Cleaning Toilet: রোজ রোজ সম্ভব না হলেও, বাড়ির টয়লেট ঠিক কতদিন অন্তর পরিষ্কার করা উচিত?

2 days ago 4

Toilet Cleaning Tips: কীভাবে সাফ করবেন টয়লেট? কত দিন অন্তর পরিষ্কার করবেন? ছবি: ফ্রিপিক।

By : ABP Ananda  | Updated at : 09 Sep 2025 01:34 PM (IST)

 কীভাবে সাফ করবেন টয়লেট? কত দিন অন্তর পরিষ্কার করবেন? ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

ছুটির দিন বাড়িতে থাকা মানেই সাফ-সাফাই সেরে নেওয়া। ঘর মোছা, ঝুল ঝাড়ার পালা যেমন থাকে, তেমনই ছুটির দিনে টয়লেট পরিষ্কার করতেই হয় আমাদের।

ছুটির দিন বাড়িতে থাকা মানেই সাফ-সাফাই সেরে নেওয়া। ঘর মোছা, ঝুল ঝাড়ার পালা যেমন থাকে, তেমনই ছুটির দিনে টয়লেট পরিষ্কার করতেই হয় আমাদের।

কোনও এক সপ্তাহ যদি টয়লেট পরিষ্কার না করতে পারি, বাকি গোটা সপ্তাহ অস্বস্তিতে কাটে। অফিস থেকে ফিরে টয়লেটে ঢুকে মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু ঠিক কতদিন অন্তর বাড়ির টয়লেট পরিষ্কার করা উচিত?

কোনও এক সপ্তাহ যদি টয়লেট পরিষ্কার না করতে পারি, বাকি গোটা সপ্তাহ অস্বস্তিতে কাটে। অফিস থেকে ফিরে টয়লেটে ঢুকে মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু ঠিক কতদিন অন্তর বাড়ির টয়লেট পরিষ্কার করা উচিত?

প্রথমেই খেয়াল করুন কমোড কতটা নোংরা হয়েছে বাথরুমের মেঝে হলুদ হয়ে গিয়েছে কি না, দেওয়াল, কলের হাতলে কালো ছোপ দেখা যাচ্ছে কি না। সাধারণ ভাবে টয়লেট সিটের প্রতি বর্গ ইঞ্চিতে ২৯৫ জীবাণু বসবাস করে। কমোডের ভিতর প্রতি বর্গ ইঞ্চিতে জীবাণুর সংখ্যা প্রায় ৩২ লক্ষ। যে হাতল চাপলে ফ্লাশ হয়, তাতেই প্রতি বর্গ ইঞ্চিতে জীবাণুর সংখ্যা প্রায় ৮২।

প্রথমেই খেয়াল করুন কমোড কতটা নোংরা হয়েছে বাথরুমের মেঝে হলুদ হয়ে গিয়েছে কি না, দেওয়াল, কলের হাতলে কালো ছোপ দেখা যাচ্ছে কি না। সাধারণ ভাবে টয়লেট সিটের প্রতি বর্গ ইঞ্চিতে ২৯৫ জীবাণু বসবাস করে। কমোডের ভিতর প্রতি বর্গ ইঞ্চিতে জীবাণুর সংখ্যা প্রায় ৩২ লক্ষ। যে হাতল চাপলে ফ্লাশ হয়, তাতেই প্রতি বর্গ ইঞ্চিতে জীবাণুর সংখ্যা প্রায় ৮২।

তাই নিয়মিত টয়লেট পরিষ্কার করলে মানসিক শান্তি পাওয়া যায়। কিন্তু তাই বলে কি রোজ ঝাঁটা-বালতি নিয়ে টয়লেট পরিষ্কার করবেন? বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র বাড়ির লোকজনই যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে সপ্তাহে একবার ভাল করে টয়লেট পরিষ্কার করলেই হল। মেঝে, দেওয়াল, টয়লেট সিট, কমোড, কলের হাতল, জেট স্প্রে, টয়লেটের দরজা, আয়না, শাওয়ার হেড, সব ভাল করে ঘষে পরিষ্কার করুন।

তাই নিয়মিত টয়লেট পরিষ্কার করলে মানসিক শান্তি পাওয়া যায়। কিন্তু তাই বলে কি রোজ ঝাঁটা-বালতি নিয়ে টয়লেট পরিষ্কার করবেন? বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র বাড়ির লোকজনই যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে সপ্তাহে একবার ভাল করে টয়লেট পরিষ্কার করলেই হল। মেঝে, দেওয়াল, টয়লেট সিট, কমোড, কলের হাতল, জেট স্প্রে, টয়লেটের দরজা, আয়না, শাওয়ার হেড, সব ভাল করে ঘষে পরিষ্কার করুন।

টয়লেট এবং বাথরুম পরিষ্কার করতে ব্লিচিং পাউডার ব্যবহার করেন অনেক। এতে জীবাণু ধ্বংস হয়ে যায় বলে মনে করা হয়। কিন্তু শুধুমাত্র ব্লিচিং পাউডার যথেষ্ট নয়। জীবাণুনাশক প্রয়োজন।

টয়লেট এবং বাথরুম পরিষ্কার করতে ব্লিচিং পাউডার ব্যবহার করেন অনেক। এতে জীবাণু ধ্বংস হয়ে যায় বলে মনে করা হয়। কিন্তু শুধুমাত্র ব্লিচিং পাউডার যথেষ্ট নয়। জীবাণুনাশক প্রয়োজন।

টয়লেট একদম ঝকঝকে চাইলে হাতে সময় নিয়ে বেকিং সোডা, ভিনিগার মিশিয়ে প্রয়োগ করতে পারেন। সোশ্য়াল মিডিয়ার দৌলতে কোকাকোলা দিয়ে টয়লেট পরিষ্কারের হিড়িক দেখা যাচ্ছে। ভুলেও সেদিকে পা বাড়াবেন না। এতে মাছি, পিঁপড়ের উপদ্রব বাড়বে।

টয়লেট একদম ঝকঝকে চাইলে হাতে সময় নিয়ে বেকিং সোডা, ভিনিগার মিশিয়ে প্রয়োগ করতে পারেন। সোশ্য়াল মিডিয়ার দৌলতে কোকাকোলা দিয়ে টয়লেট পরিষ্কারের হিড়িক দেখা যাচ্ছে। ভুলেও সেদিকে পা বাড়াবেন না। এতে মাছি, পিঁপড়ের উপদ্রব বাড়বে।

বাড়িতে ডিটারজেন্ট পাউডার, বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। তবে অতিরিক্ত রাসায়নিক যুক্ত জীবাণুনাশক ব্যবহার না করাই ভাল।

বাড়িতে ডিটারজেন্ট পাউডার, বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। তবে অতিরিক্ত রাসায়নিক যুক্ত জীবাণুনাশক ব্যবহার না করাই ভাল।

কমোড ঘষে পরিষ্কার করে সেভাবে ফেলে রাখবেন না। সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নিন। ফ্লাশ করুন অবশ্যই। কোথাও কোনও দাগ রয়ে গিয়েছে কি না দেখে নিন ভাল করে।

কমোড ঘষে পরিষ্কার করে সেভাবে ফেলে রাখবেন না। সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নিন। ফ্লাশ করুন অবশ্যই। কোথাও কোনও দাগ রয়ে গিয়েছে কি না দেখে নিন ভাল করে।

টয়লেট বা বাথরুম পরিষ্কারের সময় অবশ্যই গ্লাভস পরুন হাতে। ডিসপোজেবল গ্লাভস ব্যবহার করুন। কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ফেলে দিন নিরাপদ জায়গায়। এবং সম্ভব হলে গরম জলে, সাবান দিয়ে হাত ধুয়ে নিন।

টয়লেট বা বাথরুম পরিষ্কারের সময় অবশ্যই গ্লাভস পরুন হাতে। ডিসপোজেবল গ্লাভস ব্যবহার করুন। কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ফেলে দিন নিরাপদ জায়গায়। এবং সম্ভব হলে গরম জলে, সাবান দিয়ে হাত ধুয়ে নিন।

টয়লেট পরিষ্কার করলেই হল না, টয়লেট পরিষ্কার করতে যে স্ক্রাবার, ব্রাশ ব্যবহার করছেন, সেগুলিও ভাল করে পরিষ্কার করে নিতে হবে। নইলে তাতেও ব্যাকটিরিয়া বাসা বাঁধতে পারে। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

টয়লেট পরিষ্কার করলেই হল না, টয়লেট পরিষ্কার করতে যে স্ক্রাবার, ব্রাশ ব্যবহার করছেন, সেগুলিও ভাল করে পরিষ্কার করে নিতে হবে। নইলে তাতেও ব্যাকটিরিয়া বাসা বাঁধতে পারে। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Published at : 09 Sep 2025 01:33 PM (IST)

Sponsored Links by Taboola

ABP Premium

ডঃ পঙ্কজ কুমার রায়

ডঃ পঙ্কজ কুমার রায়

Read Entire Article