Kolkata Metro Update: সপ্তাহের প্রথমদিনই অফিসটাইমে চরম ভোগান্তি, ২টি স্টেশনের মাঝে আটকে থাকল মেট্রো
3 days ago
4
বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata Metro Update: সপ্তাহের প্রথমদিনই অফিসটাইমে চরম ভোগান্তি, ২টি স্টেশনের মাঝে আটকে থাকল মেট্রো
Updated: 08 Sep 2025, 10:03 AM ISTAbhijit ChowdhuryAbhijit Chowdhury08 Sep 2025 kolkata metro, kolkata metro blue line, north south metro, কলকাতা মেট্রো, কলকাতা মেট্রো বিভ্রাট, কলকাতা মেট্রো বন্ধ, কলকাতা মেট্রো ব্লু লাইন, নর্থ সাউথ মেট্রো
সপ্তাহের প্রথমদিনই সকাল সকাল মেট্রো বিভ্রাট। যার জ... more
1/4ইস্ট-ওয়েস্ট মেট্রো এবং নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো চালুর পর থেকে নর্থ-সাউথ রুটে চাপ অনেকটা বেড়েছে। এই আবহে গত কয়েকদিনে যাত্রীরা নানা অভিযোগ তুলেছে মেট্রো ব্যবস্থাপনার বিরুদ্ধে। এর মাঝে আবার কবি সুভাষ মেট্রো বন্ধ থাকায় সমস্যা আরও তীব্র হয়েছে। এই সবের মাঝেই আজ সকালে ফের মেট্রো বিভ্রাট। সপ্তাহের প্রথমদিন অফিস টাইমে এই বিভ্রাটের জেরে চরম ভোগান্তি হল যাত্রীদের।
2/4সোমবার সকাল ৮টা নাগাদ কবি নজরুল থেকে শহিদ ক্ষুদিরামের মাঝে আচমকাই দাঁড়িয়ে পড়ে একটি মেট্রো। বিদ্যুৎ সরবরাহে বিভ্রাটের জেরেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সকালে ৮টা ৫৪ মিনিট পর্যন্ত সেই মেট্রোটি দুটি স্টেশনের মাঝে আটকে থাকে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। সেই সময় নাকি মেট্রোর ভিতরে এসিও বন্ধ হয়ে গিয়েছিল।
3/4এদিকে যাত্রী বিভ্রাট ও দুর্ভোগের অভিযোগের মাঝেও মেট্রোতে গড় যাত্রী বেড়েছে বিগত দিনে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম ৬ দিনে গড়ে ৭ লাখ ৪৯ হাজার যাত্রী মেট্রো চড়েছেন। এর মধ্যে ১ এবং ৪ সেপ্টেম্বর গ্রিন লাইনে চেপেছেন ২ লাখের বেশি যাত্রী। এদিকে ১ সেপ্টেম্বর সব মিলিয়ে ৮ লাখ ৭ হাজার যাত্রী চেপেছেন মেট্রোতে। ৪ তারিখ সংখ্যাটা ছিল ৭ লাখ ৮৬ হাজার।
4/4এর আগে অগস্টের শেষ সপ্তাহে ২৫ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত মেট্রোতে যাত্রী সংখ্যা ছিল ৪৯ লক্ষ ১৮ হাজার। এদিকে যাত্রীদের সংখ্যা যত বাড়ছে, ততই যেন বাড়ছে দুর্ভোগের অভিযোগ। বিশেষ করে ভিড়ের জেরে অনেক যাত্রী নাজেহাল হচ্ছেন। এই আবহে দাবি উঠেছে, মেট্রোর রেক বৃদ্ধির। তবে মেট্রোর নেটওয়ার্ক ছড়িয়ে পড়ায় কলকাতার পাবলিক ট্রান্সপোর্টের মানচিত্র যে পুরোপুরি বদলে গিয়েছে, তা বলাই বাহুল্য।