হোমখবরNepal Protest Live Updates: নেপালে নতুন সরকার গঠনে তৎপরতা তুঙ্গে, উঠে আসছে একাধিক নাম
Nepal Protest: নেপালে নামল সেনা, তাও এভারেস্টের দেশে চরম অরাজকতা।
By : ABP Ananda | Updated at : 10 Sep 2025 10:31 PM (IST)
সেনা নামার পরেও অগ্নিগর্ভ নেপাল! জেল ভেঙে পালাচ্ছে বন্দিরা, অশান্তির আঁচ পশুপতি নাথ মন্দিরে
Source : ABP Ananda
Background
কলকাতা: বাংলাদেশের পথেই নেপাল, গণঅভ্যুত্থানের পর চরম নৈরাজ্য। অশান্ত নেপাল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কাঠমাণ্ডু বিমানবন্দর। নেপাল জুড়ে বেলাগাম তাণ্ডব, হোটেলে আগুন-শপিং মল লুঠ! নেপাল পার্লামেন্ট, সুপ্রিম কোর্টের পরে পশুপতিনাথ মন্দিরেও হামলা!
পশুপতিনাথ মন্দিরে হামলা, বন্ধ করে এলাকা ঘিরল সেনাবাহিনী। নেপালের একের পর এক জেল ভেঙে উধাও কয়েদিরা। জলেশ্বরের জেল ভেঙে ৯০০ বন্দি উধাও। দিল্লি বাজার জেল ভাঙার চেষ্টা বন্দিদের। রক্সৌল সীমান্তের ওপারে বীরগঞ্জে জেল ভাঙার চেষ্টা, গুলি। লুম্বিনি: কোর্ট থেকে একের পর এক সরকারি অফিসে আগুন। গণ্ডকি প্রদেশ: কোর্ট, পুলিশের সদর কার্যালয় থেকে সরকারি অফিসে হামলা। কারনালি: বীরেন্দ্রনগরে মুখ্যমন্ত্রীর বাসভবন ও বীরেন্দ্রনগর পুর ভবনেও আগুন।
নেপালে নামল সেনা, তাও এভারেস্টের দেশে চরম অরাজকতা। নেপালের প্রধানমন্ত্রী ওলি-র পদত্যাগের পরেও থামছে না হিংসা! কাঠমাণ্ডুতে ফের রাস্তায় নেমে প্রতিবাদ-বিক্ষোভ। বিক্ষোভকারীদের ঘিরে রেখেছে নেপাল সেনাবাহিনী। আজ বিকেল ৫ পর্যন্ত কার্ফু জারি, রাতে শিথিল, জানাল সেনা। আগামীকাল সকাল ৬ থেকে সন্ধে ৬ পর্যন্ত ফের কার্ফু, বিবৃতি নেপাল সেনার। প্রধানমন্ত্রীর বাসভবন, দফতর, একাধিক মন্ত্রীর বাড়িতে আগুন। গতরাত থেকে নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছে সেনা। শান্তি বজায় রাখার জন্য আন্দোলনকারীদের কাছে আবেদন সেনাপ্রধানের। বন্ধ নেপালের শেয়ার বাজার, নির্দেশিকা নেপাল স্টক এক্সচেঞ্জের। বিশ্ববিখ্যাত পশুপতিনাথ মন্দিরে লুঠপাট, ভাঙচুরের চেষ্টা, নতুন করে অশান্তি। মন্দিরের নিরাপত্তার খাতিরে এলাকা ঘিরল সেনাবাহিনী। নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের জন্য বন্ধ হল পশুপতিনাথ মন্দিরের দরজা। নেপালে প্রাক্তন প্রধানমন্ত্রীকে মারধর, স্ত্রীকে পুড়িয়ে খুন, উপপ্রধানমন্ত্রীকে রাস্তায় বের করে লাথি। নেপালে নৈরাজ্য নিয়ে সরব মুখ্যমন্ত্রী।
বাংলাদেশের পথেই নেপাল, কাঠমাণ্ডুতেই জেল ভাঙার চেষ্টা! কাঠমাণ্ডুর দিল্লিবাজার জেল থেকে পালানোর চেষ্টা কয়েদিদের। দিল্লিবাজার জেলের বাইরে মোতায়েন সেনাবাহিনী, কয়েদিদের সঙ্গে কথা।
অন্যদিকে, গান্ধী মূর্তির পাদদেশে প্রাক্তন সেনাকর্মীদের অবস্থানে হাইকোর্টের অনুমতি। সেনা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে প্রাক্তন সেনাকর্মীদের অবস্থান। কাল বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ২২৫জনকে নিয়ে অবস্থানে সম্মতি। 'অবস্থান-বিক্ষোভে থাকতে পারবেন না কোনও বিজেপি নেতা। অবস্থান-বিক্ষোভে যোগ দিতে পারবেন শুধুমাত্র প্রাক্তন সেনাকর্মীরাই', একটি লাউড স্পিকার, হ্যান্ড মাইক নিয়ে অবস্থান-বিক্ষোভে অনুমতি। প্রাক্তন সেনাকর্মীদের বিকল্প জায়গায় অবস্থানের প্রস্তাব রাজ্য সরকারের। রাজ্য সরকারের প্রস্তাবের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ সেনাকর্মীদের সংগঠন। পুলিশের বিকল্প জায়গার প্রস্তাবে আপত্তি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ সেনাকর্মীদের সংগঠন।
22:31 PM (IST) • 10 Sep 2025
Mamata Banerjee: সোশ্যাল মিডিয়া নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
আপনারাই সিদ্ধান্ত নিন, কোনটা দেখবেন, কোনটা দেখবেন না। কোনটা গ্রহণ করবেন, আর কোনটা বর্জন করবেন। সোশাল মিডিয়া নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর। দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব, বদনাম করার চেষ্টা করা হচ্ছে। পাল্টা কটাক্ষ করেছে বিরোধীরা।
22:17 PM (IST) • 10 Sep 2025
Kolkata News: বিনিয়োগের আহ্বান নিয়ে কলকাতায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব
বিনিয়োগের আহ্বান নিয়ে কলকাতায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। কলকাতায় একটি পাঁচতারা হোটেলে হয়ে গেল বাণিজ্য সম্মেলন, 'ইনভেস্ট ইন মধ্যপ্রদেশ। উদ্যোগ এবং রোজগার বর্ষ ২০২৫'। বিনিয়োগ টানতে শিল্পের জন্য প্রয়োজনীয় জমি, শ্রমিক, বিদ্যুৎ, জল, প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহ এবং সরকারি সহযোগিতার আশ্বাস দেওয়া হল মধ্যপ্রদেশ সরকারের তরফে। উপস্থিত ছিলেন একাধিক শিল্পপতি।
21:35 PM (IST) • 10 Sep 2025
West Bengal News: পাহাড়েও চরমে পৌঁছেছে তরুণদের হতাশা
পাহাড়েও চরমে পৌঁছেছে তরুণদের হতাশা। বেকারত্ব থেকে GTA, পুরসভা ও পঞ্চায়েতে দুর্নীতি, স্বজনপোষণ - প্রতিদিন পরিস্থিতি খারাপ হচ্ছে। বিতর্কিত ফেসবুক পোস্ট হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ডের। তবে তিনি চান, এই হতাশা সহিংস আন্দোলনে পরিণত যেন না হয়। পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
21:11 PM (IST) • 10 Sep 2025
Nepal Kolkata Connection: কলকাতায় বিয়ে, পরিবার থাকেন দেশেই, নেপাল অশান্ত হতেই মা-বাবার চিন্তায় ঘুম উড়েছে ২ বোনের
নেপালের নাগরিক কিন্তু বিবাহ সূত্রে কলকাতার বাসিন্দা। দিদির শ্বশুরবাড়িতে রয়েছেন বোনও। নেপাল অশান্ত হতেই মা-বাব সহ পরিবারের চিন্তায় ঘুম উড়েছে ২ বোনের। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক, এই প্রার্থনাই করছেন তাঁরা।
20:43 PM (IST) • 10 Sep 2025
International News Update: নতুন প্রধানমন্ত্রীকে কোনওভাবেই মেনে নেওয়া হবে না। এই দাবিতে, এবার উত্তাল হল ফ্রান্সের বিভিন্ন শহর
নতুন প্রধানমন্ত্রীকে কোনওভাবেই মেনে নেওয়া হবে না। এই দাবিতে, এবার উত্তাল হল ফ্রান্সের বিভিন্ন শহর। খণ্ডযুদ্ধ বাঁধল পুলিশ ও জনগণের মধ্যে। দাবি উঠল প্রেসিডেন্টের ইস্তফারও।
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
Sponsored Links by Taboola