Last Updated:August 24, 2025 6:44 PM IST
Rupashree Prakalpa 2025: লক্ষ্মীর ভাণ্ডারই শুধু নয় বাংলায় নারী কল্যাণ ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফতরের পক্ষ থেকে রয়েছে আরও একটি দুর্দান্ত জনদরদী প্রকল্প যার সুবিধা হিসেবে সরাসরি টাকা পেতে পারেন বাংলার মেয়েরা। কিন্তু অনেকেই খবর রাখেন না কী এই প্রকল্প, কী সুবিধা পাওয়া যায় এই প্রকল্পে? কারাই বা পাবেন সুবিধা?

লক্ষ্মীর ভাণ্ডারই শুধু নয় বাংলায় নারী কল্যাণ ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফতরের পক্ষ থেকে রয়েছে আরও একটি দুর্দান্ত জনদরদী প্রকল্প যার সুবিধা হিসেবে সরাসরি টাকা পেতে পারেন বাংলার মেয়েরা। কিন্তু অনেকেই খবর রাখেন না কী এই প্রকল্প, কী সুবিধা পাওয়া যায় এই প্রকল্পে? কারাই বা পাবেন সুবিধা?
রাজ্য সরকারের এই প্রকল্পটির নাম 'রূপশ্রী প্রকল্প'। বাংলার সমস্ত বিবাহযোগ্যা মেয়েদের কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এই প্রকল্পের অধীনে রাজ্যের কোনও মেয়ের বিয়ের আয়োজনের জন্য সরকারি তরফে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়।
এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা:
১৮ বছরের উর্ধ্বে যে কোনও মেয়ের বিয়ের জন্যই এই টাকা পাওয়া যাবে। তবে এই প্রকল্পের কিছু শর্তাবলী রয়েছে। দেখে নিন কীভাবে কোথায় করতে হবে আবেদন? আবেদনের জন্য কী কী নথি লাগবে? যাবতীয় তথ্য।
পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। সেইসঙ্গে এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে তাঁকে। বিগত ৫ বছর ধরে এই রাজ্যে বাস করছেন এই প্রমাণ দেখাতে হবে এবং প্রার্থীর বাবা-মাকে এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষ টাকা বা এর কম, কেবলমাত্র তাঁরাই পাবেন এই প্রকল্পের সুবিধে। প্রস্তাবিত পাত্রের বয়স যেন ন্যূনতম ২১ বছর হয়। এছাড়াও আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
কী কী নথি জমা করতে হবে:
রূপশ্রী প্রকল্পের টাকা কেবলমাত্র অবিবাহিত মেয়েরাই পাবেন, ফলে প্রার্থীর যে বিবাহ হয়নি তার প্রমাণপত্র জমা করতে হবে। প্রাপকের বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জন্মের শংসাপত্র ইত্যাদির যে কোনও একটির স্বপ্রত্যয়িত ফোটোকপি জমা দিতে হবে।
এছাড়া প্রস্তাবিত পাত্রের বয়সের প্রমাণপত্র, প্রস্তাবিত বিয়ের কোনও একটি প্রমাণ দিতে হবে। প্রার্থীর বাসস্থান এবং পারিবারিক আয়ের স্বঘোষণা জমা করতে হবে। আর সবশেষে প্রার্থী ও প্রস্তাবিত পাত্রের এক কপি করে পাসপোর্ট মাপের রঙিন ছবি লাগবে।
কোথায় পাবেন ফর্ম ? কোথায় জমা দেবেন ?
রূপশ্রী প্রকল্পের ফর্ম ব্লক ডেভেলপমেন্ট অফিসে, মিউনিসিপ্যাল এলাকার জন্য সাব-ডিভিশনাল অফিসে এবং কর্পোরেশন এলাকার জন্য কমিশনারের অফিস, বোরো অফিস বা ওয়ার্ড অফিসে পাওয়া যাবে।
ফর্ম সংগ্রহ করে এই সমস্ত অফিসগুলিতেই প্রস্তাবিত বিয়ের তারিখের ৩০ থেকে ৬০ দিন আগে উপযুক্ত নথি সহ জমা করতে হবে ফর্ম। এছাড়াও কেউ চাইলে ঘরে বসে এই ফর্ম http://www.wbcdwdsw.gov.in/ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন।