হোমভিডিওখবরNepal News: ভারত-নেপাল সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল
By : ABP Ananda | 11 Sep 2025 03:39 PM (IST)
ABP Ananda LIVE: ফিরছেন না কলকাতায়। ভারত-নেপাল সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল। দিল্লিতে রিপোর্ট দিতে পারেন CV আনন্দ বোস, খবর রাজভবন সূত্রে।
আরও পড়ুন...
নেপালের আঁচ ভারতে, শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্তে এখনও অচলাবস্থা জারি
নেপালের আঁচ ভারতে, শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্তে এখনও অচলাবস্থা জারি। আটকে পড়া দু’দেশের নাগরিকদেরই শুধু সীমান্ত পার হওয়ার অনুমতি। যে সমস্ত ভারতীয়রা নেপালে আটকে পড়েছিলেন, তাঁরা দলে দলে দেশে ফিরছেন। উদ্বেগ-আশঙ্কা নিয়ে সীমান্ত পেরোচ্ছেন এপারে আটকে পড়া নেপালি নাগরিকরাও। এখনও বন্ধ সীমান্ত বাণিজ্য, সার দিয়ে দাঁড়িয়ে পণ্যবাহী ট্রাক, লরি।নেপালের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় পানিট্যাঙ্কির ব্যবসায়ীরাও। নেপালের বিভিন্ন জায়গায় জেল ভেঙে কয়েদি পালানোর ঘটনায় সতর্ক ভারত। বাড়ানো হয়েছে সীমান্ত সুরক্ষা।
পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে পাকড়াও ৩৫ জন বন্দি
জেলভাঙা কয়েদিদের জন্য ভারত-নেপাল সীমান্তে বাড়ছে উদ্বেগ। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে পাকড়াও ৩৫ জন বন্দি। উদ্বেগজনক, বলছে SSB।
ভারত-নেপাল সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল
Sponsored Links by Taboola
ডঃ পঙ্কজ কুমার রায়