দশদিন পরেই মহালয়া। ১৭ দিন পরেই ষষ্ঠী। কোজাগরী লক্ষ্মীপুজোর বাকি নেই এক মাসও। অন্যান্যবারের মতো পুজোর সময় যান চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সুনাম আছে, তা বজায় রাখতে আগেভাগেই ট্র্যাফিক সংক্রান্ত নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। তৃতীয়া থেকেই কলকাতার বিভিন্ন রাস্তায় নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে মহালয়া এবং কোজাগরী লক্ষ্মীপুজোর সময়ও।
দুর্গাপুজোর সময় কোন কোন সময় গাড়ি চলাচল বন্ধ থাকবে?
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, তৃতীয়া থেকে নবমী পর্যন্ত উত্তর কলকাতা, মধ্য কলকাতা, দক্ষিণ কলকাতা, দক্ষিণ-পূর্ব কলকাতা, দক্ষিণ-পশ্চিম কলকাতা এবং শহরতলির বিভিন্ন রাস্তায় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। একমাত্র সরকারের অনুমোদিত গাড়ি চলাচল করতে পারবে সেইসব রাস্তায় (যেমন - পুলিশের গাড়ি)।
১) তৃতীয়া (২৫ সেপ্টেম্বর): বিকেল ৪ টে থেকে রাত ১২ টা।
২) চতুর্থী (২৬ সেপ্টেম্বর): দুপুর ৩ টে থেকে রাত ২ টো।
৩) পঞ্চমী (২৭ সেপ্টেম্বর): দুপুর ৩ টে থেকে রাত ২ টো।
৪) ষষ্ঠী (২৮ সেপ্টেম্বর): দুপুর ৩ টে থেকে রাত ৩ টে।
৫) সপ্তমী (২৯ সেপ্টেম্বর): দুপুর ৩ টে থেকে ভোর ৪ টে।
৬) অষ্টমী (৩০ সেপ্টেম্বর): দুপুর ৩ টে থেকে ভোর ৪ টে।
৭) নবমী (১ অক্টোবর): দুপুর ৩ টে থেকে ভোর ৪ টে।
উত্তর কলকাতায় কোন কোন রাস্তা বন্ধ থাকবে?
১) বি.কে. পাল অ্যাভিনিউ, নিমতলা ঘাট স্ট্রিট এবং রবীন্দ্র সরণির মধ্যবর্তী অংশ।
২) প্রয়োজন মতো নিমতলা ঘাট স্ট্রিট এবং কে.কে. ঠাকুর স্ট্রিটের মধ্যবর্তী বৈকুণ্ঠ সেন লেন এবং যদুলাল মল্লিক রোড।
৩) ভাবানাথ সেন স্ট্রিট।
৪) বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট।
৫) প্রয়োজন মতো সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির মধ্যবর্তী বিডন স্ট্রিট।
৬) দুর্গাচরণ ব্যানার্জি স্ট্রিট।
৭) গুরিপাড়া রোড
৮) গড়পার রোড।
৯) গোপাল রাম দত্ত লেন।
১০) হরিনাথ দে রোড।
১১) কৈলাশ বোস স্ট্রিট।
১২) এ.পি.সি. রায় রোড থেকে কাইজার স্ট্রিট।
১৩) মহারানি স্বর্ণময়ী রোড, মালপাড়া।
১৪) রামমোহন রায় রোড।
১৫) রামেন্দ্র মজুমদার স্ট্রিট।
১৬) বিটি রোড এবং মন্মথ দত্ত রোডেের মধ্যবর্তী রাজা মণীন্দ্র রোড। শুধুমাত্র ওই অংশ থেকে যে বাস এবং ছোট গাড়ি ছাড়বে, সেগুলি চলতে দেওয়া হবে।
১৭) সাহিত্য পরিষদ স্ট্রিট।
১৮) প্রয়োজন অনুযায়ী সুকিয়া স্ট্রিট।
১৯) শ্যামাচরণ দে স্ট্রিট।
২০) সিমলা স্ট্রিট।
২১) সাউথ শিয়ালদা রোড
২২) যোগী পাড়া লেন।
২৩) নর্থ শিয়ালদা রোড।
২৪) হারশি স্ট্রিট।
২৫) কাশী বোস লেন এবং নয়ন চাঁদ দত্ত স্ট্রিটের মধ্যবর্তী হরি ঘোষ স্ট্রিট।
২৬) এ.পি.সি. রোড থেকে বিধান সরণি (হাতিবাগান ক্রসিং) পর্যন্ত অরবিন্দ সরণি।
২৭) প্রয়োজন অনুযায়ী নিমতলা ঘাট স্ট্রিট থেকে ডি.সি. ব্যানার্জি স্ট্রিট পর্যন্ত রবীন্দ্র সরণি।
আর কোন কোন রাস্তায় দুর্গাপুজোয় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে? তার পুরো তালিকা দেখে নিন এখানে। তাছাড়াও মহালয়া এবং কোজাগরী লক্ষ্মীপুজোয় কী কী ট্র্যাফিক সংক্রান্ত বিধিনিষেধ আছে, সেটার পুরো তালিকা দেখে নিন।
মহালয়া, দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর দিনক্ষণ
১) মহালয়া: ২১ সেপ্টেম্বর।
২) ষষ্ঠী: ২৮ সেপ্টেম্বর।
৩) সপ্তমী: ২৯ সেপ্টেম্বর।
৪) অষ্টমী: ৩০ সেপ্টেম্বর)।
৫) নবমী: ১ অক্টোবর)।
৬) দশমী: ২ অক্টোবর।
৭) কোজাগরী লক্ষ্মীপুজো: ৬ অক্টোবর।