হোমজেলারNepal Situation : ভারত-নেপাল সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল, ফিরছেন না কলকাতায়
Governor CV Ananda On Nepal Situation: ভারত-নেপাল সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল, দিল্লিতে রিপোর্ট দিতে পারেন CV আনন্দ বোস, খবর রাজভবন সূত্রে
By : ABP Ananda | Edited By: Ritam Talukder | Updated at : 11 Sep 2025 01:10 PM (IST)
ভারত-নেপাল সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল, ফিরছেন না কলকাতায়
Source : ABP ANANDA
রুমা পাল, কলকাতা: ভারত-নেপাল সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল। শিলিগুড়ি থেকে কলকাতায় ফেরার কথা থাকলেও সফরসূচিতে পরিবর্তন। গতকাল পানিট্যাঙ্কি সীমান্তে গিয়ে SSB আধিকারিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন CV আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, সীমান্তের পরিস্থিতি নিয়ে দিল্লিতে রিপোর্ট জমা দেবেন রাজ্যপাল।
আরও পড়ুন, ফের অশান্ত নেপাল, আজ সকালে জেলভাঙার চেষ্টা ৩০০ কয়েদির ! বাধ্য হয়ে 'গুলি' চালাল পুলিশ
Published at : 11 Sep 2025 01:05 PM (IST)
Sponsored Links by Taboola