Kolkata News: জোর করে জন্মদিনের পার্টিতে ডেকে গণধর্ষণের অভিযোগ শহর কলকাতায়, এখনও পলাতক ২ অভিযুক্ত

4 days ago 5

হোমজেলারKolkata News: জোর করে জন্মদিনের পার্টিতে ডেকে গণধর্ষণের অভিযোগ শহর কলকাতায়, এখনও পলাতক ২ অভিযুক্ত

Hardevpur News: জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে খাস কলকাতায়। বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে হরিদেবপুরের রিজেন্ট কলোনিতে। 

By : ABP Ananda | Edited By: Sohini Chakrabarty | Updated at : 07 Sep 2025 04:44 PM (IST)

হিন্দোল দে, কলকাতা : ফের কলকাতায় 'গণধর্ষণ', এবার হরিদেবপুরের রিজেন্ট কলোনি। আর জি কর, সাউথ ক্যালকাটা ল কলেজের পর এবার হরিদেবপুর। জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতার অভিযোগ জোর করে তাঁকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল জন্মদিনের পার্টিতে। তারপর তাঁকে গণধর্ষণ করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তরুণী। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। 

জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে খাস কলকাতায়। বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। 
শুক্রবার রাতে ২ জনের বিরুদ্ধে তরুণী হরিদেবপুর থানায় গণধর্ষণের অভিযোগ জানান। পুলিশ জানিয়েছে তদন্তও শুরু হয়েছে। কিন্তু এখনও পলাতক ওই দুই অভিযুক্ত। তাদের খোঁজে জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একটি ভাড়া বাড়িতে ঘটেছে এই ঘটনা। ওই তরুণী ছাড়া অভিযুক্ত ২ যুবকই খালি ছিল সেখানে। 

তরুণীর অভিযোগ তাঁর বন্ধু চন্দন মল্লিক। সেই জোর করে জন্মদিনের পার্টির কথা বলে তরুণীকে নিয়ে যায় দেবাংশু বিশ্বাস ওরফে দীপ নামে এক যুবকের ভাড়া বাড়িতে। জন্মদিনের পার্টিতে আরও অনেকে আসবে বলা হলেও, কেউই আসেননি বলে জানিয়েছেন তরুণী। তাঁর অভিযোগ, ওই ভাড়া বাড়িতেই তাঁকে ধর্ষণ করে চন্দন এবং দেবাংশু। এক্ষেত্রে উল্লেখ্য, নির্যাতিতা তরুণীর বন্ধু চন্দনের পরিচিত ছিল দেবাংশু ওরফে দীপ। আপাতত পলাতক অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। 

হরিদেবপুরের মাছ বাজারে উদ্ধার যুবকের দেহ 

গত ১ সেপ্টেম্বর হরিদেবপুর থানা থেকে মাত্র ৭০০ মিটার দূরে কবরডাঙা মাছ বাজারে উদ্ধার হয় যুবকের রক্তাক্ত দেহ। সকালে দোকান খুলতে এসে কয়েকজন ব্যবসায়ী দেখতে পান এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। সকাল সকাল এমন দৃশ্য দেখে ভয় পেয়ে যান মাছ ব্যবসায়ীরা। দ্রুত খবর দেওয়া হয় হরিদেবপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে ওই যুবককে খুন করা হয়েছে। 

এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আত্মকিত হয়ে পড়েন স্থানীয়রা। ঘটনাস্থলে আসে লালবাজারের হোমিসাইড শাখা। হরিদেবপুর থানার সঙ্গে তদন্ত শুরু করে তারা। সকাল সকাল মাছ বাজারে দোকান খুলতে এসে এভাবে যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে যথেষ্টই ভয় পেয়ে যান মাছ ব্যবসায়ীদের একাংশ। 

Published at : 07 Sep 2025 04:40 PM (IST)

Sponsored Links by Taboola

ABP Premium

ডঃ পঙ্কজ কুমার রায়

ডঃ পঙ্কজ কুমার রায়

Read Entire Article