Arjun Singh's comment against Mamata: নেপালের মতো বাংলায় ঘণঅভ্যুত্থানের ডাক অর্জুনের, বড় পদক্ষেপের পথে তৃণমূল

6 hours ago 2

নেপালে দুর্নীতির অভিযোগে কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে গণরোষ আছড়ে পড়েছিল রাস্তায়। অভ্যুত্থানের ফলে পদত্যাগ করতে বাধ্য হন কেপি শর্মা ওলি। সেই উদাহরণ টেনে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, 'বেকার যুবকরা নেপাল থেকে শিক্ষা নিক।' এই আবহে অর্জুনের বিরুদ্ধে বড় পদক্ষেপের পথে তৃণমূল। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক জানিয়েছেন, উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে প্রায় সবকটি থানায় অর্জুনের বিরুদ্ধে মামলা করা হবে। তবে অর্জুন সিং তাতেও দমতে নারাজ। (আরও পড়ুন: 'আর কবে?', নেপালের উল্লেখ করে বিস্ফোরক TMC বিধায়ক হুমায়ুন কবির)

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর, বকেয়া ডিএ মামলার অর্ডার কপি সামনে এল

ঠিক কী বলেছেন অর্জুন? সংবাদমাধ্যমকে বিজেপি নেতা বলেন, 'কবে বাংলার যুবসমাজ জাগ্রত হবে রাজের এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উপড়ে ফেলার জন্য! আমরা অপেক্ষায় আছি। বিনা রক্ত ঝরিয়ে কোনও দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না। অনেকে বলেন গান্ধীজি গান বাজিয়ে দেশ স্বাধীন করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে তাদের এই কথা বিশ্বাস করি না। বেকার যুবকরা নেপাল থেকে শিক্ষা নিক। সেখানে ১৮ থেকে ৩০ বছরের যুবকরা দেখিয়ে দিয়েছে। বাংলায় এমনটা দরকার আছে। যেদিন বাংলার যুবসমাজ জাগ্রত হবে, আমাদের মতো লোকেদের ডাকলে প্রথম সারির থেকে নেতৃত্ব দিতে রাজি আছি।'

অর্জুনের এহেন মন্তব্যের পর পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'অশিক্ষিতরা কথা বললে এরকমই বলে। বাংলাদেশ একটা রাষ্ট্র, নেপাল একটা রাষ্ট্র আর পশ্চিমবঙ্গ একটা রাজ্য। ও কি বাংলার কথা বলে প্রকারান্তরে ১৮ থেকে ৩০ বছরের যৌবনকে ভারত সরকারের বিরুদ্ধে এটা করতে বলছে। কারণ দেশে তথা বিজেপি শাসিত রাজ্যগুলিতে ওখানকার মতো দুর্নীতির সমস্ত লক্ষণ রয়েছে। তা সত্ত্বেও আমরা কখনও বলব না নেপালের মতো ভারতের অবস্থা হোক, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বাংলায় এরকম ঘটুক বলে উনি প্রকারান্তরে মুখ্যমন্ত্রীকে খুন করার কথা বলেছেন।' এদিকে নেপাল প্রসঙ্গ টেনে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরও। তবে সেই নিয়ে এখনও সরকার বা দলের তরফ থেকে কিছু বলা হয়নি।

Read Entire Article