স্লিপার, AC, ফার্স্টক্লাস! ট্রেনে কোন 'শ্রেণীতে' কত কেজি 'লাগেজ' নেওয়া যাবে? দেখুন চার্ট

3 weeks ago 5

Last Updated:August 19, 2025 9:52 PM IST

Train Luggage Weight Chart: রেল যে নতুন নিয়ম আনতে চলেছে তাতে স্টেশনে স্টেশনে আগে মেপে নেওয়া হবে আপনার লাগেজের ওজন। শুধু ওজনই নয় লাগেজের আকারও পরীক্ষা করা হবে এই নিয়ম মেনে। যদি আপনার লাগেজের ওজন বা আকার নির্ধারিত সীমা অতিক্রম করে, তাহলে অতিরিক্ত চার্জ ধার্য করা হবে।

ভারতীয় রেল যাত্রীদের জন্য লাগেজ চেকিংয়ের একটি নতুন নিয়ম চালু করতে চলেছে। আর দেদার বাক্স-প্যাঁটরা বোঝাই করে ট্রেনে ওঠার দিন রইল না। এবার প্লেনের মতো ট্রেনেও লাগেজ নিয়ে উঠতে গেলে আগে বুঝে নিতে হবে 'ওজনের' হিসেব।

ভারতীয় রেল যাত্রীদের জন্য লাগেজ চেকিংয়ের একটি নতুন নিয়ম চালু করতে চলেছে। আর দেদার বাক্স-প্যাঁটরা বোঝাই করে ট্রেনে ওঠার দিন রইল না। এবার প্লেনের মতো ট্রেনেও লাগেজ নিয়ে উঠতে গেলে আগে বুঝে নিতে হবে 'ওজনের' হিসেব।

রেল যে নতুন নিয়ম আনতে চলেছে তাতে স্টেশনে স্টেশনে আগে মেপে নেওয়া হবে আপনার লাগেজের ওজন। শুধু ওজনই নয় লাগেজের আকারও পরীক্ষা করা হবে এই নিয়ম মেনে। যদি আপনার লাগেজের ওজন বা আকার নির্ধারিত সীমা অতিক্রম করে, তাহলে অতিরিক্ত চার্জ ধার্য করা হবে।

রেল যে নতুন নিয়ম আনতে চলেছে তাতে স্টেশনে স্টেশনে আগে মেপে নেওয়া হবে আপনার লাগেজের ওজন। শুধু ওজনই নয় লাগেজের আকারও পরীক্ষা করা হবে এই নিয়ম মেনে। যদি আপনার লাগেজের ওজন বা আকার নির্ধারিত সীমা অতিক্রম করে, তাহলে অতিরিক্ত চার্জ ধার্য করা হবে।

প্রথমে এই সিস্টেম মূলত উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জংশন কানপুর সেন্ট্রালের মতো স্টেশনগুলিতে শুরু হবে। তারপরে ধীরে ধীরে তা চালু হবে সব স্টেশনে। এতদিন ট্রেন মানেই ছিল যত ইচ্ছে লাগেজ নিয়ে চেপে পড়া, তবে এমনটা আর বেশিদিন নয়।

প্রথমে এই সিস্টেম মূলত উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জংশন কানপুর সেন্ট্রালের মতো স্টেশনগুলিতে শুরু হবে। তারপরে ধীরে ধীরে তা চালু হবে সব স্টেশনে। এতদিন ট্রেন মানেই ছিল যত ইচ্ছে লাগেজ নিয়ে চেপে পড়া, তবে এমনটা আর বেশিদিন নয়।

নতুন এই সিস্টেম কবে ও কখন চালু হবে?ভারতীয় রেল চলতি আর্থিক বছরেই নতুন এই লাগেজ নিয়ম বাস্তবায়নের পরিকল্পনা করছে। এর আওতায়, প্রয়াগরাজ জংশন, কানপুর সেন্ট্রাল, মির্জাপুর, আলিগড়, টুন্ডলা-সহ বেশ কয়েকটি স্টেশন থাকছে। এই বিভাগের প্রধান স্টেশনগুলির এন্ট্রি এবং এক্সিট গেটে ইলেকট্রনিক ওজন যন্ত্র স্থাপন করা হচ্ছে।

নতুন এই সিস্টেম কবে ও কখন চালু হবে?
ভারতীয় রেল চলতি আর্থিক বছরেই নতুন এই লাগেজ নিয়ম বাস্তবায়নের পরিকল্পনা করছে। এর আওতায়, প্রয়াগরাজ জংশন, কানপুর সেন্ট্রাল, মির্জাপুর, আলিগড়, টুন্ডলা-সহ বেশ কয়েকটি স্টেশন থাকছে। এই বিভাগের প্রধান স্টেশনগুলির এন্ট্রি এবং এক্সিট গেটে ইলেকট্রনিক ওজন যন্ত্র স্থাপন করা হচ্ছে।

এই মেশিনগুলি ব্যবহার করে প্রতিটি যাত্রীর ব্যাগ এবং বাক্সের ওজন পরিমাপ করা হবে। রেল বিভিন্ন বিভাগের জন্য লাগেজের সীমাও নির্ধারণ করেছে। দেখে নিন চার্ট মিলিয়ে, জেনারেল থেকে স্লিপার, এসি ফার্স্টক্লাস থেকে সেকেন্ড ক্লাস, কোন শ্রেনীতে ট্রেনে উঠলে ওজন কত থাকতে হবে মালপত্রের।

এই মেশিনগুলি ব্যবহার করে প্রতিটি যাত্রীর ব্যাগ এবং বাক্সের ওজন পরিমাপ করা হবে। রেল বিভিন্ন বিভাগের জন্য লাগেজের সীমাও নির্ধারণ করেছে। দেখে নিন চার্ট মিলিয়ে, জেনারেল থেকে স্লিপার, এসি ফার্স্টক্লাস থেকে সেকেন্ড ক্লাস, কোন শ্রেনীতে ট্রেনে উঠলে ওজন কত থাকতে হবে মালপত্রের।

কোন শ্রেণীতে কত ওজনের জিনিসপত্র নিয়ে ওঠা যাবে? দেখে নিন ক্লাস অনুসারে লাগেজের সীমা:এসি ফার্স্ট ক্লাস: ৭০ কেজি পর্যন্ত লাগেজ নেওয়া যাবে, ১৫ কেজি ছাড়-সহ। বুকিং করা থাকলে পার্সেল ভ্যানে অতিরিক্ত ৬৫ কেজি লাগেজ বহন করা যাবে।

কোন শ্রেণীতে কত ওজনের জিনিসপত্র নিয়ে ওঠা যাবে? দেখে নিন ক্লাস অনুসারে লাগেজের সীমা:
এসি ফার্স্ট ক্লাস: ৭০ কেজি পর্যন্ত লাগেজ নেওয়া যাবে, ১৫ কেজি ছাড়-সহ। বুকিং করা থাকলে পার্সেল ভ্যানে অতিরিক্ত ৬৫ কেজি লাগেজ বহন করা যাবে।

 ৫০ কেজি ১০ কেজি ছাড়-সহ পার্সেল ভ্যানে ৩০ কেজি পর্যন্ত অতিরিক্ত লাগেজ বুক করা যাবে।

সেকেন্ড এসি: ৫০ কেজি ১০ কেজি ছাড়-সহ পার্সেল ভ্যানে ৩০ কেজি পর্যন্ত অতিরিক্ত লাগেজ বুক করা যাবে।

থার্ড এসি / এসি চেয়ার কার: ৪০ কেজি এবং ১০ কেজি ছাড় থাকবে; সেইসঙ্গে পার্সেল ভ্যানে অতিরিক্ত ৩০ কেজি বুক করা যাবে।

থার্ড এসি / এসি চেয়ার কার: ৪০ কেজি এবং ১০ কেজি ছাড় থাকবে; সেইসঙ্গে পার্সেল ভ্যানে অতিরিক্ত ৩০ কেজি বুক করা যাবে।

 ৩৫ কেজি এবং ১০ কেজি ছাড়; পার্সেল ভ্যানে ৬০ কেজি অতিরিক্ত লাগেজ বুক করা যাবে।

জেনারেল শ্রেণি: ৩৫ কেজি এবং ১০ কেজি ছাড়; পার্সেল ভ্যানে ৬০ কেজি অতিরিক্ত লাগেজ বুক করা যাবে।

রেল নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে ট্রাঙ্ক, স্যুটকেস এবং বাক্স-সহ ব্যক্তিগত লাগেজের মাপ ১০০ সেমি x ৬০ সেমি x ২৫ সেমি এর বেশি হওয়া উচিত নয়।

লাগেজের আকার লিমিট:
রেল নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে ট্রাঙ্ক, স্যুটকেস এবং বাক্স-সহ ব্যক্তিগত লাগেজের মাপ ১০০ সেমি x ৬০ সেমি x ২৫ সেমি এর বেশি হওয়া উচিত নয়।

এসি ৩-টিয়ার এবং এসি চেয়ার কারের যাত্রীদের জন্য, সর্বোচ্চ মাপ ৫৫ সেমি x ৪৫ সেমি x ২২.৫ সেমি। ব্রেক ভ্যানের মাধ্যমেই কেবল বড় লাগেজ বহন করা যাবে, সেক্ষেত্রে সর্বনিম্ন ৩০ টাকা চার্জ প্রযোজ্য।

এসি ৩-টিয়ার এবং এসি চেয়ার কারের যাত্রীদের জন্য, সর্বোচ্চ মাপ ৫৫ সেমি x ৪৫ সেমি x ২২.৫ সেমি। ব্রেক ভ্যানের মাধ্যমেই কেবল বড় লাগেজ বহন করা যাবে, সেক্ষেত্রে সর্বনিম্ন ৩০ টাকা চার্জ প্রযোজ্য।

অনুমোদিত সীমার বেশি বুকিং না করা লাগেজ বহনকারী যাত্রীদের বুকিং পরিমাণের ছয় গুণ জরিমানা করা হবে। উদাহরণস্বরূপ, ৪০ কেজি অতিরিক্ত লাগেজ নিয়ে ৫০০ কিলোমিটার ভ্রমণকারী একজন যাত্রী লাগেজ ভ্যান বুকিং করলে তাঁকে ১০৯ টাকা দিতে হবে। বুকিং না করলে ৬৫৪ টাকা জরিমানা করা হবে।

লাগেজের ওজনের সীমা অতিক্রম করলে কত ফাইন:
অনুমোদিত সীমার বেশি বুকিং না করা লাগেজ বহনকারী যাত্রীদের বুকিং পরিমাণের ছয় গুণ জরিমানা করা হবে। উদাহরণস্বরূপ, ৪০ কেজি অতিরিক্ত লাগেজ নিয়ে ৫০০ কিলোমিটার ভ্রমণকারী একজন যাত্রী লাগেজ ভ্যান বুকিং করলে তাঁকে ১০৯ টাকা দিতে হবে। বুকিং না করলে ৬৫৪ টাকা জরিমানা করা হবে।

উৎসবমুখর মরশুমে রেলের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। রেলের তরফে জরিমানা এড়াতে যাত্রীদের লাগেজের সীমা পরীক্ষা করে দেখার এবং অতিরিক্ত ওজন আগে থেকেই বুক করার পরামর্শ দেওয়া হচ্ছে।

উৎসবমুখর মরশুমে রেলের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। রেলের তরফে জরিমানা এড়াতে যাত্রীদের লাগেজের সীমা পরীক্ষা করে দেখার এবং অতিরিক্ত ওজন আগে থেকেই বুক করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Read Entire Article