Last Updated:September 03, 2025 11:33 PM IST
বিমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই পথেই হাঁটল মোদি সরকার। জিএসটি কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল কেন্দ্র সরকার। জিএসটি কাউন্সিলের প্রথম দিনের বৈঠকের শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, এ বার থেকে ৫ এবং ১৮ শতাংশ হারে জিএসটি কার্যকর হবে। কয়েকটি ক্ষেত্রে থাকবে ৪০ শতাংশ জিএসটি।
যেসব জিনিসে জিএসটি ৫% করা হয়েছে- মাথার তেল, টয়লেট সাবান, সাবান বার, শ্যাম্পু, টুথব্রাশ, টুথপেস্ট, সাইকেল, কিচেনওয়্যার এবং অন্যান্য গৃহস্থালী সামগ্রী।
যেসব জিনিসের জিএসটি ৫% থেকে শূন্য করা হয়েছে- দুগ্ধজাত সামগ্রী, ছানা এবং পনির। সমস্ত রুটি, পরোটায় জিএসটি শূন্য। অর্থাৎ কোনও কর দিতে হবে না।
আগে ১২% বা ১৮% ছিল, তা থেকে ৫% করা হল-
বেশ কিছু খাবার জিনিস- নোনতা খাবার, ভুজিয়া, সস, পাস্তা, ইনস্ট্যান্ট নুডলস, চকলেট, কফি, সংরক্ষিত মাংস, কর্নফ্লেক্স, মাখন, ঘি।
২৮% থেকে ১৮% এ হ্রাস- এয়ার কন্ডিশনিং মেশিন, ৩২ ইঞ্চির বেশি টিভি, সমস্ত টিভি এখন ১৮%, ডিশওয়াশিং মেশিন, ছোট গাড়ি, ৩৫০ সিসি বা তার কম মোটরসাইকেল।
সূত্রের খবর, ৩৩টি জীবনদায়ী ওষুধের দাম কমবে। এর আগে পণ্য ও পরিষেবা করের কাঠামোয় সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ব্যক্তিগত জীবনবিমা এবং স্বাস্থ্যবিমা থেকে জিএসটি প্রত্যাহারের পথে কেন্দ্র এগোতে শুরু করেছে বলেই মনে করা হচ্ছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 03, 2025 11:33 PM IST