Viral Video: লন্ডনের রাস্তায় গুটকার পিক! ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধের আর্জি উঠল!

1 week ago 4

হোমঅফবিটViral Video: লন্ডনের রাস্তায় গুটকার পিক! ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধের আর্জি উঠল!

Video Viral: ভিডিওটিতে একটি মজার ক্যাপশনও ছিল: “ লন্ডন ইয়া কানপুর ”। 

By : ABP Ananda | Updated at : 01 Sep 2025 09:51 AM (IST)

নয়া দিল্লি: লন্ডনের রাস্তায় এক দৃশ্য বিব্রত করেছে নেটিজেনদের। এক ইনস্টাগ্রাম ইউজার @pandeyjipardesi-এর পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, একজন ভারতীয় ব্যক্তি পার্ক করা একটি গাড়ির পাশে রাস্তায় লাল গুটখার ছবি শেয়ার করেছেন।              

ক্লিপটিতে তাকে হিন্দিতে বলতে শোনা যাচ্ছে, “ ইয়ে দেখিয়ে, কেয়া হ্যায় ইয়ে? ইয়ে লন্ডন হ্যায় ইয়া... পুর ভিসা সিস্টেম ব্যান্ড করো ” (“এটা দেখো, এটা কী? এটা কি লন্ডন নাকি... পুরো ভিসা সিস্টেম বাতিল করো”)। তার স্বরে ব্যঙ্গ ও হতাশার মিশেল ছিল। তিনি প্রশ্ন তোলেন যে, কীভাবে এই ধরনের অস্বাস্থ্যকর অভ্যাসগুলি দেশের মাটি পেরিয়ে বিদেশের মাটিতেও এসে পড়েছে।                         

ভিডিওটিতে একটি মজার ক্যাপশনও ছিল: “ লন্ডন ইয়া কানপুর ”।  

এই পোস্টটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। পোস্টটির নিচে একাধিক রসিকতা সমৃদ্ধ কমেন্ট এসেছে। একজন লিখেছেন, জন লিখেছেন, “পান্ডে জি আপ ভুল গ্যায়ে আপ লন্ডনপুর মে হ্যায়”। একজন বলেছেন, “ পান্ডে জি কানপুর কা ডাব ডাবা ওয়াহা ফল গয়া হ ”। একজন ইউজার আবার মন্তব্য করেছেন, “ আপনে ভিসা মিল গ্যায়া হ্যায় ভাইয়া তো অরন কা আনা কিয়ু ব্যান্ড কারা রহে হো ”?

প্রসঙ্গত, লন্ডনে গুটখা বিক্রি নিষিদ্ধ নয়। সংবাদমাধ্যম হ্যারো অনলাইন জানিয়েছে, বিক্রেতা যদি এইচএমআরসি (হিস ম্যাজেস্টি’স রেভেনিউ অ্যান্ড কাস্টমস)-এ নাম নথিভুক্ত করেন এবং বিক্রির বিষয়ে সব নীতি-নিয়ম মেনে চলেন, তা হলে তাঁর গুটখা বিক্রিতে কোনও বাধা নেই। 

লন্ডনে এই ধরণের দৃশ্য এই প্রথম দেখা যায়নি। এর আগে, আরেকটি ভিডিওতে হ্যারোতে রাস্তার পাশের ডাস্টবিন, গাছ এবং রাস্তায় পানের থুতু ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল হয়েছিল। হ্যারো অনলাইন বলে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রেনার্স লেন এবং নর্থ হ্যারোর আবর্জনা পাত্রে এই পান, গুটখার পিকের দাগ দেখা যায়। রেনার্স লেনের বাসিন্দাদের অভিযোগ, ইদানীং সেখানে এই পান, গুটখার পিক একটু বেশিই দেখা যায়।

Published at : 01 Sep 2025 09:51 AM (IST)

Sponsored Links by Taboola

ABP Premium

ডঃ পঙ্কজ কুমার রায়

ডঃ পঙ্কজ কুমার রায়

Read Entire Article