হোমব্যবসা-বাণিজ্যেরDonald Trump : ট্রাম্পের নতুন 'বোমা', ভারতের ওপর ১০০% শুল্ক চাপানোর আহ্বান
India EU Trade Deal : এবার ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর আহ্বান করলেন মার্কিন প্রেসিডেন্ট। ইউরোপীয় ইউনিয়নের কাছে এই আবেদন করেছেন ডোনাল্ড ট্রাম্প।
By : ABP Ananda | Updated at : 10 Sep 2025 02:31 PM (IST)
এবার ভারতকে দমাতে ইউরোপের কাছে আবেদন..
Source : X
India EU Trade Deal : ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি হওয়ার আগেই বড় বোমা ট্রাম্পের। এবার ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর আহ্বান করলেন মার্কিন প্রেসিডেন্ট। ইউরোপীয় ইউনিয়নের কাছে এই আবেদন করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি চিনকেও এই 'শুল্ক সাজা' দিতে বলা হয়েছে।
হতাশা গ্রাস করেছে আমেরিকাকে
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি এখন অলীক স্বপ্ন। চুক্তির মধ্যস্থতা করতে গিয়ে 'ল্যাজেগোবরে' অবস্থা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা ট্রাম্পের। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। হোয়াইট হাউসের ক্রমবর্ধমান হতাশার মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের এই নতুন প্রস্তাবটি এসেছে। ট্রাম্প একসময় দাবি করেছিলেন- তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর "কয়েক ঘণ্টার মধ্যে" এই সমস্যার সমাধান করে দেবেন।
কী বলা হয়েছে ফিন্য়ান্সিয়াল টাইমসের প্রতিবেদেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার জন্য মস্কোর উপর চাপ বৃদ্ধি করেই চলেছে। যে কারণে ভারতকে নিশানা করেছেন তিনি। মূলত, রাশিয়ার দুটি বৃহত্তম অপরিশোধিত আমদানিকারক ভারত ও চিনের ওপর ১০০% পর্যন্ত শুল্ক আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আহ্বানা জানিয়েছেন ট্রাম্প। দ্য ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের যুদ্ধের জন্য মস্কোর প্রয়োজনীয় রাজস্ব আদায়ের উপায় নিয়ে আলোচনা করার জন্য ওয়াশিংটনে আসা মার্কিন ও ইইউ কর্মকর্তাদের মধ্যে মঙ্গলবারের বৈঠকে ট্রাম্প এই দাবি করেছেন।
মিটিংয়ে এই নিয়ে কী আলোচনা হয়েছে
আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের আলোচনার মধ্যে এক মার্কিন আধিকারিক বলেন, "আমরা এই শুল্ক আরোপের বিষয়ে এখনই যেতে প্রস্তুত। কিন্তু আমরা কেবল তখনই এটি করতে পারব, যদি আমাদের ইউরোপীয় অংশীদাররা আমাদের সঙ্গে এই বিষয়ে সায় দেয়।"দ্য ফিনান্সিয়াল টাইমসের রিপোর্টে বলা হয়েছে ওই আধিকারিকের কথা।
ট্রাম্প ইতিমধ্যেই ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়িয়েছেন, যেখানে চিনা রপ্তানির উপর শুল্ক ৩০ শতাংশে দাঁড়িয়েছে। রবিবার, ক্রেমলিন ইউক্রেনে তাদের সর্ববৃহৎ বিমান হামলা চালানোর পর তিনি রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। পাশাপাশি ট্রাম্প রাশিয়ার তেল কিনবে এমন দেশগুলিকে শাস্তি দেওয়ারও হুমকি দিয়েছেন।
কী বলেছে ট্রাম্পের উপদেষ্টা
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো 'রিয়েল আমেরিকা'স ভয়েস' শো-এর এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত শুল্কের 'মহারাজা'। যদি নয়াদিল্লি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার কোনও পর্যায়ে "আসতে" না পারে, তাহলে ভারতের জন্য "ভালো হবে না"। এই বলেই অবশ্য় থেমে থাকেননি তিনি, একধাপ এগিয়ে নাভারো বলেছেন, ''মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বের যেকোনও বড় দেশের তুলনা করলে ভারত সর্বোচ্চ শুল্ক আরোপ করেছে। আমাদের এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।"
Published at : 10 Sep 2025 02:31 PM (IST)
Sponsored Links by Taboola