। প্রতি বছর ৩৫ হাজার টন বিমানের জ্বালানি তৈরির আশা করছেন তিনি। এর জন্য বড় হোটেল, রেস্তোরাঁ ও হলদিরামের মতো মেন সাপ্লাই চেন থেকে বর্জ্য তেল সংগ্রহ করা হবে। এটি সেই একই তেল যা একবার ভাজার বা রান্না করার পরে পুনঃব্যবহার করা হয় না।

Published at : 20 Aug 2025 11:01 AM (IST)

Sponsored Links by Taboola

ABP Premium

ডঃ পঙ্কজ কুমার রায়

ডঃ পঙ্কজ কুমার রায়

Read Entire Article