Last Updated:August 28, 2025 4:18 PM IST
Investment Tips: মিউচুয়্যাল ফান্ডে বিনিয়োগেই তুমুল টাকা পয়সা, ভবিষ্যত তুখোড়

আজকের দিনে প্রতিটি মানুষকে নিজের সঙ্গে সঙ্গে পরিবারের মানুষের ভবিষ্যত নিশ্চিত করতে হয় ৷ বিশেষত কর্মবসরের পরে যাতে ভাল পরিমাণে টাকা পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
তা কর্মরত অবস্থাতেই করতে হবে ৷ একটি ছোট অঙ্কের টাকাও প্রতি মাসে বিশেষ পরিমাণে আয় বৃদ্ধি করতে সাহায্য করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
৩ লক্ষ টাকা একবার বিনিয়োগ করলে ৩০ বছর পর্যন্ত নির্দিষ্ট মাসিক আয় পাওয়া সম্ভব ৷ এই কারণেই বিভিন্ন স্কিম ও ধৈর্য্যের প্রয়োজন হয় সঙ্গে ভাবনা চিন্তাও হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
৩ লক্ষ টাকা এক্কেবারে বিনিয়োগ থেকে ৩০ বছর পর্যন্ত মাসিক আয়ের সব থেকে ভাল পদ্ধতি উইথড্রল পদ্ধতি মিউচ্যুয়াল ফান্ডের একটি অংশ হল একটি বড় রাশি একটি ফান্ডে বিনিয়োগ করা হয়ে থাকে প্রতি মাসে সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ তুলতে পারা যায় ৷ প্রতীকী ছবি ৷
যদি ৩ লক্ষ টাকা কোনও ইকুইটি বা হাইব্রিড মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয়, সেওখানে প্রতি বছর কমপক্ষে যদি ১০-১২ শতাংশ রিটার্ন পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
সেখান থেকে যদি প্রতি মাসে ছোট অঙ্কের টাকা অর্থাৎ ১,০০০ বা ১,৫০০ টাকা তোলা হয় ৷ ৩০ বছর পরে মূল টাকা সুরক্ষিত থাকবে বা বাড়তেও পারে ৷ প্রতীকী ছবি ৷
কেননা বাকি অংশের টাকা কম্পাউন্ডিং হয়না ৷ যদি মনে করা হয় যদি ৩ লক্ষ টাকা কম ঝুঁকি সম্পন্ন মিউচ্যুয়াল ফান্ড যেমন কনজারভেটিভ হাইব্রিড ফান্ড বা ডাটা ফান্ড ৷ প্রতীকী ছবি ৷
ফান্ড দেধে সংস্থাকে নির্দেশ দেওয়া হয় যাতে বিনিয়োগকারীর অ্যাকাউন্টে প্রতি মাসে ২,০০০ টাকা নিয়মিত রূপে পাঠানো হয় ৷ প্রতীকী ছবি ৷
যদি এই ভাবে মাসিক আয় নির্দিষ্ট রূপে নিজেই নির্দিষ্ট করতে পারে প্রতি মাসে যদি ২,০০০ টাকা করে বিনিয়োগকারী তোলেন সেক্ষেত্রে ২৪,০০০ টাকা করে সঞ্চয় করতে পারেন ৷ যা ৮ শতাংশ হারে বিনিয়োগ করে ৷ প্রতীকী ছবি ৷
যদি ২৪,০০০ টাকা তুললেও সেটি যদি সঞ্চিত করা হয় সেক্ষেত্রে মূলধনের অর্থাৎ ৩ লক্ষ টাকার থেকেও বেশি হতে পারে ৷ অ্যানিউনিটির থেকে বেশি মুদ্রস্ফীতির থেকে পুরো টাকা তুলতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
যদিও এটি নিশ্চিত হয় বাজারের ওঠাপড়ার উপরেই নির্ভর করবে ৷ ঠিক মূলধন বাড়বে না কমবে ৷ যদিও ৩ লক্ষ টাকা এককালীন বিনিয়োগ থেকে মাসে ২০০০ টাকা করে আয় যদিও সংসার চালানোর ক্ষেত্রে যথেষ্ট নয় ৷ প্রতীকী ছবি ৷
এর মাধ্যমে ছোটখাট খরচ হতে পারে ৷ যদি মাসে ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা রোজগার করতে চান সেক্ষেত্রে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা এককালীন বিনিয়োগ করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
চাকরির টেনশন শেষ করার স্বপ্ন সত্যি হতে পারে ৷ সেক্ষেত্রে প্রথম পদক্ষেপ হতে পারে ৩ লক্ষ টাকা এককালীন বিনিয়োগ ৷ প্রতীকী ছবি ৷