হোমফটো গ্যালারিখুঁটিনাটিSecond Hand Mobile: সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনছেন ? সেই ফোন চুরি করা নয়ত ? এভাবে সহজেই করে নিন যাচাই
Second Hand Mobile Buying Safety: অনেক সময় দেখা যায় এই সেকেন্ড হ্যান্ড ফোন আসলে চুরি করে আনা। ফলে কেনার আগে দেখে নিতে হবে সেটি আসল না চুরি হওয়া।
By : ABP Ananda | Updated at : 06 Sep 2025 06:57 PM (IST)
সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার আগে দেখে নিতে হবে এই বিষয়গুলি
অনেকেই বাজার থেকে কম দামে পছন্দের ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে পছন্দ করেন যেখানে একই ফিচার্স অনেক কম দামে পাওয়া যায়।
এই ফোনগুলি সহজেই অনলাইন প্ল্যাটফর্ম, শোরুম বা কোনও বিশেষজ্ঞের কাছ থেকে কেনা যায়। সবথেকে বড় সমস্যা হল এই ফোন নিরাপদ নয়।
অনেক সময় দেখা যায় এই সেকেন্ড হ্যান্ড ফোন আসলে চুরি করে আনা। ফলে কেনার আগে দেখে নিতে হবে সেটি আসল না চুরি হওয়া।
ফোনের IMEI নম্বর দেখে সহজেই আপনি বুঝতে পারবেন যে সেই ফোন চুরি হওয়া কিনা। এই নম্বরেই শনাক্ত করা যাবে।
এই নম্বর পাওয়া যাবে ফোনের বক্সে, বিলে বা ফোনের সেটিংসে। আপনি চাইলে ফোন থেকে *#06# ডায়াল করেও এই নম্বর চেক করতে পারবেন।
এবারে সরকারি ওয়েবসাইটে গিয়ে জানা যাবে এই নম্বরটি কালো তালিকাভুক্ত কিনা। যদি এটি কালো তালিকাভুক্ত না হয় তাহলে এটি কেনা যাবে।
এছাড়া সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় তার কাছ থেকে আসল বিলটি নিন যেখানে লেখা থাকে যে এটি কোথা থেকে কেনা হয়েছে।
এর সঙ্গে ফোনের ওয়্যার্যান্টি কার্ডও থাকা উচিত। এই কার্ড থাকলে আপনার ফোন মেয়াদের মধ্যে খারাপ হলে আপনি সারাতে পারবেন বিনা খরচায়।
এছাড়াও ফোনের আরও সফটওয়্যার, হার্ডওয়্যার ইত্যাদি ঠিক আছে কিনা তা দেখে নিতে হবে ভাল করে।
Published at : 06 Sep 2025 06:57 PM (IST)
Sponsored Links by Taboola