Indian Cricket Team: চাকরি হারাচ্ছেন মর্কেল! ভারতীয় দলের বোলিং কোচ হচ্ছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি? সত্যিটা কী?

3 weeks ago 5

হোমখেলারক্রিকেটIndian Cricket Team: চাকরি হারাচ্ছেন মর্কেল! ভারতীয় দলের বোলিং কোচ হচ্ছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি? সত্যিটা কী?

Glenn McGrath: অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা ভারতীয় দলের বোলিং কোচ হতে পারেন বলে জোর জল্পনা।

By : ABP Ananda | Edited By: Sandip Sarkar | Updated at : 21 Aug 2025 05:16 PM (IST)

মুম্বই: ভারতীয় ক্রিকেট দলে সম্প্রতি অনেক পরিবর্তন দেখা গিয়েছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির টেস্ট এবং টি-২০ থেকে অবসর নেওয়ার পরে দলে অনেক নতুন খেলোয়াড়ের প্রবেশ ঘটেছে। এছাড়াও ভারতের টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। টি-২০ দলেরও ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তুলে ধরা হচ্ছে শুভমনকেই। যে কারণে তাঁকে টি-২০ ফর্ম্যাটের এশিয়া কাপের দলে ফেরানো হয়েছে এবং করা হয়েছে সহ অধিনায়ক।

এবার আরও একটি খবর দ্রুত ভাইরাল হচ্ছে যে, টিম ইন্ডিয়ার বোলিং কোচও পরিবর্তন করা হতে পারে। মর্নি মর্কেলের জায়গায় অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা-কে এই দায়িত্ব দেওয়া হতে পারে। এই ভাইরাল খবরের ভিত্তি কী? সত্যিই কি মর্কেলকে সরিয়ে বোলিং কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে ম্যাকগ্রাকে?

পরিবর্তন করা হবে টিম ইন্ডিয়ার বোলিং কোচ?

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে, ভারতীয় ক্রিকেট দলে অনেক বড় পরিবর্তনের পরে, এবার টিম ইন্ডিয়ার বোলিং কোচও বদল করা হচ্ছে। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবং দুর্দান্ত বোলার মর্নি মর্কেল টিম ইন্ডিয়ার বোলিং কোচ। ভাইরাল পোস্টে অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা-কে বোলিং কোচ করার কথা বলা হচ্ছে।

🚨 ANNOUNCEMENT🚨

🚨 BOWLING COACH 🚨

Glenn McGrath is a potential Bowling coach for the Indian cricket team. pic.twitter.com/iSV9DH2SKp

— indianTeamCric (@Teamindiacrick) August 21, 2025

ভাইরাল খবরের সত্যতা কী?

ভারতীয় দলে কোনও বড় বা ছোট পরিবর্তনের ঘোষণা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) করে, তবে টিম ইন্ডিয়ার বোলিং কোচ নিয়ে বিসিসিআই-এর তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। সবচেয়ে বড় কথা, জাতীয় দলের সাপোর্ট স্টাফ হিসেবে নতুন কাউকে নিয়োগ করতে হলে বিজ্ঞপ্তি জারি করতে হয়। সেসব কিছুই হয়নি।

এই মুহূর্তে ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এশিয়া কাপ এবং সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলা এই টুর্নামেন্টের জন্য ভারতীয় দল ঘোষণাও হয়ে গিয়েছে। বিসিসিআই ভারতের বোলিং কোচ নিয়ে কোনও নতুন আপডেট দেয়নি। তাই, এই ভাইরাল খবরটি এই মুহূর্তে সম্পূর্ণ ভুল। মর্নি মর্কেলের নেতৃত্বে টিম ইন্ডিয়ার বোলাররা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত বোলিং করেছে, সেই কারণেও বোলিং কোচ পরিবর্তন করা নিয়ে প্রশ্ন তোলা এই মুহূর্তে ভুল বলে মনে হচ্ছে ওয়াকিবহাল মহলের।

Published at : 21 Aug 2025 05:11 PM (IST)

Sponsored Links by Taboola

ABP Premium

ডঃ পঙ্কজ কুমার রায়

ডঃ পঙ্কজ কুমার রায়

Read Entire Article