Last Updated:August 25, 2025 1:36 PM IST
Today Gold Price: তাই যাঁরা সোনা কিনতে চাইছেন বা সোনায় বিনিয়োগ করতে চাইছেন তাঁদের জন্য লেটেস্ট দাম জেনে রাখা খুবই জরুরি ৷

সোমবার সকালে সোনার দামে চমক ৷ সাধারণত সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে ৷ আন্তর্জাতিক বাজারের অবস্থা, ডলার-রুপির বিনিময় হার, ক্রুড অয়েলের দাম, এমনকি উৎসবের মরশুমের চাহিদা—এই সব কিছুর প্রভাব পড়ে সোনার দামে।
তাই যাঁরা সোনা কিনতে চাইছেন বা সোনায় বিনিয়োগ করতে চাইছেন তাঁদের জন্য লেটেস্ট দাম জেনে রাখা খুবই জরুরি ৷
২৫ অগাস্ট অবশ্য সোনার দাম অপরিবর্তিত রয়েছে ৷ এদিনে দামে কোনও বদল করা হয়নি ৷ গত কয়েক মাসে কখনও দাম হু হু করে বেড়ে যাচ্ছে, আবার কখনও হঠাৎ কমে যাচ্ছে। ফলে ক্রেতা ও বিনিয়োগকারীরা প্রায়শই দ্বিধায় পড়ছেন—আজ সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন ? লেটেস্ট দাম জেনে সিদ্ধান্ত নিন ৷
সোমবারের বাজারে সোনার দাম কোনও বদল হয়নি ৷ ২৫ অগাস্ট কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯৫১০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৮০৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১১৬১৫৬ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷