হোমভিডিওজেলারKolkata Metro : কাজের দিনে ফের মেট্রো বিভ্রাট, টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত চলছে না মেট্রো
By : ABP Ananda | 11 Sep 2025 03:33 PM (IST)
ABP Ananda Live: কাজের দিনে ফের মেট্রো বিভ্রাট। টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত চলছে না মেট্রো। ব্রিজি থেকে রেক ঘোরাতে গিয়ে সমস্যা। বেলা সাড়ে ১২টার পর থেকে মেট্রো বিভ্রাট।
আরও পড়ুন...
সকালে বিজেপি থেকে তৃণমূলে যোগ, বিকেলেই ভুল স্বীকার করে বিজেপিতে প্রত্যাবর্তন পঞ্চায়েত সদস্যের
সকালে বিজেপি থেকে তৃণমূলে যোগ। বিকেলেই ভুল স্বীকার করে বিজেপিতে প্রত্যাবর্তন পঞ্চায়েত সদস্যের। বাঁকুড়ার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। টাকার টোপ দিয়ে বিজেপির পঞ্চায়েত সদস্য গণেশ মল্লকে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ। যোগদান করানোর অভিযোগ আর এক বিজেপি পঞ্চায়েত সদস্য তারাপদ পালের বিরুদ্ধে। তারাপদর কাছে কিছু টাকা বকেয়া ছিল, দাবি গণেশ মল্লর। ওই টাকা পাইয়ে দেওয়ার নাম করে তাঁকে তৃণমূলে যোগদান করায় তারাপদ, দাবি গণেশের। কিন্তু, তৃণমূলে যোগ দেওয়ার পরও প্রাপ্য টাকা দেওয়া হয়নি, দাবি গণেশের।তারপরই ভুল স্বীকার করে বিজেপিতে প্রত্যাবর্তন গণেশ মল্লর।
বিধানসভা অভিযানে ধুন্ধুমার । অসুস্থ হয়ে পড়লেন এক চাকরিপ্রার্থী
Sponsored Links by Taboola
ডঃ পঙ্কজ কুমার রায়