হোমব্যবসা-বাণিজ্যেরReliance Relief Drive : বন্যা কবলিত পঞ্জাবে ত্রাণ অভিযান শুরু রিলায়েন্সের, খাদ্য, আশ্রয় ছাড়াও দিচ্ছে এই সুবিধা
Punjab Flood : পঞ্জাবের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুটি জেলা অমৃতসর ও সুলতানপুর লোধিতে দ্রুত সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছে রিলায়েন্স।
By : ABP Ananda | Updated at : 10 Sep 2025 10:17 PM (IST)
ত্রাণ কাজে রিলায়েন্স নিল বড় উদ্যোগ।
Punjab Flood : পঞ্জাবের বন্যা কবলিত এলাকায় এবার বড় ত্রাণ অভিযান শুরু করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries Relief Drive)। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে এই ত্রাণের কাজ করেছে বিভিন্ন দল। পঞ্জাবের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুটি জেলা অমৃতসর ও সুলতানপুর লোধিতে দ্রুত সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছে রিলায়েন্স।
কী বলেছে কোম্পানি
কোম্পানি জানিয়েছে, তাদের দশ দফা মানবিক পরিকল্পনার মধ্যে রয়েছে ১০,০০০ পরিবারের জন্য শুকনো রেশনের ব্যবস্থা, ১,০০০ সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য ৫,০০০ টাকার ভাউচার-ভিত্তিক সহায়তা ও কমিউনিটি রান্নাঘরের জন্য রসদ সরবরাহ। এই পরিস্থিতিতে পরিশ্রুত পানীয় জলের জন্য জলমগ্ন গ্রামে পোর্টেবল ওয়াটার ফিল্টারের ব্যবস্থা করা হচ্ছে।
আরও কী কী সাহায্য়ের হাত বাড়িয়েছে কোম্পানি
বন্যায় বাস্তুচ্যুত পরিবারগুলিকে সাহায্য করার জন্য টারপলিন, মশারি, দড়ি, বিছানা সহ জরুরি আশ্রয় কিট বিতরণ করা হচ্ছে। রোগের ঝুঁকি রোধ করার জন্য স্বাস্থ্য সচেতনতা শিবির ও দূষিত জলের উৎস জীবাণুমুক্তকরণও শুরু করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য স্যানিটেশন কিটও চালু করা হয়েছে।
প্রাণীসম্পদ রক্ষা প্রধান লক্ষ্য
পঞ্জাবের বন্যা কবলিত এলাকায় প্রাণীসম্পদ রক্ষা কোম্পানির আরেকটি প্রধান লক্ষ্য। ইতিমধ্যেই এলাকায় দীর্ঘদিনের জলমগ্ন পরিস্থিতির জন্য পশুদের তীব্র দুর্দশার মধ্যে পড়তে হয়েছে। পশুচিকিৎসা দলগুলি জানিয়েছে সেই কথা।
কীভাবে কাজ করছে রিলায়েন্স
রিলায়েন্স ফাউন্ডেশন ও এর প্রাণী কল্যাণ উদ্যোগ ভান্তারা, রাজ্যের প্রাণীসম্পদ বিভাগের সঙ্গে সমন্বয় করে ওষুধ, টিকা ও খাদ্য সরবরাহের জন্য পশু কল্যাণ শিবির স্থাপন করেছে। প্রায় ৫,০০০ গবাদি পশুর জন্য ৩,০০০ এরও বেশি সাইলেজ বান্ডিল বিতরণ করা হচ্ছে। ভান্তারা টিম উদ্ধারকাজ ছাড়াও আহত পশুর চিকিৎসা ও সংক্রমণ রোধে যথাযথভাবে মৃত পশুর দেহের ব্যবস্থা করছে।
রেশন ও স্যানিটেশন কিট পাঠাচ্ছে কোম্পানি
রিলায়েন্স জানিয়েছে- তাদের দলগুলি জেলা প্রশাসন, পঞ্চায়েত ও এনডিআরএফের সঙ্গে সর্বক্ষণ এই বিষয়ে কাজ করছে। জিও পঞ্জাব টিম বন্যা কবলিত এলাকায় নেটওয়ার্ক পরিষেবা পুনরুদ্ধার করেছে। অন্যদিকে রিলায়েন্স রিটেইল স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে সমন্বয় করে চিহ্নিত ২১টি প্রয়োজনীয় জিনিসপত্র সহ রেশন ও স্যানিটেশন কিট পাঠাচ্ছে।
অনন্ত অম্বানি কী বলেছেন
এই বিষয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর অনন্ত অম্বানি বলেন, "দুর্দশার এই মুহূর্তে পঞ্জাবের মানুষের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে । পরিবারগুলি ঘরবাড়ি, জীবিকা ও নিরাপত্তাহীনতায় ভুগছে। পুরো রিলায়েন্স পরিবার তাদের সঙ্গে দাঁড়িয়ে আছে। মানুষ ও প্রাণী উভয়ের জন্য খাদ্য, জল, আশ্রয়ের পাশাপাশি যত্ন নেওয়ার ব্য়বস্থা করেছে।"কোম্পানি জানিয়েছে, তারা আগামী সপ্তাহগুলিতেও রাজ্যের পরিস্থিতি পুনরুদ্ধারের প্রচেষ্টায় সাহায্য অব্যাহত রাখবে।
Published at : 10 Sep 2025 10:17 PM (IST)
Sponsored Links by Taboola