Last Updated:September 11, 2025 7:22 PM IST
HDFC Bank Services To Face Downtime On 13 September This Time: HDFC Bank আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার রাত ১২টা ৩০ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারিত রক্ষণাবেক্ষণের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখবে।

HDFC Bank আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার রাত ১২টা ৩০ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারিত রক্ষণাবেক্ষণের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখবে।
ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাজের উদ্দেশ্য হলো সার্বিক সিস্টেম উন্নয়ন এবং গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত করা। এই সময় গ্রাহকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকার কারণে প্রভাব পড়তে পারে ব্যক্তিগত এবং ব্যবসায়িক লেনদেনে।
এই সময়ে নেটব্যাংকিং ও মোবাইল ব্যাঙ্কিং বন্ধ থাকবে। ফলে ব্যালেন্স বা স্টেটমেন্ট দেখা, ফান্ড ট্রান্সফার (IMPS, NEFT/RTGS), প্রোফাইল আপডেট ইত্যাদি সম্ভব হবে না।
একইসঙ্গে, UPI পরিষেবাও পুরোপুরি অচল থাকবে। টাকা পাঠানো, মার্চেন্ট পেমেন্ট, QR কোড স্ক্যান করে পেমেন্ট কিংবা UPI PIN সেট বা পরিবর্তন— কিছুই এই সময়ে করা যাবে না।
ডেবিট কার্ড ব্যবহারেও থাকছে সীমাবদ্ধতা। Platinum ও Millennia কার্ডে দিনে সর্বোচ্চ ২০,০০০ এবং অন্যান্য কার্ডে ১০,০০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। এই নিয়ম নির্দিষ্ট সময়ের জন্য ATM, অনলাইন ও দোকানের PoS মেশিন— সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
তবে ব্যালেন্স দেখা, PIN পরিবর্তন এবং কার্ড ব্লক করার মতো পরিষেবা চালু থাকবে। ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা ও পেমেন্ট করা যাবে, কিন্তু কিছু ফিচার সীমিত থাকবে।
HDFC ব্যাঙ্ক গ্রাহকদের অনুরোধ করেছে, এই সময়ে যেন কোনও জরুরি লেনদেনের প্রয়োজন না পড়ে। সে জন্য আগেই প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলতে।
যারা UPI বা অনলাইন ট্রান্সফারের উপর নির্ভর করেন, তাদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। PayZapp ওয়ালেট আগেভাগে রিচার্জ করে রাখাও উপকারী হতে পারে।