হোমফ্যাক্ট চেকFact Check On Facebook Meta : 'আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম...', কপি-পেস্টের ট্রেন্ডে গা ভাসিয়েছেন আপনিও! আসলে লুকিয়ে কী? জানালেন সাইবার বিশেষজ্ঞ
'আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম (অর্থাৎ নতুন নাম, মেটা) চালু হচ্ছে, যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে। ' সত্যি নাকি?
By : নিবেদিতা বন্দ্যোপাধ্যায় | Edited By: Nibedita Bhattacharya | Updated at : 29 Jul 2025 11:25 PM (IST)
'আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম...', এই পোস্ট না করলেই কী আপনার ছবি ব্যবহার করতে পারবে ফেসবুক?
Source : canva
'আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম (অর্থাৎ নতুন নাম, মেটা) চালু হচ্ছে, যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে। '
এমন মেসেজ কপি করে নিজের ফেসবুক প্রোফাইলের ওয়ালে পেস্ট করার কথা অনেকেই লিখে পোস্ট করছেন। এই ডিক্লেয়ারেশন না দিলেই নাকি facebook আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য হাতে পেয়ে যাবে কিংবা আপনার ব্যক্তিগত যে কোনও ছবি তারা যে কোনও ভাবে ব্যবহার করতে পারবে । এমন আশঙ্কার কথাই সেই পোস্টে বলা হয়েছে।
ফেসবুক খুললে নিশ্চয়ই বহু মানুষকেই আপনি এই একই পোস্ট করতে দেখেছেন। সেখানে বলা হয়েছে এই নির্দিষ্ট মেসেজটি আপনার ফেসবুক ওয়ালে কপি করে পেস্ট করলেই আপনি নিশ্চিন্ত থাকবেন। ওই নির্দিষ্ট পোস্টটির উপরে ক্লিক করতেও বলা হয়েছে। কি তাইতো ? কিন্তু এই ধরনের বার্তা কতটা গুরুত্ব রয়েছে? আদৌ এর ভিত্তি কী? সত্যি কি 'মেটা'র হাতে চলে যাবে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য ? নতুন করে এমন কি কিছু পলিসি আপডেট করেছে ফেসবুক কর্তৃপক্ষ? এই নিয়ে এবিপি লাইভ বাংলা কথা বলেছিল সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে।
সাইবার বিশেষজ্ঞ অভিষেক মিত্র আমাদের জানালেন, ফেসবুক বা মেটা যদি পলিসি আপডেট করে তাহলে তারা অফিসিয়ালি তাদের পেজ-এ সেই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করবেই। নিচে দেওয়া লিংকে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ফেসবুকের নিত্য নতুন ফিচার , পলিসি , প্রোডাক্ট, বিজনেস সংক্রান্ত নানা রিপোর্ট । ভালো করে চোখ বুলিয়ে দেখুন তো, যে ধরনের বার্তা ভাইরাল হচ্ছে, তেমন কিছু কি ফেসবুক সেখানে দিয়েছে? যদি তা না হয়, চুপি চুপি ফেসবুক কর্তৃপক্ষ এমন কিছুই করবে না। https://about.fb.com/news/
সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত আমাদের জানালেন যখন কোনও সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করি, যখন সেখানে অ্যাকাউন্ট খোলা হয় , তখনই কিছু চুক্তিতে আমরা রাজি হই। কিছু শর্ত পড়ে নিয়ে অ্যাকসেপ্ট বাটনটি প্রেস করলে তবেই সেখানে অ্যাকাউন্ট খোলা যায়। মনে করে দেখুন, আপনি যখন ফেসবুকে প্রথম অ্যাকাউন্ট খুলেছিলেন, তখনই কিছু শর্তে আপনি রাজি হয়েছিলেন এবং সেখানেই মেটা বা ফেসবুক আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে , আপনার দেওয়া তথ্য , ব্রাউজিং ডেটা, বা আপনার ছবি তারা কীভাবে ব্যবহার করতে পারে।
দুই সাইবার বিশেষজ্ঞই আমাদের জানালেন, যে কোনও তথ্য বা ফটোর উপর মেটা কর্তৃপক্ষের অ্যাক্সেস তো আছেই । এবার প্রত্যেকটি দেশের নিয়ম অনুসারে ঠিক হয়, ব্যবহারকারীদের তথ্য তারা কতটা কীভাবে ব্যবহার করতে পারে।
সাইবার বিশেষজ্ঞ অভিষেক মিত্র জানালেন, যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অগ্রগতি হয়েছে, সেই সঙ্গে ডিপ-ফেক ভিডিওর মত একটা কালো দিক উঠে এসেছে, সে ক্ষেত্রে যে কোন তথ্য বা ছবি বা ভিডিও কোনও সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্মে শেয়ার করার আগেই সাবধান হওয়া দরকার। facebook প্রোফাইলে কোনও ছবি বা ভিডিও শেয়ার করার সময়ই দেখে নেওয়া আবশ্যক , আপনার প্রাইভেসি সেটিংস ঠিক আছে কি না। আপনি ঠিক কতজনের কাছে আপনার ব্যক্তিগত ছবি বা ভিডিও পৌঁছে দেবেন, তা অনেকটাই এই সেটিংস- এর ওপরে নির্ভর করছে। তাই তা বুঝে নিয়ে তবে ব্যবহার করা প্রয়োজন । সাইবার বিশেষজ্ঞর পরামর্শ, যে কোনও ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখতে টু ফ্যাক্টর বা মাল্টি ফ্যাক্টর অথোরাইজেশন অন করে রাখা জরুরি।
সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত জানালেন, অনেক ক্ষেত্রেই এ ধরনের পোস্টের সঙ্গে অন্য কোনও একটি লিংক দেওয়া থাকে । যা ক্লিক করতে বলা হয়। ক্লিক করলেই তা অন্য একটি পেজে রিডাইরেক্ট হয়ে যায় । সেখানে হয়তো নতুন করে আপনাকে আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড এন্টার করতে বলা থাকবে । আর যেইমাত্র আপনি সেই রিডাইরেক্টেড পেজটিতে গিয়ে আপনার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করবেন, সেই মুহূর্তেই তা চলে যাবে হ্যাকারদের হাতে । তারা সেই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনার অ্যাকাউন্টটি হ্যাক করে নেবে। ফেসবুকে এই ধরনের লিংকে ক্লিক করা থেকে সাবধানে থাকুন ।
বিশেষজ্ঞ অভিষেক মিত্র জানালেন, শুধুমাত্র এই ধরনের বার্তাই নয়, অনেক ধর্মীয় বার্তা কিংবা রাজনৈতিক বার্তাও শেয়ার করতে বলা হয়। কিংবা কোনও প্রোপাগান্ডা ছড়িয়ে দিতে এইসব ট্রিকস ব্যবহার করা হয়। আপনি যখন কোনও একটি বিশেষ ধরনের মেসেজে লাইক করছেন বা শেয়ার করছেন তখন ফেসবুক কিন্তু বুঝে যাচ্ছে আপনি কোন ধরনের কন্টেন্ট পছন্দ করছেন। সেই তথ্য যদি কোনও অসাধু ব্যক্তি বা দল পেয়ে যায়, তাহলে তা ব্যবহার করে হয়ত আপনাকে কেউ ঠকাতে পারে। অনেক সময় শপিং সাইটের কিছু প্রমোশনাল লিংক ফেসবুকে চলে আসে, এই লিংকে ক্লিক করে শপিং করুন... বিশেষ ছাড় পাবেন ইত্যাদি । কিন্তু দেখা যায়, ওই লিংকে ক্লিক করে আপনি যে পেজে গিয়ে পৌঁছলেন, সেখানে নতুন করে আপনাকে আইডি , পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হচ্ছে। আপনি বুঝতেই পারলেন না, আপনার ব্যক্তিগত তথ্য অসাধু ব়্যাকেটের কাছে চলে গেল।
এরকম নানা ধরনের ঠকিয়ে নেওয়ার কারবার চলছে ফেসবুক জুড়ে । তাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করার আগে সতর্ক থাকুন। নিয়ম-নীতি নিয়ে পড়াশোনা করুন। ইন্টারনেটে খোঁজ করলে কিন্তু দেখা যাবে, মেটার বিরুদ্ধে পলিসি ভায়োলেশনের বহু কেসও রয়েছে। তবে এরকম ধরনের কোনও ভাইরাল-লেখা লিখে দিলেই মেটা আপনার তথ্য বা ছবিতে হাত দেবে না, এমনটা হয় না। মেটার কোনও পলিসিতে সম্মতি বা অসম্মতি জানাতে হলে, তার জন্য ফেসবুকই আপনার কাছে বার্তা দেবে। আপনাকে সেখানে অ্যাকসেপ্ট বা ডিক্লাইন করতে হবে।
পরামর্শ দাতা : সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত ( Managing Director at ISOAH Data Securities Pvt. Ltd. )
সাইবার বিশেষজ্ঞ অভিষেক মিত্র ( CEO and Founder Indian Institute of Cyber Security and Indian Cyber Security Solutions)
Published at : 29 Jul 2025 10:27 PM (IST)
Sponsored Links by Taboola