হোমজেলারMidnapore: মন্দিরবাজারের পর এবার মেদিনীপুর, মাটির দেওয়ালে চাপা পড়ে জখম ২ আদিবাসী মহিলা
Midnapore News: এই ঘটনার পর বিজেপি তৃণমূলের দিকেই আঙুল তুলেছে। স্থনীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বাড়ির টাকা নয়ছয় করেছে তৃণমূল কংগ্রেস। আজ বাংলার মানুষরা বঞ্চিত।
By : ABP Ananda | Edited By: Goutam Roy | Updated at : 06 Sep 2025 07:54 PM (IST)
মেদিনীপুরে মাটির দেওয়ালে চাপা পড়ে জখম দুই মহিলা
Source : ABP
মেদিনীপুর: ২৪ ঘণ্টার ব্যবধান, মন্দিরবাজারে পর এবার মেদিনীপুর (Midnapore)। মাটির দেওয়াল চাপা পড়ে জখম আদিবাসী দুই মহিলা (Injured Tribal Womens)। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হল দুই আদিবাসী মহিলা লক্ষ্মী হেমব্রম ও সুতপা হেমব্রমকে। মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে আহত দুই মহিলাকে। সূত্রের খবর, মেদিনীপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লক্ষ্মী হেমব্রমরা মাটির বাড়িতে থাকতেন। পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছিল, কেন্দ্রীয় সরকারের 'হাউসিং ফর অল' প্রকল্পে ঘরের আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন মঞ্জুর না হওয়ায়, কাঁচা বাড়িতেই চলছিল ঝুঁকির বসবাস।
এই ঘটনার পর বিজেপি তৃণমূলের দিকেই আঙুল তুলেছে। স্থনীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বাড়ির টাকা নয়ছয় করেছে তৃণমূল কংগ্রেস। আজ বাংলার মানুষরা বঞ্চিত। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, নাম তালিকাভুক্ত আছে, খুব শিগিগিরই নতুন ঘর পাবেন আহতরা। উল্লেখ্য, গতকালই দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার থেকে এমনই একটি খবর এসেছিল। সেখানেও মাটির বাড়ির দেওয়াল ধসে এক আদিবাসী মহিলার মৃত্যু হয়েছিল। পরপর ২ দিন এভাবে আদিবাসী মহিলাদের মাটির ঘরের দেওয়ালে ভেঙে আহত হওয়ার খবর সামনে এল।
তেহট্টে পুকুর থেকে উদ্ধার নিঁখোজ পড়ুয়ার নিথর দেহ
শুক্রবার বিকেল থেকে নিঁখোজ ছিল সে। আজ শনিবার স্থানীয় এক পুকুর থেকে নিঁখোজ সেই বালকের নিথর দেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে তেহট্টে। পুকুর থেকে উদ্ধার হয়েছিল নিখোঁজ বালকের ত্রিপলে মোড়া দেহ। প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগে বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর। প্রতিবেশীর দুই আত্মীয়কে মারধর, আহত ২ জনের মৃত্যু। মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুরে তুলকালাম লেগে গিয়েছে।
সূত্রের খবর, শুক্রবার বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় তৃতীয় শ্রেণির পড়ুয়া। শনিবার সকালে বাড়ির কাছেই পুকুরে ওই বালকের ত্রিপলে মোড়া দেহ ভাসতে দেখা যায়। প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগে তাঁর বাড়িতে হামলা উত্তেজিত জনতার। ভাঙচুরের পাশাপাশি, চলে মারধর। এলাকায় ব্যাপক উত্তেজনা, পৌঁছেছে পুলিশ। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী দেওয়া হয়েছে নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এর সঙ্গে যুক্ত, কেন এই ঘটনা ঘটানো হয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আশপাশে কোথাও সিসিটিভি ক্যামেরা রয়েছে কিনা তাও দেখা হচ্ছে।
Published at : 06 Sep 2025 07:50 PM (IST)
Sponsored Links by Taboola