Facebook Scam: ফেসবুকে শুরু নতুন জালিয়াতি ! ১.৫ কোটি টাকা খুইয়েছেন এই ব্যক্তি; আপনিও এই ভুল করছেন না তো ?

2 days ago 4

হোমব্যবসা-বাণিজ্যেরFacebook Scam: ফেসবুকে শুরু নতুন জালিয়াতি ! ১.৫ কোটি টাকা খুইয়েছেন এই ব্যক্তি; আপনিও এই ভুল করছেন না তো ?

Facebook Pop Up Scam: ফেসবুকে শুরু হয়েছে নতুন জালিয়াতি 'পপ আপ স্ক্যাম'। এই প্রতারণার ফাঁদে পড়েই ১.৫ কোটি টাকা খোয়ালেন এক ব্যক্তি।

By : ABP Ananda | Edited By: Siman Ray | Updated at : 09 Sep 2025 01:08 PM (IST)

Digital Scam: মোহালির সেক্টর ৭১-এর ৬৪ বছরের বৃদ্ধ বাসিন্দা রাজনদীপ সিং সম্প্রতি ফেসবুকে একটি বিনিয়োগ জালিয়াতি চক্রের ফাঁদে পড়ে ১.৫ কোটি টাকা খুইয়েছেন। ফেসবুকে একটি বিনিয়োগের (Digital Fraud) পরামর্শ দেওয়া একটি পপ আপ উঠে এসেছিল তাঁর চোখে, আর সেই বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে তিনি সেটিকে ক্লিক করেন যেখানে এইচডিএফসি সিকিউরিটিজ, আপস্টক্সের মত বড় বড় ব্রোকারেজ সংস্থার (Facebook Pop-Up Scam) নাম করে মোটা টাকা রিটার্নের কথা বলা হয়। ‘এইচডিএফসি মার্কেট নেভিগেশন’ নামে একটি ভুয়ো হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই ব্যক্তিকে যোগ করে নেওয়া হয় আর তারপর ধীরে ধীরে জালিয়াতি শুরু হয়।

প্রতারকরা সম্পূর্ণরূপে নিজেদেরকে পেশাদার প্রমাণ করার জন্য সচেষ্টা ছিলেন। কোথাও এতটুকু সন্দেহ হওয়ার অবকাশ ছিল না। এই প্রতারকরা ভুয়ো সেবির সার্টিফিকেট ব্যবহার করতেন, নকল আইডি ব্যবহার করতেন এবং সংস্থার সিইও হিসেবেও অনেকে পরিচয় দিতেন। তারা সেই ব্যক্তিকে বলেন যে ১০ হাজার টাকা বিনিয়োগ করতে প্রথমে যা তারা দ্বিগুণ করে দেবেন। এবার এই কথায় বিশ্বাস করে ধীরে ধীরে ৭১.৩৪ লক্ষ টাকা এবং আরও পরে ৩৪.৩৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তদের ভুয়ো প্ল্যাটফর্মে। একটা নয়, অনেকগুলি অ্যাকাউন্টে ভাগ করে করে এই টাকা পাঠাতে হয়েছিল তাঁকে। প্রতি বার প্ল্যাটফর্মে দেখাত যে তাঁর টাকা দ্বিগুণ হয়েছে অথচ তার টাকাটা অন্যত্র গোপনে পাচার হয়ে যেত। হঠাৎ একদিন জালিয়াতরা সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। মাথায় হাত বৃদ্ধ রাজনদীপের। একটি টাকাও পেলেন না তিনি।

সাইবার ক্রাইম পুলিশ বিভাগের তরফ থেকে এই ধরনের জালিয়াতি সম্পর্কে আগে থেকেই সতর্কতা জারি করা হয়েছিল। অবাস্তব রিটার্নের প্রতিশ্রুতি দেওয়া পপ-আপগুলিতে কখনও বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিনিয়োগের আগে সংস্থার শংসাপত্র যাচাই করা দরকার, অজানা অচেনা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেওয়া থেকে বিরত থাকা দরকার। সমাজমাধ্যম সুরক্ষিত করতে টু-ফ্যাক্টর নোটিফিকেশন চালু করে রাখতে হবে এবং ব্যাঙ্ক বা ব্রোকারদের কাছ থেকে আসা অতিরিক্ত মুনাফার দাবি যুক্ত বিজ্ঞাপনগুলিতে বিশ্বাস না করাই শ্রেয়।

মোহালির এই ব্যক্তির আর্থিক জালিয়াতির ঘটনায় ইতিমধ্যেই তথ্য প্রযুক্তি আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে, সতর্ক করা হয়েছে যে এই ধরনের জালিয়াতিগুলি অত্যন্ত সংগঠিত ও ক্রমেই বেড়ে চলেছে।

Published at : 09 Sep 2025 01:08 PM (IST)

Sponsored Links by Taboola

ABP Premium

ডঃ পঙ্কজ কুমার রায়

ডঃ পঙ্কজ কুমার রায়

Read Entire Article