হোমফটো গ্যালারিজ্যোতিষDurga Puja Astrology : মহালয়ার পরই মহালক্ষ্মী রাজযোগ, ৪ রাশিকে উজাড় করে দেবেন দেবী দুর্গা, বসাবেন সৌভাগ্যের শিখরে
২৪ সেপ্টেম্বর তারিখে শারদীয়া নবরাত্রির সময় তুলা রাশিতে চন্দ্র ও মঙ্গলের মিলনে মহালক্ষ্মী রাজযোগ গঠিত হবে।
By : ABP Ananda | Updated at : 10 Sep 2025 07:01 AM (IST)
৪ রাশিকে উজাড় করে দেবেন দেবী দুর্গা, বসাবেন সৌভাগ্যের শিখরে
শারদীয়া নবরাত্রি ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে। এই ৯ দিন কিছু রাশির জন্য সোনালী সময় হবে। এই সময়ে করা প্রচেষ্টা সফল হতে পারে।
২৪ সেপ্টেম্বর তারিখে শারদীয়া নবরাত্রির সময় তুলা রাশিতে চন্দ্র ও মঙ্গলের মিলনে মহালক্ষ্মী রাজযোগ গঠিত হবে। এছাড়াও এই ৯ দিন সিংহ রাশিতে শুক্র ও কেতুর মিলন থাকবে। কন্যা রাশিতে সূর্য ও বুধের মিলনে বুধাদিত্য যোগ তৈরি হবে।
কুম্ভ রাশি - শারদীয়া নবরাত্রিতে কুম্ভ রাশির সমস্যাও কমতে দেখা যাবে। শনির সাড়েসাতির পরেও আপনার ভাগ্য উজ্জ্বল হতে পারে। কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য কারো কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়া যেতে পারে। নতুন প্রকল্প পাওয়ার সম্ভাবনা আছে।
বৃশ্চিক রাশি - ব্যবসায়ীদের নতুন প্রকল্পে সাফল্য আসবে। মিডিয়া, ফিল্ম লাইন, শিল্প ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য শারদীয়া নবরাত্রি লাভজনক হতে চলেছে। কঠোর পরিশ্রমের দ্বিগুণ ফল পাওয়া যেতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Published at : 10 Sep 2025 07:01 AM (IST)
Sponsored Links by Taboola