Last Updated:September 04, 2025 1:16 PM IST
Huge Surge In Gold Price: হু হু করে বেড়ে চলেছে সোনার দাম। আজকের দিনে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামে বড়সড় বৃদ্ধি হয়েছে।

আরও ঊর্ধ্বমুখী সোনার দাম। প্রতিদিনই বাড়ছে সোনার দাম, ফলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে হলুদ ধাতু। উৎসবের মরশুমে যেখানে অনেকেই সোনা কিনতে চান, সেখানে ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা ও ডলারের সঙ্গে টাকার মানের ওঠানামার ফলে ভারতে সোনার দাম আকাশছোঁয়া হয়েছে। গত কয়েক সপ্তাহে প্রায় প্রতিদিনই দাম বাড়ার ধারা অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি এবং শেয়ারবাজারের অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকেই ঝুঁকছেন।
মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই মুহূর্তে সোনায় বিনিয়োগ করা বা গয়না কেনা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। একদিকে মুদ্রাস্ফীতি, অপরদিকে সোনার দাম—দু’য়ের চাপে তাদের মাথায় হাত। ফলে অনেকেই এখন বিকল্প হিসেবে রূপো বা প্লাটিনামের দিকে নজর দিচ্ছেন।
বাজার বিশেষজ্ঞদের মতে, সোনার দাম আরও বাড়তে পারে যদি আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক না হয়। তবে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কাছে সোনা এখনও নিরাপদ মাধ্যম হিসেবেই বিবেচিত হচ্ছে।
বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১০০২৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৮২৩০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১২২৯৯২ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷