হোমজেলারRG Kar Case: অভয়াকাণ্ডে আন্দোলনকারী দেবাশিস, আসফাকুল্লা, অর্ণবকে ফের পুলিশি তলব
Abhaya Mancha: পুলিশের অনুমতি না নিয়ে মিছিল করার অভিযোগে। আসফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদার ও অর্ণব মুখোপাধ্যায়কে তলব। চিকিৎসক দেবাশিস হালদারকে ৪টে সমন পাঠানো হয়েছে।
By : ABP Ananda | Edited By: Goutam Roy | Updated at : 07 Sep 2025 06:51 PM (IST)
অভয়া মঞ্চের তিন চিকিৎসককে ফের তলব
Source : ABP
কলকাতা: অভয়াকাণ্ডে আন্দোলনকারী ৩ চিকিৎসককে তলব পুলিশের। আসফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদার ও অর্ণব মুখোপাধ্যায়কে তলব পুলিশের। ৩ চিকিৎসককে হেয়ার স্ট্রিট থানায় তলব। গত বছর ১৪ অক্টোবরের ঘটনায় ৩ চিকিৎসকে তলব। পুলিশের অনুমতি না নিয়ে মিছিল করার অভিযোগে। আসফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদার ও অর্ণব মুখোপাধ্যায়কে তলব। চিকিৎসক দেবাশিস হালদারকে ৪টে সমন পাঠানো হয়েছে। ৯ ও ১১ সেপ্টেম্বর থানায় হাজিরার নির্দেশ।
উল্লেখ্য, কয়েক মাস আগে আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের সেই ক্রাইম সিন অর্থাৎ অপরাধস্থল দেখতে শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছিলেন নিহত তরুণী চিকিৎসকের পরিবার। সেই মামলায় এদিন শিয়ালদার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজ্য সরকারের তরফে আইনজীবী শীর্ষেন্দু বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, আইনে কোথাও বলা নেই ক্রাইম সিনে আইনজীবী যেতে পারবেন। CRPC বা BNS-এ এই সংস্থান নেই। আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডলের আইনজীবীও নিহত চিকিৎসকের মা-বাবার 'ক্রাইম সিনে' যাওয়ার আবেদনের বিরোধিতা করেন।
উল্লেখ্য, কয়েক মাস আগে আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের সেই ক্রাইম সিন অর্থাৎ অপরাধস্থল দেখতে শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছিলেন নিহত তরুণী চিকিৎসকের পরিবার। সেই মামলায় এদিন শিয়ালদার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজ্য সরকারের তরফে আইনজীবী শীর্ষেন্দু বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, আইনে কোথাও বলা নেই ক্রাইম সিনে আইনজীবী যেতে পারবেন। CRPC বা BNS-এ এই সংস্থান নেই। আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডলের আইনজীবীও নিহত চিকিৎসকের মা-বাবার 'ক্রাইম সিনে' যাওয়ার আবেদনের বিরোধিতা করেন।
উল্লেখ্য়, সঞ্জয় রায় একা দোষী নয়। এমনটাই বারবার বলে এসেছেন জুনিয়র চিকিৎসকরা সে একা এই কাণ্ড ঘটায়নি। তার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, সেটাই জানতে চাইছেন সকলে। সিবিআই সঠিক পথে তদন্ত করে আর জি করের এই নৃশংস ঘটনায় যুক্ত সকলকে খুঁজে বের করুক। তাদের কঠিনতম শাস্তি হোক। ক্রাইম সিন কোথায় সেই ব্যাপারেও সঠিক তথ্য দিক সিবিআই। এইসব দাবিতেই নতুন করে প্রতিবাদের ঝড় উঠছে শহর কলকাতার বুকে। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে গর্জে উঠছেন সকলে। সেই সঙ্গে ক্ষোভে ফুঁসে বলছেন বিচারের নামে প্রহসন হয়েছে।
Published at : 07 Sep 2025 05:25 PM (IST)
Sponsored Links by Taboola