২০২৩ সালের ১ জানুয়ারি থেকে চালু হয়েছিল হাওড়া থেকে... more
1/4সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। এই আবহে এবার একের পর এক 'উপহার' পাচ্ছে বিহার। এহেন পরিস্থিতিতে এবার হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে ছুটে যাওয়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে বড় বদল আসছে। এই রুটে এবার বিহারের একটি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। প্রসঙ্গত, ট্রেনটির রুট বদল হচ্ছে না। তবে স্টপেজ বাড়ছে।
2/4রিপোর্ট অনুযায়ী, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি এবার থেকে বিহারের কিষাণগঞ্জ রেলওয়ে স্টেশনে থামবে। আগে হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া ট্রেনটি বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন এবং বারসই জংশনে দাঁড়াত। এখন থেকে বিহারের কিষাণগঞ্জ রেলওয়ে স্টেশনেই দাঁড়াবে ট্রেনটি।
3/4উল্লেখ্য, ২০২২ সালের ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া-এনজেপি বন্দে ভারত ট্রেনটির উদ্বোধন করেছিলেন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এই ট্রেনটির বাণিজ্যিক পরিষেবা চালু হয়। ট্রেনটি হাওড়া থেকে ভোর ৫টা বেজে ৫৫ মিনিটে ছাড়ে এবং নিউ জলপাইগুড়ি পৌঁছয় দুপুর ১টা ২৫ মিনিটে। আবার সেখান থেকে অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি ছাড়ে দুপুর তিনটের সময় এবং হাওড়ায় পৌঁছয় রাত সাড়ে ১০ টা নাগাদ।
4/4এদিকে চলতি সেপ্টেম্বর মাসেই বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, ভোটমুখী বিহার থেকেই প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন ছুটতে পারে। দাবি করা হচ্ছে, দিল্লি থেকে পটনা রুটে ছুটবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি। বিহারের দ্বারভাঙ্গা বা সীতামারহি পর্যন্ত এই রুটের সম্প্রসারণ হতে পারে।