হোমব্যবসা-বাণিজ্যেরKarisma Kapoor : প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ভাগ চাই, করিশ্মা কপূরের সন্তানরা এবার দিল্লি হাইকোর্টে
Sunjay Kapur : কোর্টের কাছে তাদের একটাই দাবি, সম্পত্তির ন্যায্য় অংশ তাদের দেওয়া হোক।
By : ABP Ananda | Updated at : 09 Sep 2025 10:08 PM (IST)
৩০ হাজার কোটির সম্পত্তি কার, কারা দাবিদার ?
Source : x
Sunjay Kapur : প্রয়াত শিল্পপতি সঞ্জয় কপূরের প্রায় ৩০,০০০ কোটি টাকার সাম্রাজ্য নিয়ে এবার নতুন জটলা। বাবার সম্পত্তির ভাগ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল করিশ্মা কপূরের সন্তানরা (Karisma Kapoors Son)। কোর্টের কাছে তাদের একটাই দাবি, সম্পত্তির ন্যায্য় অংশ তাদের দেওয়া হোক।
কী মামলা করা হয়েছে দিল্লি হাইকোর্টে
মূলত, সৎ মা প্রিয়া কপূর (সঞ্জয় কপূরের তৃতীয় স্ত্রী)র বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা করা হয়েছে। যেখানে বলিউড অভিনেত্রীর সন্তানদের অভিযোগ, প্রিয়া কপূর তাদের বাবার সম্পত্তির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে 'উইল' জাল করার চেষ্টা করেছেন। তাই আইনি অভিভাবক হিসেবে মায়ের মাধ্যমে সম্পত্তির বিভাজন, হিসাব হস্তান্তর ও আসামীদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে তারা।
কী অভিযোগ করা হয়েছে মামলায়
মামলার অভিযোগ অনুসারে সন্তানরা জানিয়েছে, বাবার মৃত্যুর সময় তার সম্পত্তির পরিমাণ কত ছিল, সেই বিষয়ে তাদের কাছে সম্পূর্ণ তথ্য নেই। তারা কেবল তাদের জানা সম্পত্তির একটি তালিকা কোর্টে অ্যাড করেছে। তাদের অভিযোগ, প্রিয়া কপূর বাবার বর্তমান সম্পত্তির পরিমাণের বিষয়ে জানেন। কিন্তু তিনি তা গোপন করে সম্পদের সম্পূর্ণ পরিমাণ প্রকাশ করছেন না।
এই বিষয়ে কী যুক্তি দিয়েছে করিশ্মার সন্তানরা
তাদের দাবি, ১২ জুন ২০২৫-এ উইন্ডসরে পোলো খেলার সময় তাদের বাবার আকস্মিক মৃত্যু হয়। কিন্তু তার আগে পর্যন্ত বাবার সঙ্গে ভাল সম্পর্ক ছিল তাদের। সেই কারণে ঘন ঘন ভ্রমণ, ছুটি কাটানো ও বাবার ব্যবসায়িক ও ব্যক্তিগত কাজে নিয়মিত জড়িত ছিল তারা । যদিও তাদের অভিযোগ, প্রিয়া কপূর প্রাথমিকভাবে উইলের অস্তিত্ব অস্বীকার করেছেন। তাঁর দাবি, সঞ্জয় কাপুরের সব সম্পত্তি আর.কে. ফ্যামিলি ট্রাস্টের অধীনে ছিল। যদিও পরবর্তীকালে ২১ মার্চ প্রিয়া একটি নথি তুলে ধরে সেটিকে দলিল হিসাবে বর্ণনা করেন। যা সবার মনে জালিয়াতি ও কারসাজির সন্দেহ তৈরি করে।
সঞ্জয়ের মৃত্যুতে তাঁর সংস্থা Sonan Comstar-এর মথায় এখন তৃতীয় পক্ষের স্ত্রী প্রিয়া সচদেব কপূর, যা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন সঞ্জয়ের মা রানি কপূর। এমনকি অ্যালার্জি বা হৃদরোগে ছেলের মৃত্য়ু নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। (Karisma Kapoor)
Sona Comstar-এর প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় গত ১২ জুন হঠাৎই মারা যান। লন্ডনে পোলো খেলার সময় তাঁর গলায় একটি মৌমাছি ঢুকে যায়, তা থেকে অ্যালার্জির জেরে হৃদরোগে আক্রান্ত হন এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যায়। কিন্তু ছেলের মৃত্যুর মাস দেড়েক পর সেই নিয়ে সন্দেহ প্রকাশ করলেন সঞ্জয়ের মা রানি। তাঁর দাবি, যে পরিস্থিতিতে মারা গিয়েছেন সঞ্জয়, তা রীতিমতো ‘সন্দেহজনক’, ‘অপ্রত্যাশিত’। সেই নিয়ে সম্পূর্ণ তথ্যও তাঁকে দেওয়া হয়নি বলে দাবি করেছেন রানি। (Sunjay Kapur)
ছেলের মৃত্যুর দেড় মাস পর রানির এই অভিযোগ সাড়া ফেলে দিয়েছে ব্যবসা জগতে। কিন্তু হঠাৎ কী এমন ঘটল? জানা যাচ্ছে, সঞ্জয়ের মৃত্যুর পর ৩১০০০ কোটি টাকার Sona Comstar-এর দায়িত্ব তাঁর দুই বোন সুপর্ণা মোতওয়ানে এবং মন্দিরার হাতে উঠতে পারে বলে খবর সামনে এসেছিল। কিন্তু দিল্লিতে সঞ্জয়ের শেষকৃত্য মেটার পর পরই তাঁর তৃতীয় পক্ষের স্ত্রী প্রিয়া সংস্থার নন এগজিকিউটিভ ডিরেক্টরর নিযুক্ত হন। দায়িত্ব পেয়ে প্রিয়া সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচয়ও বদলে ফেলেন। সঞ্জয়ের সঙ্গে নিজের একটি ছবি প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করেন। নিজেকে মা, ব্যবসায়ী এবং Sona Comstar-এর নন এগজিকিউটিভ ডিরেক্টর হিসেবে উল্লেখ করেন। সঞ্জয়ের উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করছেন, সঞ্জয়ের স্বপ্নপূরণের চেষ্টা করছেন বলে জানান প্রিয়া।
কিন্তু Sona Comstar-এর নন এগজিকিউটিভ ডিরেক্টর হিসেবে প্রিয়ার নিযুক্তিতে শুক্রবার আপত্তি তোলেন রানি। নিজেকে সংস্থার ‘মেজরিটি শেয়ার হোল্ডার’ বলে দাবি করে অ্যানুয়াল জেনারেল মিটিং স্থগিত রাখার দাবি তোলেন।
Published at : 09 Sep 2025 10:08 PM (IST)
Sponsored Links by Taboola