Last Updated:September 04, 2025 3:58 PM IST
সূত্রের খবর, ৭৫০০ টাকার কম হোটেল রুমের ক্ষেত্রে ১২% জিএসটি ছাড়াও ৫% ইনপুট ট্যাক্স ক্রেডিট বা আইটিসি গুনতে হত। কিন্তু, এবার থেকে তা আর গুনতে হবে না।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের হাত ধরে জিএসটি কাউন্সিল নতুনভাবে জিএসটির পুনর্বিন্যাস করতে চলেছে। আর এর ফলে লাভবান হতে চলেছেন আমজনতা।
যারা ভ্রমণপিপাসু তাঁদের জন্যেও সুখবর নিয়ে এসেছে এই নতুন জিএসটি। বহু পণ্যের ক্ষেত্রেই ২৮% জিএসটি থেকে কমিয়ে ১৮% করা হয়েছে। এবার হোটেল রুমের ক্ষেত্রেও বেশ সুবিধা পেতে চলেছেন
সাধারণ নাগরিকরা।
সূত্রের খবর, ৭৫০০ টাকার কম হোটেল রুমের ক্ষেত্রে ১২% জিএসটি ছাড়াও ৫% ইনপুট ট্যাক্স ক্রেডিট বা আইটিসি গুনতে হত। কিন্তু, এবার থেকে তা আর গুনতে হবে না।
এই নতুন জিএসটি কার্যকর হতে চলেছে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে।
শুধু হোটেল রুমই নয়। বিমান ভাড়াতেও রয়েছে চমক।
ইকোনমি ক্লাস টিকিটের ভাড়ায় ১২% থেকে জিএসটি কমিয়ে আনা হয়েছে ৫%। অন্যদিকে, বিজনেস ক্লাসের ক্ষেত্রে ১৮% থেকে তা ১২% করা হয়েছে। ফলে মধ্যবিত্তের হাসি আরও চওড়া হয়েছে।