হোমখবরSushila Karki : নির্ভীক, যোগ্য এবং সততায় অটল, নেপালের Gen Z-র পছন্দের সুশীলা কার্কি আসলে কে ?
Nepal Protest News: নেপালের ইতিহাসে বিশেষ স্থান রয়েছে বছর ৭২-এর সুশীলা কার্কির। তিনি নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন।
By : ABP Ananda | Edited By: deepm | Updated at : 10 Sep 2025 07:21 PM (IST)
কাঠমাণ্ডু : নেপালের Gen Z-র পছন্দ তিনি। দায়িত্ব নিতে সম্মত হওয়ার আগে তাঁর সমর্থনে হাজার জনের সই দেখতে চেয়েছিলেন। Gen Z যখন তাঁকে আড়াই হাজারের বেশি সই দেখান, তখন ইতিবাচক সাড়া মেলে। নেপালের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্বে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে চাইছেন Gen Z।
কে এই সুশীলা কার্কি ?
নেপালের ইতিহাসে বিশেষ স্থান রয়েছে বছর ৭২-এর সুশীলা কার্কির। তিনি নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন। ২০১৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী তাঁকে নিয়োগ করেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কন্সটিটিউশন কাউন্সিলের সুপারিশে তাঁকে নিয়োগ করা হয়েছিল। যদিও নিজের পেশাগত জীবন একজন শিক্ষিকা হিসাবে শুরু করেছিলেন সুশীলা। পরবর্তী কালে তিনি বিচারব্যবস্থায় যোগ দেন। যেখানে তিনি নিজেকে নির্ভীক, যোগ্য এবং সততায় অটল ব্যক্তিত্ব হিসাবে নিজের খ্যাতি গড়ে তোলেন।
২০০৬ সালে সংবিধান খসড়া কমিটির অংশ ছিলেন তিনি। ২০০৯ সালে অ্যাড-হক সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে শীর্ষ পদ গ্রহণের আগে অল্প সময়ের জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনা করতে এদিন ভার্চুয়াল মিটিংয়ে যোগ দিয়েছিলেন Gen Z-র ৫ হাজারের বেশি প্রতিনিধি। সেখানেই পছন্দের নাম হিসাবে উঠে আসেন সুশীলা কার্কি। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, কেপি শর্মা ওলির পদত্যাগের পরও নেপালজুড়ে চলতে থাকা অশান্তির আবহে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য মুখ হিসাবে বেছে নেওয়া হয়েছে। এর আগে তাঁকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই সময় সুশীলা কার্কি জানিয়েছিলেন, তাঁর প্রতি সমর্থন জানিয়ে অন্তত হাজার জনের সই দেখাতে হবে তাঁকে। সূত্রের খবর অনুযায়ী, তাঁর দাবির থেকে অনেক বেশি, তাঁর সমর্থনে সই পড়েছে আড়াই হাজারের বেশি।
সুশীলা কার্কি যদি শেষমেশ তাঁদের প্রস্তাবে সাড়া দেন, নেপাল-সংক্রান্ত বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তিনি প্রথমে সেনাপ্রধান জেনারেল রাজ সিগডেলের সঙ্গে দেখা করবেন। এরপর তিনি অনুমোদন নেবেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের। প্রসঙ্গত, এর আগে বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হয়েছিল হাসিনা সরকার। প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। যার নেতৃত্ব দিচ্ছেন মহম্মদ ইউনূস।
Published at : 10 Sep 2025 07:15 PM (IST)
Sponsored Links by Taboola