Asia Cup 2025: 'আগ্রাসন ছাড়া তো খেলা সম্ভবই নয়', এশিয়া কাপে পাকিস্তান ম্য়াচ প্রসঙ্গে জবাব অধিনায়ক সূর্যর

2 days ago 3

হোমখেলারক্রিকেটAsia Cup 2025: 'আগ্রাসন ছাড়া তো খেলা সম্ভবই নয়', এশিয়া কাপে পাকিস্তান ম্য়াচ প্রসঙ্গে জবাব অধিনায়ক সূর্যর

Suryakumar Yadav: প্রথমবার অধিনায়ক হিসাবে বড় কোনও টুর্নামেন্ট খেলতে নামলেও দলের প্রস্তুতি বা খেলার ধরনে কোনওরকম বদল ঘটাতে নারাজ সূর্যকুমার যাদব।

By : ABP Ananda | Edited By: Rishav Roy | Updated at : 09 Sep 2025 06:14 PM (IST)

দুবাই: আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫-র (Asia Cup 2025) মহারণ। মহাদেশের সেরা হওয়ার লড়াইয়ে গতকাল সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল। এরপরেই পাকিস্তানের বিরুদ্ধে 'সুপার সানডে'-তে মহামোকাবিলা। তার আগে আজ প্রাক টুর্নামেন্ট সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) কিন্তু পাকিস্তানসহ বাকি দলগুলিকে একপ্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন বটে।

সূর্যকুমারকে সাংবাদিক সম্মলনে নিয়ে প্রশ্ন করা হয় সাম্প্রতিক সময়ে দুই দেশের (ভারত ও পাকিস্তান) মধ্যে যা সম্পর্ক, তার ফলে কি কোথাও কোনভাবে খেলোয়ড়দের আগ্রাসন যাতে মাত্রা না ছাড়ায় তার জন্য কোনও নির্দেশ দেওয়া হয়েছে? জবাবে ভারতীয় অধিনায়কের স্পষ্ট জবাব, 'মাঠে তো সবসময় আগ্রাসী মনোভব থাকবেই। আগ্রাসন ছাড়া আমার মনে হয় না এই খেলাটা খেলা সম্ভব। আমি তো কাল মাঠের জন্য একেবারে মুখিয়ে রয়েছি।'

এই প্রশ্নের জবাবেই পাকিস্তান অধিনায়ক সলমন আলি আগার (Salman Ali Agha) মন্তব্য, 'এই বিষয়ে তো কাউকে কিছু বলার থাকতে পারে না। সবাই তো একে অপরের থেকে আলাদা। তাই কেউ যদি আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে চায়, তাহলে সে তেমনটা করতেই পারে। তাদেরকে সেই সময় আটাকানো উচিত নয়, কারণ সেক্ষেত্রে তারা নিজেদের স্বভাববিরুদ্ধ আচরণ করতে বাধ্য হবে। বোলারদের ক্ষেত্রে তো এটা স্বাভাবিক বিষয়। ক্রিকেটের স্পিরিটের মধ্যে থেকে কিছু করলে আমার কাউকে কিছু বলার নেই।'

— BCCI (@BCCI) September 7, 2025

ভারতীয় দল গত বারের এশিয়া কাপের চ্যাম্পিয়ন। তবে শেষবার বিশ ওভারের ফর্ম্যাটে আয়োজিত এশিয়া কাপ জিততে ব্যর্থ হয়েছিল টিম ইন্ডিয়া। তাঁর অধীনে শুরুটা ভাল হলেও, সূর্যকুমারের নেতৃত্বে এটাই ভারতীয় দলের প্রথম বড় টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে কি ভারত পৃথক কিছু করবে? অধিনায়ক সূর্য এই প্রশ্নের জবাবে জানান এখনও পর্যন্ত যা দলকে সাফল্য় এনে দিয়েছে, সেই ফর্মুলা তিনি অযথা বদলাতে রাজি নন।

'এখনও পর্যন্ত তো সবটা ভালই চলছে। তো বেকার কেন আমি খোঁচাতে যাব। এখনও পর্যন্ত তো সবটা ভালই চলছে। দ্বিপাক্ষিক সিরিজ়গুলি আমরা ভাল করেছি। ওই একই জিনিসপত্র এখানেও অনুসরণ করব। কোনওকিছু যদি সাফল্য এনে দেয়, তাহলে সেটা বদলানোর প্রয়োজন কী!' মত সূর্যর। 

Published at : 09 Sep 2025 06:14 PM (IST)

Sponsored Links by Taboola

ABP Premium

ডঃ পঙ্কজ কুমার রায়

ডঃ পঙ্কজ কুমার রায়

Read Entire Article