Modi coming to Fort William: পাক সেনার হুমকি পূর্ব ভারত নিয়ে, এরই মাঝে ফোর্ট উইলিয়ামে আসছেন মোদী-ডোভাল, ৩ বাহিনীর প্রধান
2 days ago
4
বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Modi coming to Fort William: পাক সেনার হুমকি পূর্ব ভারত নিয়ে, এরই মাঝে ফোর্ট উইলিয়ামে আসছেন মোদী-ডোভাল, ৩ বাহিনীর প্রধান
Updated: 09 Sep 2025, 09:09 AM ISTAbhijit ChowdhuryAbhijit Chowdhury09 Sep 2025 fort william, indian army, eastern command, narendra modi, kolkata, modi in kolkata, modi in fort william, ফোর্ট উইলিয়ামে মোদী, ভারতীয় সেনা, ইস্টার্ন কমান্ড
ফোর্ট উইলিয়ামে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ... more
1/5ফোর্ট উইলিয়ামে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিপোর্ট অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হবে। এই কনফারেন্সেরই উদ্বোধন করতে কলকাতায় আসছেন মোদী। এই অনুষ্ঠানে মোদী ছাড়াও থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিন বাহিনীর প্রধান, ভারতীয় সেনার চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। (AFP)
2/5উল্লেখ্য, সম্প্রতি পূর্ব ভারতে হামলার হুমকি দিয়েছিলেন পাকিস্তান সেনা প্রধান। এদিকে পূর্ব ভারতের সীমান্ত লাগোয়া বাংলাদেশের পরিস্থিতি অশান্ত, মায়ানমারে চলছে গৃহযুদ্ধ, চিনের নজর অরুণাচলে। এই পরিস্থিতিতে পূর্ব ভারতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সামরিক বাহিনী। আর এমন এক সময় মোদীর ফোর্ট উইলিয়ামে আসা বেশ তাৎপর্যপূর্ণ একটি বিষয়। (AFP)
3/5এদিকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করতে চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত তিন দিনের সফরে আসেন পূর্বাঞ্চলীয় সেক্টরে। এই সফরকালে রাফাল প্রশিক্ষণ বিমানে করে আকাশে উড়েছেন। এবং হাশিমারার বিমান ঘাঁটিতে কর্মীদের সাথে মতবিনিময়ও করেছেন তিনি। রাফাল বহরের জন্য তৈরি অত্যাধুনিক সুযোগ-সুবিধাগুলি পর্যালোচনা করেন তিনি। সিমুলেটর কমপ্লেক্সটিও ঘুরে দেখেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। (AFP)
4/5অপারেশন সিঁদুরের পর চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এয়ার মার্শাল আশুতোষের এই সফর বেশ উল্লেখযোগ্য। আর এরপর এবার ফোর্ট উইলিয়ামে আসছেন তিন বাহিনীর প্রধান থেকে প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, সাম্প্রতিক সময় পাকিস্তানের সামরিক বাহিনী একাধিকবার পূর্বদিক দিয়ে ভারতে হামলা করার হুঁশিয়ারি দিয়েছে। এই আবহে পূর্ব ভারতে সামরিক বাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখা হল। (AFP)
5/5এর আগে মার্কিন মুলুকে দাঁড়িয়ে একটি অনুষ্ঠানে পাক সেনা প্রধান আসিম মুনির বলেছিলেন, পাকিস্তান নাকি এবার ভারতের পূর্ব দিক থেকে আক্রমণ শুরু করবে। মুনির বলেছিলেন, 'এবার আমরা ভারতের পূর্ব দিক থেকে শুরু করব। যেখানে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ সব সম্পদ রয়েছে। তারপর আমরা পশ্চিমের দিকে যাব।' তার আগে পাক আইএসপিআর-এর ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীও কয়েকদিন আগেই দাবি করেছিলেন, আরও একবার অপারেশন সিঁদুরের মতো অভিযান হলে পাকিস্তান নাকি পূর্ব ভারতে হামলা করবে। (AFP)