Last Updated:August 21, 2025 8:11 PM IST
Money Making Tips: বেকারত্ব ঘোচাতে ফুল ও ফলের নার্সারি ব্যবসা একটি লাভজনক উপায়। বাড়ির ছাদ বা সামান্য জমিতে এই নার্সারি করে মাসে লাখ লাখ আয় করা যায়।

ববর্তমান সময়ে দিন যত এগোচ্ছে বেকারত্বের সমস্যা তত বাড়ছে। বেকারত্বের সমস্যা নিয়ে নাজেহাল শিক্ষিত যুবক-যুবতীরা। কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই শিক্ষিত যুবক-যুবতীদের স্বনির্ভর হওয়ার কথা বলছে। নিজেকে স্বনির্ভর করে তোলার একটি দিক হল ফুল ও ফলের নার্সারি।
বর্তমানে বাড়ির বারান্দা কিংবা বাড়ির সামনে ফুল ফলের গাছ লাগান না এমন একটা ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল। ফলে বছরের প্রতিটি সময়ই বাজারে বিভিন্ন ফুল-ফলের চারা গাছের চাহিদা ভালই! বাড়িতে অল্প পরিমাণ জমি কিংবা বাড়ির ছাদে ফুল ফলের নার্সারীর মাধ্যমেই মাসে হাজার হাজার টাকা রোজগার করা যায়।
বিভিন্ন গাছের নার্সারি অত্যন্ত লাভজনক। বর্তমান সময়ে অনেকেই আছেন গাছের পরিচর্যা করে থাকেন। সঠিকভাবে গাছের কলম তৈরির মাধ্যমে উপার্জনের পথ খুলে যায়। বাড়ির ছাদ কিংবা বাড়ির সামনে অল্প জায়গায় সহজেই একটি নার্সারি বানিয়ে ফেলা যায়।
নন্দকুমার কোলসর এলাকার নার্সারি ব্যবসায়ী স্বপন কুমার প্রধান জানান, বর্তমান সময়ে নার্সারি অনেকটাই লাভজনক ব্যবসা। বিশেষ করে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে বিভিন্ন ফুল ও ফল গাছের নার্সারি অত্যন্ত লাভজনক। বাড়ির ছাদ বা বাড়ির আশে পাশে এক টুকরো জমি থাকলে এই নার্সারির মাধ্যমে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা একজন রোজগার করতে পারবে।
বর্তমান সময়ে অনলাইনে অন্যান্য জিনিসপত্রের মত ফুল ফলের গাছের চারা কেনাবেচার প্রবণতা বাড়ছে। ফলে ঘরে নার্সারি না করেও, ফুল ফলের গাছ অনলাইনে বিক্রির মাধ্যমেও ভাল টাকা রোজগার করা যায়, বলে জানান নার্সারির মালিক স্বপন প্রধান।
যারা গাছপালা পরিচর্যা করতে ভালোবাসেন, তাদের কাছে এই গাছপালাই একটি রোজকারের মাধ্যম। বেকারত্ব ঘোচাতে নার্সারি অত্যন্ত লাভজনক। বাড়ির ছাদ কিংবা বাড়ির আশেপাশে এক টুকরো জমিতে নার্সারি বানিয়ে, তা থেকেই প্রচুর ইনকামের সুযোগ রয়েছে।(ছবি ও তথ্য সৈকত শী)