Gold Price Today: পুজোর আগে সোনার দামে হেরফের? লক্ষ্মীবারে দাম বাড়ল না কমল? কত লাভ পাবেন?

6 hours ago 2

হোমব্যবসা-বাণিজ্যেরGold Price Today: পুজোর আগে সোনার দামে হেরফের? লক্ষ্মীবারে দাম বাড়ল না কমল? কত লাভ পাবেন?

Gold Price: সোনা (Gold Price) কিনতে এবার পকেটে টান পড়বে সাধারণ গ্রাহকদের। কিন্তু পুজো-পার্বণ হোক বা পারিবারিক অনুষ্ঠান, সোনা কেনা এখনও বাঙালির ঐতিহ্য

By : ABP Ananda | Updated at : 11 Sep 2025 12:09 PM (IST)

Gold Rate Today: বেশ কয়েকদিন ধরেই উর্ধ্বমুখী রয়েছে সোনার দাম।সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। গত কয়েকদিনে অনেকটাই বেড়ে গিয়েছিল হলুদ ধাতুর দাম। তবে লক্ষ্মীবারে বেশ কিছুটা কমল দাম। বুধবার এক গ্রামে ২৪ ক্যারাট সোনার দাম ৫ টাকা মাত্র বেড়েছিল, ২২ ক্যারাটের দামও খানিক বেড়েছিল। তবে বৃহস্পতিবার কিছুটা কমেছে।  

সোনা (Gold Price) কিনতে এবার পকেটে টান পড়বে সাধারণ গ্রাহকদের। কিন্তু পুজো-পার্বণ হোক বা পারিবারিক অনুষ্ঠান, সোনা কেনা এখনও বাঙালির ঐতিহ্য। শনিবার সপ্তাহান্তেও দাম বেড়েছিল  সোনা ও রুপোর। তবে সপ্তাহের শুরুতে সোমবারে সামান্যতম দাম কমেছিল সোনার। মঙ্গল, বুধবারে ফের অনেকটাই বেড়েছিল দাম। 

আজকের সোনার দাম ( ১১ সেপ্টেম্বর, ২০২৫)                  

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১০৮৯১
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১০৩৪৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৯৯১০
১৮ ক্যারেট ১ গ্রাম ৮৪৯৫
রুপো (৯৯৯) ১ কেজি ১,২৪,৩৪২

*Above rates are without 3% GST

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।    

সোনার বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয়। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি।  ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।                 
গয়নায় হলমার্ক:  হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে  ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর লেখা থাকে।   

ভারতে যে কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি (Gold Silver Price) মুনাফা পাওয়া যায়। তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন। 

Published at : 11 Sep 2025 12:09 PM (IST)

Sponsored Links by Taboola

ABP Premium

ডঃ পঙ্কজ কুমার রায়

ডঃ পঙ্কজ কুমার রায়

Read Entire Article