হোমখবরNepal Crisis: নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে ? ঐকমত্যে পৌঁছাতে পারল না Gen Z নেতৃত্ব ?
Nepal Protest: Gen Z-র বিক্ষোভের মুখে চাপে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন কেপি শর্মা ওলি।
By : ABP Ananda | Edited By: deepm | Updated at : 10 Sep 2025 09:18 PM (IST)
কাঠমাণ্ডু : দেশে পরবর্তী সরকারে নেতৃত্ব কে দেবেন ? এনিয়ে এবার দ্বিধা-বিভক্ত হয়ে পড়ল নেপালের Gen Z। বুধবার সন্ধেয় নেপাল সেনার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের আগে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাঁরা। মঙ্গলবার কাঠমাণ্ডুতে একের পর এক মর্মান্তিক ঘটনার পর দেশে আইন-শৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখার দায়িত্ব নিজেদের ঘাড়ে তুলে নিয়েছে সেনা।
Gen Z-র বিক্ষোভের মুখে চাপে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন কেপি শর্মা ওলি। তারপর এদিনও নেপালজুড়ে অশান্তির খবর এসেছে একের পর এক। এই পরিস্থিতিতে আন্দোলনকারী নেতাদের বৈঠকে আহ্বান জানায় নেপাল সেনা। তার আগে Gen Z-র কর্মীরা কোনও অরাজনৈতিক মুখকে আগামী অন্তর্বর্তী সরকারের মুখ হিসাবে চূড়ান্ত করার জন্য অভ্যন্তরীণ আলোচনায় যোগ দেন। যদিও তাঁরা কোনও ঐক্যমতে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন Gen Z-র দুই নেতা। সংবাদ সংস্থা IANS সূত্রের এমনই খবর।
রবি কিরণ হামাল নামে এক Gen Z নেতা সংবাদ সংস্থাকে বলেন, "পরবর্তী সরকারকে নেতৃত্ব দেওয়ার জন্য একাধিক Gen Z নেতা প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছেন।" এর পাশাপাশি নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের এমডি কুল মান ঘিসিংয়ের নামও উঠে আসে। আলোচনায় আসে ধারান শহরের মেয়র হর্কা সাম্পাংয়ের নামও।
এদিকে হামাল নিজে চান, Gen Z-র কোনও প্রতিনিধি নতুন সরকারকে নেতৃত্ব দিক।
এদিন ভার্চুয়াল মিটিংয়ে যোগ দিয়েছিলেন Gen Z-র ৫ হাজারের বেশি প্রতিনিধি। সেখানেই পছন্দের নাম হিসাবে উঠে আসেন সুশীলা কার্কি। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, কেপি শর্মা ওলির পদত্যাগের পরও নেপালজুড়ে চলতে থাকা অশান্তির আবহে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য মুখ হিসাবে বেছে নেওয়া হয়েছে।
অন্য সংবাদ মাধ্য়মের খবর অনুযায়ী, শীর্ষ পদ নিয়ে আলোচনার জন্য অনলাইনে শামিল হন Gen Z। সেখানে প্রাথমিক পছন্দ হিসাবে উঠে আসে কাঠমাণ্ডুর মেয়র বালেন শাহ-র নাম। তাঁর সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তিনি সাড়া দেননি বলে জানান যোগদানকারীদের একাংশ। নেপালের সংবাদ মাধ্যম সূত্রের খবর, সেই সময় Gen Z-র এক প্রতিনিধি বলেন, "যেহেতু তিনি (বালেন শাহ) আমাদের ফোন কলে সাড়া দিচ্ছেন না, তাই অন্য নাম নিয়ে আলোচনা হোক। অধিকাংশ জনের সমর্থন তখন যায় সুশীলা কার্কির দিকে।"
Published at : 10 Sep 2025 09:13 PM (IST)
Sponsored Links by Taboola