Last Updated:August 26, 2025 1:52 PM IST
Latest Gold Price: সোনার দামে প্রতিদিনই পরিবর্তন হচ্ছে। আজকের দিনে ১ গ্রামের সোনার দাম কত এবং এখন সোনা কিনলে আপনি লাভবান হবেন কি না, সেই তথ্য জেনে নিন । বিনিয়োগের আগে একবার দেখে নিন আপডেট।

ভারতে সোনা সবসময়ই বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ মাধ্যম হিসেবে বিবেচিত হয়। বিয়ে, উৎসব বা দীর্ঘমেয়াদি সঞ্চয়ের জন্য সোনার গুরুত্ব অপরিসীম। তবে প্রতিদিনের বাজারে সোনার দামের ওঠানামা সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী—সকলের জন্যই চিন্তার বিষয়।
আন্তর্জাতিক বাজারে ডলারের বিনিময় হার, বৈদেশিক মুদ্রার সঞ্চয়, আমদানি শুল্ক এবং বিশ্ব অর্থনীতির ওঠানামার কারণে ভারতে প্রতিদিন সোনার দামে পরিবর্তন দেখা যায়। অনেক সময় বিশ্ববাজারে চাহিদা বাড়লে দাম বৃদ্ধি পায়, আবার কখনও ডলারের দর শক্তিশালী হলে সোনার দাম কমে যায়।
তাই যাঁরা সোনা কিনতে চাইছেন বা সোনায় বিনিয়োগ করতে চাইছেন তাঁদের জন্য লেটেস্ট দাম জেনে রাখা খুবই জরুরি ৷
গত কয়েক মাসে কখনও দাম হু হু করে বেড়ে যাচ্ছে, আবার কখনও হঠাৎ কমে যাচ্ছে। ফলে ক্রেতা ও বিনিয়োগকারীরা প্রায়শই দ্বিধায় পড়ছেন—আজ সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন ? লেটেস্ট দাম জেনে সিদ্ধান্ত নিন ৷
মঙ্গলবার ২৫ অগাস্ট কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯৫৭০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৮৬০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১১৭১৮৪ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷