Last Updated:September 01, 2025 9:13 PM IST
Indian Rupee Vs China Yuan: ভারত চিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে গোটা দেশ এই মুহূর্তে তাকিয়ে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক ও পারস্পরিক মত বিনিময়ের দিকে। ভারত-চিন, দুই দেশের সম্পর্কের পাশাপাশি চিন সম্পর্কে এমন অনেক অবাক করা তথ্যই আছে যা আমাদের অজানা। আজ তেমনই এক তথ্য তুলে ধরা যাক এই প্রতিবেদনে।

সাধারণ জ্ঞান এমন এক বিষয় যা আপনাকে প্রতি মুহূর্তে নতুন নতুন চমকের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। এমনই একটি চমক আজ এই প্রতিবেদনে শেয়ার করা যাক যা এই মুহূর্তে খুবই তাৎপর্যপূর্ণ।
ভারত চিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে গোটা দেশ এই মুহূর্তে তাকিয়ে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক ও পারস্পরিক মত বিনিময়ের দিকে। ভারত-চিন, দুই দেশের সম্পর্কের পাশাপাশি চিন সম্পর্কে এমন অনেক অবাক করা তথ্যই আছে যা আমাদের অজানা। আজ তেমনই এক তথ্য তুলে ধরা যাক এই প্রতিবেদনে।
চিনে ভারতীয় রুপির মূল্য: ভারত এবং চিনের মুদ্রার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যদি আপনার কাছে ১০,০০০ ভারতীয় রুপি থাকে এবং আপনি তা চিনে গিয়ে খরচ করতে চান, তাহলে এই টাকার অঙ্কটি সেখানে ইউয়ানে (চিনা ইউয়ান) রূপান্তরিত করতে হবে। আসুন, চট করে জেনে নেওয়া যাক ১০ হাজার ভারতীয় রুপি দিয়ে আপনি চিনে কী কী কিনতে পারবেন।
ভারতীয় রুপি এবং চিনের মুদ্রা ইউয়ানের মূল্যের মধ্যে বিশাল বড় পার্থক্য রয়েছে। যেখানে চিনে ১ ভারতীয় রুপি খুব একটা কার্যকরই নয়, সেখানে আন্তর্জাতিক বাজারে ইউয়ানকে একটি শক্তিশালী মুদ্রা হিসেবে বিবেচনা করা হয়।
চিনে ভারতীয় ১০,০০০ টাকা কত হবে?
চিনে ১০,০০০ ভারতীয় রুপি ৮৭০ থেকে ৯০০ ইউয়ানের সমান হয়। এই পার্থক্য দেখে বোঝা যায় বিদেশ ভ্রমণের আগেই মুদ্রা পরিবর্তন বা এক্সচেঞ্জ করা কতটা গুরুত্বপূর্ণ।
ভারতীয় রুপি কেন দুর্বল?
ভারতীয় রুপির মূল্য চিনা ইউয়ানের তুলনায় বেশ কম। এর কারণ হল ভারতের উচ্চ আমদানি এবং ডলারের উপর নির্ভরতা। এই কারণেই বিদেশ ভ্রমণ এক্ষেত্রে অনেকটাই ব্যয়বহুল হয়ে ওঠে।
ভ্রমণকারীদের কেন মুদ্রার হার জানা উচিত?
যদি আপনি চিন বেড়ানোর প্ল্যান করে থাকেন, তাহলে সে দেশে যাওয়ার আগে সেখানকার মুদ্রা রূপান্তর হার জানা খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনাকে একটা স্পষ্ট ধারণা দেবে যে ভারতে আপনার কাছে থাকা অর্থ চিনে আদৌ কতটা কাজে লাগবে।
চিনে ব্যয়ের ধরণ:
আসলে চিনে ১০,০০০ ভারতীয় রুপি মাত্র ৮৭০-৯০০ ইউয়ানের সমান। এই পরিমাণ অর্থ চিনের বড় শহরগুলিতে মাত্র কয়েক দিনের খরচ মেটানোর জন্যই শুধু যথেষ্ট হতে পারে কারণ সেখানে মুদ্রাস্ফীতি ভারতের তুলনায় বেশি।
রুপি এবং ইউয়ানের তুলনার গুরুত্ব:
রুপি এবং ইউয়ানের তুলনা করলে বোঝা যায় আগামী দিনে ভারতকে তার মুদ্রা শক্তিশালী করার জন্য আরও বেশি পদক্ষেপ নিতে হবে। কারণ এর ফলে বিদেশ ভ্রমণকারী এবং ব্যবসায়ীরাও উপকৃত হবেন।
ইউয়ান কেন রুপির চেয়ে শক্তিশালী?
চিনের অর্থনীতি রফতানি-ভিত্তিক এবং অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। এই কারণেই চিনা ইউয়ান ভারতীয় রুপির তুলনায় বহুগুণ বেশি শক্তিশালী। অন্যদিকে চিনে ভারতীয় রুপির মূল্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।