Brain Stroke TIA : মুহূর্তের জন্য হাত-পা অবশ, কথা জড়িয়ে যাওয়া, আতঙ্ক বাড়াচ্ছে 'মিনি স্ট্রোক', এই TIA কতটা ভয়ঙ্কর?

1 day ago 4

হোমলাইফস্টাইল-এরBrain Stroke TIA : মুহূর্তের জন্য হাত-পা অবশ, কথা জড়িয়ে যাওয়া, আতঙ্ক বাড়াচ্ছে 'মিনি স্ট্রোক', এই TIA কতটা ভয়ঙ্কর?

হঠাৎ করে কয়েক মিনিট কথা বলতে না পারা, কোনও একদিক অবশ বা অসাড় হয়ে যাওয়া, দৃষ্টির সমস্যা , তা আবার কয়েক মিনিটের মধ্যে তা ঠিক হয়ে যাওয়ার ঘটনাকে  ‘ট্র্যান্সিয়েন্ট ইস্কিমিক অ্যাটাক’ বা ‘টিআইএ’ বলে।  

By : নিবেদিতা বন্দ্যোপাধ্যায় | Edited By: Nibedita Bhattacharya | Updated at : 10 Sep 2025 03:36 PM (IST)


হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি এখন মানছে না বয়স। সম্প্রতি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আবার ৩ দিন আগেই বাড়িতে বসে টিভি দেখতে দেখতেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন টেলিভিশনের অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। তাঁর স্বামী ইন্দ্রনীলের দাবি, তার আগে সায়ন্তনীর কোনও অসুস্থতা বা অস্বস্তি ছিল না। হঠাৎই তাঁর শারীরিক সমস্যা হয়।  জানা গিয়েছে, তিনি ওয়ার্কআউট করার পর থেকে  দুর্বল বোধ করেন, শুয়েও পড়েন। মুখের একটা দিক যেন বেঁকে যাচ্ছিল, সঙ্গে হেঁচকি।   হাসপাতালে নিয়ে যান স্বামী ইন্দ্রনীল মল্লিক। পরে এই সব সমস্যা ঠিক হয়ে যায়। কিন্তু হাসপাতালে চিকিৎসকরা জানান তাঁর ব্রেন স্ট্রোক হয়েছে। চিকিৎসকদের মতে, অনেক ক্ষেত্রে দেখা যায়, হঠাৎ করে কয়েক মিনিট কথা বলতে না পারা, কোনও একদিক অবশ বা অসাড় হয়ে যাওয়া, দৃষ্টির সমস্যা হওয়া, আবার কয়েক মিনিটের মধ্যে তা ঠিক হয়ে যাওয়ার ঘটনাকে  ‘ট্র্যান্সিয়েন্ট ইস্কিমিক অ্যাটাক’ বা ‘টিআইএ’ বলে।  সাধারণ মানুষ একে  ‘মিনি স্ট্রোক’ও বলে থাকেন। এই ধরনের স্ট্রোক হতে পারে কম বয়সেও। তাই অবহেলা করা যাবে না। 

স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অমিত হালদার ( Director, Neurology , Fortis Hospital, Anandapur) জানালেন, স্ট্রোক আসলে মস্তিষ্কে কোনও ধমনী ফেটে গিয়ে হ্যামারেজ হলে ঘটে । অথবা যদি কোনও ধমনীতে বাধা তৈরি হয়ে মস্তিষ্কের কোনও অংশে অক্সিজেন ও রক্তপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়, তাহলে সেখানকার টিস্যুগুলোর মৃত্যু ঘটে, তখন তাকে stroke infarction বলে। ‘ট্র্যান্সিয়েন্ট ইস্কিমিক অ্যাটাক’ বা ‘টিআইএ’-তে ( TIA ) এর ক্ষেত্রে এই ব্লকেজ সাময়িক, যা স্ট্রোকের ২৪ ঘণ্টার মধ্যে ঠিকঠাক হয়ে যায়। এর উপসর্গগুলি ব্যক্তিভেদে আলাদা। কিন্তু উপসর্গগুলি জানলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়। সাধারণত শরীরের একদিক অবশ হয়ে যাওয়া বা মুখের একদিক অবশ হয়ে যাওয়া। এছাড়া শরীরের একদিকে, হাতে, পায়ে বা মুখে ঝিঁঝিঁ অনুভূতি হওয়া বা অবশ হয়ে যাওয়া। কখনও আবার ‘ট্র্যান্সিয়েন্ট ইস্কিমিক অ্যাটাক’ র ইঙ্গিত হতে পারে কথা জড়িয়ে যাওয়া, ডাবল ভিশনও। কখনও কখনও গিলতে সমস্যা হওয়া, বমি পাওয়াও  ‘ট্র্যান্সিয়েন্ট ইস্কিমিক অ্যাটাক’ র ইঙ্গিত হতে পারে । এমন লক্ষণগুলি দেখা দিলেই ব্রেন ইমেজিংয়ের প্রয়োজন আছে। এ ধরনের সমস্যা হলে  অনেক বেশি সাবধান হতে হবে, আরও বড় সমস্যা এড়ানোর জন্য। যেমন, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া, হাই প্রেসার ও ডায়াবেটিস কন্ট্রোলে রাখা, কোলেস্টেরোল নিয়ন্ত্রণে রাখা,ওজন নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখতেই হবে। সাবধাণতাই এক্ষেত্রে বাঁচাতে পারে। কখনও কখনও চিকিৎসক ‘টিআইএ’-র পর নির্দিষ্ট ওষুধ খাওয়ার পরামর্শ দিতে পারেন। 

কনসালট‍্যান্ট  স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. সব্যসাচী ওঝা ( Neurologist, Peerless hospital) জানালেন,  ‘ট্র্যান্সিয়েন্ট ইস্কিমিক অ্যাটাক’ -এ কারও কারও ক্ষেত্রে ওই সময় কিছু মনে নাও পড়তে পারে। এটা কিন্তু কোনও ছোট ঘটনা নয়। তাই এ ধরনের ঘটনা ঘটলে ব্লাড প্রেসার , সুগার , কোলেস্টেরোল , লিপিড প্রোফাইল সব নিয়ন্ত্রণে রাখতে হবে। ধূমপান, মদ্যপান বন্ধ করতে হবে। তবে ব্লাড প্রেসার , সুগার , কোলেস্টেরোল , লিপিড প্রোফাইল সব নিয়ন্ত্রণেও কারও কারও এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে এইসব সমস্যা থাকলে ঝুঁকি নিঃসন্দেহে বেশি। 

কনসাল্ট্যান্ট নিউরোলজিস্ট ডা. যশোধরা চৌধুরী জানালেন, কখনও কখনও কথা বলতে বলতেই হয়ত কারও কথা জড়িয়ে গেল, বা এক চোখে দেখা বন্ধ হয়ে গেল, মাথা ঘুরতে লাগল বা বমি পেতে লাগল, তাহলে বুঝতে হবে তা ‘টিআইএ’। এবার তার প্রভাব বা অসুবিধে কিছু মিনিট বা ঘণ্টার মধ্যে ঠিক হয়ে গেলে, অনেকে বিষয়টাকে গুরুত্ব দেনই না। মুশকিল হল, এটার পর কিন্তু বড় স্ট্রোক ঘটতে পারে। তাই  ‘টিআইএ’-র কারণটা ধরা দরকার। আর তার জন্য দেরি না-করেহাসপাতালে ভর্তি হয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষাগুলি করে ফেলতে হবে। TIA র পর কার ঝুঁকি বেশি তা ডাক্তাররা নির্ধারণ করেন,  ABCD² score এর মাধ্যমে। এতে বেশ কতকগুলি প্যারামিটার দেখা হয়, তার ভিত্তিতে স্কোর করা হয়। ডাক্তার প্যারামিটারগুলি বুঝে কিছু ওষুধ চালু করবেন তখনই। নইলে পরে বিপদ বাড়তে পারে। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read

Published at : 10 Sep 2025 03:36 PM (IST)

Sponsored Links by Taboola

ABP Premium

ডঃ পঙ্কজ কুমার রায়

ডঃ পঙ্কজ কুমার রায়

Read Entire Article