Last Updated:August 26, 2025 6:56 PM IST
Money Making Tips: হাওড়ায় শুরু হয়েছে ফিজিওথেরাপি প্রশিক্ষণ, যেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিয়ে প্রতিদিন হাজার টাকার বেশি রোজগার করছেন। স্বাস্থ্যক্ষেত্রে দ্রুত বাড়ছে চাহিদা, ফলে ফিজিওথেরাপি হয়ে উঠছে লাভজনক ক্যারিয়ার বিকল্প।
ফিজিওথেরাপি প্রশিক্ষণ নিয়ে দৈনিক হাজার হাজার টাকা উপার্জন করা যেতে পারে
হাওড়া : অল্পদিনের প্রশিক্ষনেই হাজার হাজার টাকা উপার্জনের পথ! বর্তমান সময়ে মানুষকে স্বাস্থ্য ঠিক রাখতে খরচ করতে হচ্ছে মোটা টাকা। শরীর সুস্থ রাখতে যোগ অভ্যাস ও ফিজিওথেরাপি ভীষণ প্রয়োজনীয়। শরীর সুস্থ রাখতে ফিজিওথেরাপি প্রয়োজন হচ্ছে ঘরে ঘরে। ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে। শহর ও গ্রাম অঞ্চলে মানুষের উভয় স্থানেই দারুন চাহিদা ফিজিওথেরাপি\’র। সেই দিক থেকে প্রকৃত প্রশিক্ষণ নিয়ে একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে নিজেকে গড়তে পারলে দিনে হাজার হাজার টাকা অর্থাৎ মাসে মোটা টাকা উপার্জন করা যেতে পারে।
আঘাত সারাতে, দীর্ঘস্থায়ী ব্যথা ছাড়াতে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।একই সঙ্গে অস্ত্রোপচারের পর অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসক পরামর্শ করে থাকেন ফিজিওথেরাপির। পেশী শক্তি, বাড়াতে এবং পেশীর নমনীয়তা বাড়াতে প্রয়োজন হয় ফিজিওথেরাপি। এছাড়াও আর্থারাইটিস, পিঠ ও ঘাড়ের ব্যথা, মচকে যাওয়া, স্ট্রোকের পর, এবং হার্ট অ্যাটাকের পর দ্রুত সুস্থ হতে সাহায্য করে।
গ্রাম ও শহরে বিভিন্ন স্থানে ফিজিওথেরাপি প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানের গড়ে উঠেছে। বিশিষ্ট প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় এমন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষিত হয়ে যে কেউ এই কাজের সঙ্গে যুক্ত হতে পারে।
এ প্রসঙ্গে যোগা প্রশিক্ষক এবং ফিজিওথেরাপিস্ট টুসি ধারা জানান, গ্রাম ও শহরে বহু ছেলে-মেয়ে নিজেদের স্বাস্থ্য পরিষেবার দিকে আগ্রহ থাকে। সেইসব ছেলে মেয়েরা উপযুক্ত স্থান থেকে প্রশিক্ষণ নিয়ে এই পেশায় যুক্ত হতে পারলে মাস শেষে মোটা টাকা আয় করতে পারবে।
জয়নগর ইনস্টিটিউট অফ যোগা এন্ড ফিজিওথেরাপি হেলথ কেয়ার সেন্টারে ভারত সেবক সমাজের সহযোগিতায় দু’বছরের কোর্স। বিশিষ্ট প্রশিক্ষক দ্বারা পরিচালনা হয়ে থাকে। দুই বছরে দুটি পরীক্ষার মাধ্যমে কোর্স সম্পন্ন হয়ে থাকে। দ্বিতীয় বর্ষ শেষে বি এস এস এর পক্ষ থেকে একটি করে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়।
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 6:56 PM IST