Nepal News Update: নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন ? Gen Z-র ভার্চুয়াল মিটিংয়ে উঠে এল পছন্দের নাম

1 day ago 4

হোমখবরNepal News Update: নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন ? Gen Z-র ভার্চুয়াল মিটিংয়ে উঠে এল পছন্দের নাম

Nepal's Next PM Discussion: দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে তা নিয়ে আলোচনা করতে এদিন ভার্চুয়াল মিটিংয়ে যোগ দিয়েছিলেন Gen Z-র ৫ হাজারের বেশি প্রতিনিধি।

By : ABP Ananda | Edited By: deepm | Updated at : 10 Sep 2025 06:42 PM (IST)

কাঠমাণ্ডু : নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, এনিয়ে চর্চা চলছেই। এরই মধ্যে অভ্যন্তরীণ নেতা হিসাবে নিজেদের পছন্দের নাম বেছে নিলেন নেপালের Gen Z। প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নিজেদের পছন্দ হিসাবে বেছে নিলেন তাঁরা। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনা করতে এদিন ভার্চুয়াল মিটিংয়ে যোগ দিয়েছিলেন Gen Z-র ৫ হাজারের বেশি প্রতিনিধি। সেখানেই পছন্দের নাম হিসাবে উঠে আসেন সুশীলা কার্কি। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, কেপি শর্মা ওলির পদত্যাগের পরও নেপালজুড়ে চলতে থাকা অশান্তির আবহে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য মুখ হিসাবে বেছে নেওয়া হয়েছে।

Amid the ongoing turmoil in Nepal following KP Sharma Oli's resignation, former Chief Justice Sushila Karki's name comes up as one of the possible candidates to lead the new transitional government: Sources

— ANI (@ANI) September 10, 2025 শীর্ষ পদ নিয়ে আলোচনার জন্য অনলাইনে শামিল হন Gen Z। সেখানে প্রাথমিক পছন্দ হিসাবে উঠে আসে কাঠমাণ্ডুর মেয়র বালেন শাহ-র নাম। তাঁর সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তিনি সাড়া দেননি বলে জানান যোগদানকারীদের একাংশ। নেপালের সংবাদ মাধ্যম সূত্রের খবর, সেই সময় Gen Z-র এক প্রতিনিধি বলেন, "যেহেতু তিনি (বালেন শাহ) আমাদের ফোন কলে সাড়া দিচ্ছেন না, তাই অন্য নাম নিয়ে আলোচনা হোক। অধিকাংশ জনের সমর্থন তখন যায় সুশীলা কার্কির দিকে।" এর আগেও তাঁকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই সময় সুশীলা কার্কি জানিয়েছিলেন, তাঁর প্রতি সমর্থন জানিয়ে অন্তত হাজার জনের সই দেখাতে হবে তাঁকে। সূত্রের খবর অনুযায়ী, তাঁর দাবির থেকে অনেক বেশি, তাঁর সমর্থনে সই পড়েছে আড়াই হাজারের বেশি।  তবে, প্রাক্তন প্রধান বিচারপতিকে পছন্দ হিসাবে বেছে নেওয়া হলেও, ভার্চুয়াল মিটিংয়ে একাধিক নামী ব্যক্তিত্বের নাম নিয়েও আলোচনা হয়। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রধান কুলমান ঘিসিংয়ের নাম বলেন Gen Z-র কেউ কেউ। এছাড়াও উঠে আসে সাগর ধকল ও ধারান মেয়র হর্কা সাম্পাংয়ের নাম নিয়েও আলোচনা হয়। ইউটিউবার Random Nepali-কেউ অনেকে সমর্থন জানান। তবে তিনি জানিয়ে দেন, তিনি তখনই এগোবেন যখন অন্যান্যরা এগিয়ে আসতে চাইবেন না। যদিও রাস্তার এখনও অনেকটা। সুশীলা কার্কি যদি শেষমেশ তাঁদের প্রস্তাবে সাড়া দেন, নেপাল-সংক্রান্ত বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তিনি প্রথমে সেনাপ্রধান জেনারেল রাজ সিগডেলের সঙ্গে দেখা করবেন। এরপর তিনি অনুমোদন নেবেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের। 

Published at : 10 Sep 2025 05:56 PM (IST)

Sponsored Links by Taboola

ABP Premium

ডঃ পঙ্কজ কুমার রায়

ডঃ পঙ্কজ কুমার রায়

Read Entire Article