সব রেকর্ড ভেঙে আকাশছোঁয়া সোনার দাম ! দেখে নিন ১ গ্রামের দাম কত হল

1 week ago 5

Last Updated:September 02, 2025 12:05 PM IST

Record Gold Price: বর্তমানে কলকাতা ও দেশের অন্যান্য বড় শহরে সোনার দামের তালিকা দেখে সাধারণ মানুষ একরকম হতবাক।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, ডলারের দামের ওঠানামা এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার কারণে সোনার দামে ফের বড়সড় বৃদ্ধি দেখা গিয়েছে। ভারতের বাজারেও এর সরাসরি প্রভাব পড়েছে। ফলে প্রতিদিন প্রায় নতুন রেকর্ড গড়ছে সোনার দাম।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, ডলারের দামের ওঠানামা এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার কারণে সোনার দামে ফের বড়সড় বৃদ্ধি দেখা গিয়েছে। ভারতের বাজারেও এর সরাসরি প্রভাব পড়েছে। ফলে প্রতিদিন প্রায় নতুন রেকর্ড গড়ছে সোনার দাম।

বর্তমানে কলকাতা ও দেশের অন্যান্য বড় শহরে সোনার দামের তালিকা দেখে সাধারণ মানুষ একরকম হতবাক। উৎসবের মরশুম ঘনিয়ে আসায় যেখানে গয়নার চাহিদা বাড়ছে, সেখানে দাম বাড়ায় ক্রেতাদের চিন্তা আরও বেড়েছে।

বর্তমানে কলকাতা ও দেশের অন্যান্য বড় শহরে সোনার দামের তালিকা দেখে সাধারণ মানুষ একরকম হতবাক। উৎসবের মরশুম ঘনিয়ে আসায় যেখানে গয়নার চাহিদা বাড়ছে, সেখানে দাম বাড়ায় ক্রেতাদের চিন্তা আরও বেড়েছে।

সাধারণ মানুষের কাছে সোনা কেবল গয়না নয়, এটি একটি বড় বিনিয়োগও। কিন্তু এই বাড়তি দামের কারণে অনেকেই কেনাকাটা পিছিয়ে দিচ্ছেন। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের পক্ষে উৎসব বা বিয়ের আগে সোনা কেনা এখন বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

সাধারণ মানুষের কাছে সোনা কেবল গয়না নয়, এটি একটি বড় বিনিয়োগও। কিন্তু এই বাড়তি দামের কারণে অনেকেই কেনাকাটা পিছিয়ে দিচ্ছেন। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের পক্ষে উৎসব বা বিয়ের আগে সোনা কেনা এখন বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধারা সাময়িক হলেও আগামী কয়েক মাস সোনার দামে বড়সড় পতনের সম্ভাবনা কম। বরং বিশ্ব অর্থনীতির অবস্থা আরও অস্থির হলে দাম আরও বাড়তে পারে।

আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধারা সাময়িক হলেও আগামী কয়েক মাস সোনার দামে বড়সড় পতনের সম্ভাবনা কম। বরং বিশ্ব অর্থনীতির অবস্থা আরও অস্থির হলে দাম আরও বাড়তে পারে।

মঙ্গলবার ২ সেপ্টেম্বর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯৯৩৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৮১৬০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১২৩৮২৫ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।

মঙ্গলবার ২ সেপ্টেম্বর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯৯৩৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৮১৬০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১২৩৮২৫ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।

 স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷

গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷

Read Entire Article