হোমপ্রযুক্তিগ্যাজেটApple iPhone 17 Series Launch: ইতিহাসের সবথেকে সরু আইফোন, লঞ্চ হল আইফোন এয়ার,কী এর বিশেষত্ব? ভারতে ১৭ সিরিজ়ের ফোনগুলির দাম কত?
Apple Awe Dropping Event: আজকের অ্যাপেলের ইভেন্টে এয়ারপডস প্রো ৩, অ্যাপেল ওয়াচ সিরিজ় ১১, অ্যাপেল ওয়াচ আল্ট্রা ৩ এবং অ্যাপেল ওয়াচ এসই ৩ লঞ্চ করা হয়েছে।
By : ABP Ananda | Edited By: Rishav Roy | Updated at : 10 Sep 2025 12:35 AM (IST)
সামনে এল যুগান্তকারী আইফোন এয়ার
Source : এবিপি
নিউ ইয়র্ক: এ যেন প্রযুক্তির জগতে নবজাগরণ। যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট অ্যাপেলের তরফে মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর তাঁদের 'Awe-Dropping' ইভেন্টের (Apple Awe Dropping Event) কথা ঘোষণা করা হয়েছিল। আইফোনপ্রেমীরা বিশেষ কিছুর অপেক্ষায় ছিলেন। হলও তাই। আইফোন ১৭ সিরিজ় লঞ্চে (Apple iPhone 17 Series Launch) সামনে এল আইফোন ইতিহাসের সবথেকে পাতলা ফোন, আইফোন এয়ার।
ফোনটি চওড়ায় মাত্র ৫.৬ মিলিমিটার। ওজন মাত্র ১৬৫ গ্রাম। ৮০ শতাংশ রিসাইকেলড টাইটেনিয়াম দিয়ে তৈরি এই ফোনটি। এই ফোনের ডিসপ্লে ৬.৫ ইঞ্চির এবং ফোনের উভয় দিকেই রয়েছে প্রো-সেরামিক শিল্ড। এর ফলে ফোন ভাঙার সম্ভাবনা আরও চারগুণ কম। তবে আয়তনে সরু হলেও, অ্যাপেল কর্তৃপক্ষের দাবি আইওএস ২৬-র অ্যাডাপটিভ পাওয়ার ফিচার এবং এন১ ওয়ারলেস চিপ থাকায় এটির ব্যাটারি খরচও কম হবে। ফোনে এআইয়ের-র কার্যক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ম্যাক ব্রুক প্রো স্তরের পারফরম্যান্সের দাবিও করা হয়েছে। কালো, সাদা, হালকা সোনালি এবং আকাশি নীল, এই চার রঙে পাওয়া যাবে এই ফোনটি। এই ফোনের ব্যাক ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল ফিউসন ক্য়ামেরা সিস্টেম। সঙ্গে ১৮ মেগাপিক্সেল সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। এই ফোনে বিশ্বজুড়ে উৎপাদিত কোনও মডেলেই সিমের আলাদা কোনও স্লট রাখা হবে না। কেবলমাত্র ই-সিমই ব্যবহার করা যাবে। ব্যাটারি ৩১৪৯ এমএএইচ। ভারতীয় মুদ্রায় এর দাম ভারতীয় মুদ্রায় ৮৮ হাজার ১৫৫ টাকা থেকে শুরু হচ্ছে।
আইফোন ১৭ প্রো-র ক্ষেত্রে পিছনে তিনটি ৪৮ মেগাপিক্সেল ফিউসন ক্য়ামেরা থাকছে। সামনে থাকছে ১৮ মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা। কসমিক কমলা, গাঢ় নীল এবং সিলভার, তিনটি রঙে এই ফোন পাওয়া যাবে। একবার চার্জ দিলে ৩৯ ঘণ্টা পর্যন্ত ফোনে ভিডিও দেখা যাবে বলে কর্তৃপক্ষের তরফে দাবি করা হচ্ছে। এই ফোনের দাম ভারতীয় মুদ্রায় এর প্রায় ৯৭ হাজার টাকা থেকে শুরু। আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম রাখা হয়েছে ১ লক্ষ পাঁচ হাজার টাকা থেকে শুরু। প্রোর মতোই প্রো ম্যাক্সও তিনটি রঙে পাওয়া যাবে। দুই ফোনের মূল পার্থক্য় বলতে প্রো সর্বাধিক এক টিবি স্টোরজ সমেত পাওয়া যাবে, সেখানে প্রো ম্য়াক্সের ক্ষেত্রে তা দুই টিবি। আর প্রোর ব্যাটারি যেখানে ৪২৫২ এমএএইচ, সেখানে প্রো ম্য়াক্সের ব্যাটারি ৫০৮৮ এমএএইচ।
আইফোন ১৭-তে আগের তিন ফোনের মতো সামনে থাকছে সেরামিক শিল্ড ২। ফোনের সামনের কাঁচে স্ক্র্যাচ পড়ার ঝুঁকি কমছে তিনগুণ। কিন্তু বাকি তিন ফোনের পিছনে সেরামিক স্লিড থাকলেও, এই ফোনের পিছন আগের মতোই কাঁচের। ফোনে থাকছে ৪৮ মেগাপিক্সেল ডুয়াল ফিউসন সিস্টেম ক্যামেরা। এটির ডিসপ্লে ৬.৩ ইঞ্চি। সামনে রয়েছে ১৮ মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা। এক্ষেত্রে ১৭ প্রোর থেকে এর কোনও পার্থক্য নেই। ল্যাভেন্ডার, মিস্ট ব্লু, কালো, সাদা ও সেজ, এই পাঁচ রঙে পাওয়া যাবে আইফোন ১৭। তবে এয়ারের থেকে আইফোন ১৭-র ব্যাটারি পাওয়ার বেশি, ৩৬৯৩ এমএএইচ। ভারতীয় মুদ্রায় এর দাম ৭০ হাজার ৫০০ টাকা থেকে শুরু। প্রসঙ্গত, এয়ারে কেবলমাত্র ই-সিমই ব্যবহার করা সম্ভব হলেও, বাকি ফোনগুলিতে ভারতে ই-সিমের পাশাপাশি ন্যানো সিম কার্ডের ট্রেও থাকছে।
অ্যাপেলের নতুন এই সিরিজ়ের ফোনগুলি ১৯ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে। তবে আজ থেকেই শুরু হচ্ছে আগাম বুকিং। এছাড়াও আজকের অ্যাপেলের ইভেন্টে এয়ারপডস প্রো ৩, অ্যাপেল ওয়াচ সিরিজ় ১১, অ্যাপেল ওয়াচ আল্ট্রা ৩ এবং অ্যাপেল ওয়াচ এসই ৩ লঞ্চ করা হয়েছে।
Published at : 10 Sep 2025 12:35 AM (IST)
Sponsored Links by Taboola