Last Updated:September 11, 2025 7:06 PM IST
Money Making Tips: প্রচলিত কৃষি পদ্ধতি থেকে সরে এসে মালদহের বহু চাষি ফসলি জমি কেটে পুকুর তৈরি করছেন। সেখানে চলছে বিকল্প চাষ, বিশেষত মাছ চাষ ও জলজ ফসল, যা তাদের আয়ের নতুন উৎস হয়ে উঠছে।

গ্রাম নয় যেন পুকুর পাড়। মালদহের এই এলাকার প্রায় প্রতিটি বাড়ির সামনে রয়েছে পুকুর তবে কেন? কারণ জানলে অবাক হবেন। ধান, গম অতীত এবারে মোটা লাভের আশায় মাছ চাষে ঝুঁকছেন মালদহের এই এলাকার প্রায় ৩-৪ টি গ্রামের চাষিরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
মালদহের কালিয়াচক দুই ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলা থেকে বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের গোসাইহাট গ্রাম পর্যন্ত প্রায় প্রতিটি বাড়ির সামনের ফসলি চাষ জমি পরিণত হয়েছে পুকুরে। সেখানে বর্তমানে বেশি লাভের জন্য মাছ চাষ করছেন গ্রামবাসীরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
সব মিলিয়ে গ্রামের মূল রাস্তার ধারে প্রায় শতাধিক পুকুর রয়েছে। রুই, কাতলা, মৃগেল ইত্যাদি নামিদামি মাছ চাষ করা হয় এই পুকুরগুলোতে। এক মাছ চাষি মুজিবর রহমান বলেন, "মাছের পোনা ছাড়ার পর প্রায় তিন থেকে চার মাস সময় লাগে বড় হতে। প্রায় তিনটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেছি। ভাল রোজগার হচ্ছে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
কারও নিজের তো কেউ লিজ নিয়ে পুকুরে করছেন মাছ চাষ। এক গ্রামবাসী জানান, "অনেকগুলো পুকুর রয়েছে এই এলাকায়। আগে এলাকায় ফসল চাষ করতেন গ্রামবাসীরা। এখন ফসলি জমিকে পুকুর করে মাছ চাষ করে সবাই।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বর্তমানে এই এলাকার গ্রামবাসীরা বিঘার পর বিঘা ফসলি জমি কেটে মাছ চাষের জন্য পুকুরে পরিণত করেছেন চাষ জমিকে। ফসল চাষ করে মরশুম অনুযায়ী লাভ হলেও। মাছ চাষে সারা বছরই আয়ের সুযোগ থাকে বলে দাবি গ্রামবাসীদের। তাই তারা আর্থিকভাবে লাভবান হতে মাছ চাষে আগ্রহে বাড়িয়েছেন। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
মালদহ জেলায় আম, রেশম চাষের ক্ষেত্রে ব্যাপক চাহিদা থাকলেও। বর্তমানে জেলার চাষিরা অধিক লাভের আশায় একাধিক রকম বিকল্প চাষ করেন। জেলায় মাছ চাষ ব্যাপকহারে না হলে মালদহের এই গ্রামের গ্রামবাসীদের মাছ চাষের বিকল্প পদ্ধতি রোজগারের দিশা দেখাচ্ছে চাষিদের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)