সোনার দামে বড় বদল ! প্রায় ১ লাখ টাকা হল ২২ ক্যারেটের দাম

1 week ago 4

Last Updated:September 01, 2025 1:36 PM IST

Big Change In Gold Price: সোনার বাজারে বড়সড় উত্থান। ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম পৌঁছে গেল প্রায় ১ লাখ টাকায়। ক্রেতাদের দুশ্চিন্তা বাড়লেও বিনিয়োগকারীদের মুখে হাসি। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে দাম আরও বাড়ার সম্ভাবনা প্রবল।

সোনার বাজারে ফের দেখা দিল বড়সড় উত্থান। গত কয়েক মাস ধরেই সোনার দামের ধারাবাহিক বৃদ্ধি সাধারণ ক্রেতাদের চিন্তায় ফেলেছিল। এবার সেই দাম ছুঁয়ে ফেলল প্রায় ১ লাখ টাকা । ১ সেপ্টেম্বরের দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম পৌঁছে গিয়েছে প্রায় ১ লাখ টাকায়। সোনার বাজারে এ এক নতুন মাইলফলক।

সোনার বাজারে ফের দেখা দিল বড়সড় উত্থান। গত কয়েক মাস ধরেই সোনার দামের ধারাবাহিক বৃদ্ধি সাধারণ ক্রেতাদের চিন্তায় ফেলেছিল। এবার সেই দাম ছুঁয়ে ফেলল প্রায় ১ লাখ টাকা । ১ সেপ্টেম্বরের দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম পৌঁছে গিয়েছে প্রায় ১ লাখ টাকায়। সোনার বাজারে এ এক নতুন মাইলফলক।

কেন বাড়ছে সোনার দাম?বিশ্ববাজারে ডলারের অস্থিরতা, আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি এবং বিদেশি কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির ক্রমবর্ধমান সোনার মজুত—এই সব কিছুর জেরেই দেশে সোনার দামে এত বৃদ্ধি। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে সোনার চাহিদা দিন দিন বাড়ছে। ফলে দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

কেন বাড়ছে সোনার দাম?
বিশ্ববাজারে ডলারের অস্থিরতা, আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি এবং বিদেশি কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির ক্রমবর্ধমান সোনার মজুত—এই সব কিছুর জেরেই দেশে সোনার দামে এত বৃদ্ধি। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে সোনার চাহিদা দিন দিন বাড়ছে। ফলে দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

সাধারণ ক্রেতার দুশ্চিন্তা-
বিয়ে, পুজো বা অন্য সামাজিক অনুষ্ঠানে সোনার গয়না কেনা এখন অনেকের কাছেই স্বপ্নের মতো হয়ে দাঁড়াচ্ছে। যারা বিয়ে বা অন্যান্য কারণে বড়সড় কেনাকাটার পরিকল্পনা করেছিলেন, তাদের জন্য এই মূল্যবৃদ্ধি মারাত্মক ধাক্কা।

সাধারণ ক্রেতার দুশ্চিন্তা
-
বিয়ে, পুজো বা অন্য সামাজিক অনুষ্ঠানে সোনার গয়না কেনা এখন অনেকের কাছেই স্বপ্নের মতো হয়ে দাঁড়াচ্ছে। যারা বিয়ে বা অন্যান্য কারণে বড়সড় কেনাকাটার পরিকল্পনা করেছিলেন, তাদের জন্য এই মূল্যবৃদ্ধি মারাত্মক ধাক্কা।

বিনিয়োগকারীদের লাভ-
যদিও সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি হচ্ছে, কিন্তু বিনিয়োগকারীদের কাছে এটি সুসংবাদ। দীর্ঘমেয়াদে সোনার এই বৃদ্ধি তাঁদের বিনিয়োগকে আরও নিরাপদ করে তুলছে। অনেকে আবার শেয়ারবাজারের ওঠানামার বদলে সোনায় বেশি টাকা লগ্নি করতে শুরু করেছেন।

বিনিয়োগকারীদের লাভ
-
যদিও সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি হচ্ছে, কিন্তু বিনিয়োগকারীদের কাছে এটি সুসংবাদ। দীর্ঘমেয়াদে সোনার এই বৃদ্ধি তাঁদের বিনিয়োগকে আরও নিরাপদ করে তুলছে। অনেকে আবার শেয়ারবাজারের ওঠানামার বদলে সোনায় বেশি টাকা লগ্নি করতে শুরু করেছেন।

সোমবার ১ সেপ্টেম্বর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯৯১৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৮১৪০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১২৩০১০ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।

সোমবার ১ সেপ্টেম্বর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯৯১৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৮১৪০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১২৩০১০ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।

 স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷

গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷

Read Entire Article